তামার রস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
৩টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8.5
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৮ নং লাইন:
রস তাওরাতের গণ্ডি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। ইহুদি ও খ্রিস্টান নারীবাদী এ চিন্তাবিদ, আইন ও ভাষার উত্তর -আধুনিক দার্শনিক এবং তাওরাতের ভাষ্যকারদের আহ্বান জানিয়ে তিনি ইহুদি নারীদের অবস্থান সমীক্ষা করেন। সততার সঙ্গে তিনি ইহুদি নারীদের মধ্যে বিদ্যমান অসন্তোষের বীজ উন্মোচন করেন।
 
"বাইবেলের বিবৃতি 'যে পুরুষ ও নারী সৃষ্টি করেছেন,'" তিনি বাইবেলের এ বাণী বিষয়ে লিখেছেন, "মহিলাদের ভূমিকা প্রধানত জৈবিক .... মহিলারা বাইবেলের আইনে প্রধান শ্রেণীর সদস্যের পরিবর্তে মানবতার একটি উপবিভাগ হিসাবে উপস্থিত হন “ তিনি নারীদের ধর্মনিরপেক্ষতার পক্ষে মত দেন আর বলেন, তারা যেন ধর্মনিরপেক্ষতার পথে অগ্রসর হয়। রস যুক্তি দেন, ইহুদি ধর্মে তাদের অনগ্রসর পরিস্থিতি তাদেরকে “হালখার প্রাসঙ্গিকতা” নিয়ে প্রশ্ন তুলবে। তার বইটি আজকের নারীদের মুখোমুখি মৌলিক ইহুদি আইনীআইনি সমস্যাগুলি পর্যালোচনা করে প্রার্থনায় অংশগ্রহণ এবং সমাধানের মতো ব্যবহারিক বিষয়গুলিতে বিভিন্ন দৃষ্টিভঙ্গির উদ্ধৃতি দেয়, যাদের স্বামীরা তাদের ইহুদি তালাক দেবে না।
 
==কর্মজীবন==