দৃষ্টিগত প্রত্যক্ষণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
ভূমিকা সংশোধন ও সম্প্রসারণ
Zaheen (আলোচনা | অবদান)
চিত্র পরিবর্তন
১ নং লাইন:
[[File:Human visual pathway.svg|thumb|right|300px|মানুষের দৃষ্টিগত প্রত্যক্ষণের গতিপথ]]
[[Image:Eye Line of sight.jpg|thumb|[[লেওনার্দো দা ভিঞ্চি]] : চোখের একটি কেন্দ্রীয় রেখা রয়েছে এবং সবকিছু যা চোখে পৌঁছে এই মধ্য রেখার মাধ্যমে স্বতন্ত্রভাবে দেখা যাবে।]]
'''দৃষ্টিগত প্রত্যক্ষণ''' বলতে সেই প্রক্রিয়াকে বোঝায়, যার মাধ্যমে পরিবেশের বস্তু দ্বারা নিঃসৃত বা প্রতিফলিত ও দৃশ্যমান বর্ণালীতে অবস্থিত আলোকরশ্মিসমূহের বিন্যাস দর্শনেন্দ্রিয়-সংশ্লিষ্ট অঙ্গ তথা চোখের অক্ষিপটের আলোক-সুবেদী কোষগুলিকে উদ্দীপ্ত করার ফলে সেগুলিতে যে দৃষ্টিগত স্নায়বিক প্রতিক্রিয়াগুলির সৃষ্টি হয়, সেগুলি দৃষ্টিস্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের দৃষ্টি-সংশ্লিষ্ট অংশগুলিতে পরিবাহিত হয়ে ও সেখানে যাচাইবাছাই, সুবিন্যস্ত ও প্রক্রিয়াজাত হয়ে ও পুনর্ব্যাখ্যালাভ করে মনের ভেতরে পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে এক ধরনের অর্থবহ উপলব্ধি তথা মানসিক উপস্থাপনার সৃষ্টি করে। দৃষ্টিগত প্রত্যক্ষণকে দৃষ্টি, দর্শন, ইত্যাদি নামেও ডাকা হতে পারে। দৃষ্টিগত প্রত্যক্ষণের ফলে মনে যে উপলব্ধির সৃষ্টি হয় তাকে চাক্ষুষ উপলব্ধি বলে। দৃষ্টিগত উপলব্ধির সাহায্যে মানুষ বা প্রাণী তার চারপাশের ভৌত পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে চলাচল করতে পারে এবং পরিবেশের বিভিন্ন জীবন্ত ও জড় বস্তুর সাথে আন্তঃক্রিয়া সম্পাদন করতে পারে।