বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Prince Tuhin13 (আলোচনা | অবদান)
৫৮ নং লাইন:
::আপনার তৈরি নিবন্ধ অপসারণের প্রস্তাব করা হয়েছে বলে হতাশ হবেন না। সম্পাদনা অব্যাহত রাখুন, চালিয়ে যান। -- [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৫:৫৬, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
:::হতাশ নয়, তবে কিছু ব্যক্তির আচরণে মনে হয় উনারা ধর্মীয় মতপার্থক্যের কারনে উদ্দেশ্য প্রনোদিতভাবে কিছু কিছু নিবন্ধের উপর আইন প্রোয়োগ করে থাকে, যেটা নিজ মতাদর্শের নিবন্ধ হলে প্রয়োগ করতে দেখা যায়না। আমি এমন বেশ কিছু নিবন্ধ দেখেছি, আপনি চাইলে লিংকও দিতে পারবো। ধন্যবাদ। -- [[ব্যবহারকারী:Prince Tuhin13|Prince Tuhin13]] ([[ব্যবহারকারী আলাপ:Prince Tuhin13#top|আলাপ]]) ১৬:২৯, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
::::হ্যাঁ, আপনি যে জাতীয় নিবন্ধের কথা বলছেন তা হয়ত আছে, তবে এটি ভাববেন না। যারা প্রস্তাব করেছেন তারা দীর্ঘদিন বাংলা উইকিতে আছেন ও আপনার মত তারাও বাংলা উইকির উন্নতিতে কাজ করছে। তাদের উপর আস্থা রাখুন।
::::নতুন নিবন্ধ লিখলে চেষ্টা করুন তথ্যসূত্র দিতে, এমন তথ্যসূত্র যেখানে বিষয় সম্পর্কে বিস্তারিত লেখা আছে (তুচ্ছ উল্লেখের চেয়ে অধিক বর্ণনা)। নতুন নিবন্ধ লেখার আগেই প্রাক-যাচাই করে নিবেন, যা নিয়ে লিখতে যাচ্ছেন তা নিয়ে এমন অধিক বর্ণনাযুক্ত তথ্যসূত্র আছে কিনা। যদি থাকে, তাহলে আগান। তাহলে দেখবেন, ভবিষ্যতে নিবন্ধ সৃষ্টি করলে অপসারণ প্রস্তাব আসবে না। -- [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৭:৫৫, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)