রামপুর রাজ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৯ নং লাইন:
 
== ইতিহাস ==
১৭৭৪–৭৫ এর রোহিলা যুদ্ধ শুরু হয়েছিল যখন রোহিলারা [[আওধের নবাব|আওধের নবাবের]] কাছে [[মারাঠা সাম্রাজ্য|মারাঠা সাম্রাজ্যের]] বিরুদ্ধে ১৭৭২ সালে সামরিক সহায়তার জন্য তাদের নেওয়া ঋণ ফিরিয়ে দিতে যায়। । রোহিলারা পরাজিত হয় এবং [[অযোধ্যার]] নবাব [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ইস্ট ইন্ডিয়া কোম্পানির]] [[ওয়ারেন হেস্টিংস|ওয়ারেন হেস্টিংসের]] সৈন্যর সহায়তায় তাদেরে তাদের সাবেক রাজধানী বেরেলী[[বেরেলি]] থেকে বহিষ্কৃত করে। রামপুরের রোহিলা রাজ্যটি নবাব ফয়জুল্লাহ খান দ্বারা ১ অক্টোবর ১৭৭৪ সালে ব্রিটিশ কমান্ডার কর্নেল চ্যাম্পিয়ন এর উপস্থিতিতে প্রতিষ্ঠিত হয় এবং এরপরে ব্রিটিশ সুরক্ষায় একটি নমনীয় রাষ্ট্র হিসাবে বিদ্যমান থাকে।
 
ফয়জুল্লাহ খান পশতুনদের মধ্যে একজন নেতা ছিলেন। তাঁর পরিবার [[মুঘল সাম্রাজ্য|মুঘল সাম্রাজ্যের]] সময় হিন্দুস্তানে (বর্তমান ভারত) চলে এসে বসতি স্থাপন করেছিল। পাঠানরা মোগল সাম্রাজ্যের উচ্চপদস্থ সৈন্য এবং প্রশাসনিক কর্মকর্তা ছিল। রোহিলাদের জন্য রামপুর রাজ্য ছিল হিন্দুস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য।