ওমিক্রন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shakilahamed7271 (আলোচনা | অবদান)
ওমিক্রন থেকে বাচতে যে বিষয়গুলো মেনে চলা জরুরি যেনো আমরা সচেতন হতে পারি।
ট্যাগ: পুনর্বহালকৃত দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Shakilahamed7271 (আলোচনা | অবদান)
ওমিক্রন থেকে বাচতে যে বিষয়গুলো মেনে চলা জরুরি । যেনো আমরা সাবধান হতে পারি।এবং করোনা ভাইরাস থেকে একটু সাবধান হতে পারি। জনসাধারণ সচেতন হতে পারে।
ট্যাগ: পুনর্বহালকৃত দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১০ নং লাইন:
ওমিক্রন একটি নক্ষত্রের গ্রুপের পঞ্চদশ নক্ষত্রকে মনোনীত করতে ব্যবহৃত হয়, এটির বিশাল স্থান নির্ধারণ এবং অবস্থান উভয় ফাংশনেই।<ref name="martin">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=pxs4AAAAMAAJ&pg=PA135|শিরোনাম=The Friendly Stars|শেষাংশ=Martin|প্রথমাংশ=Martha Evans|বছর=1907|প্রকাশক=[[Harper (publisher)|Harper & Brothers Publishers]]|পাতা=135|সংগ্রহের-তারিখ=8 February 2016|সংস্করণ=1st}}</ref><ref name="wilk">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=OnHO4orvz18C&pg=PT201|শিরোনাম=Medusa: Solving the Mystery of the Gorgon|শেষাংশ=Wilk|প্রথমাংশ=Stephen R.|বছর=2007|প্রকাশক=[[Oxford University Press]]|পাতা=201|আইএসবিএন=9780199887736|সংগ্রহের-তারিখ=8 February 2016|সংস্করণ=1st}}</ref> এমন তারার মধ্যে ওমিক্রন অ্যান্ড্রোমিডে, ওমিক্রন সেটি এবং ওমিক্রন পার্সেই অন্তর্ভুক্ত।
 
'''[https://shoptips24.com/health-tips/3635/== ওমিক্রন থেকে বাচতে যে বিষয়গুলো মেনে চলা]''' জরুরি ==
 
'''[https://shoptips24.com/health-tips/3635/ ওমিক্রন থেকে বাচতে যে বিষয়গুলো মেনে চলা]'''
 
'''[https://shoptips24.com/health-tips/3635/ ওমিক্রন থেকে বাচতে যে বিষয়গুলো মেনে চলা জরুরি] বাড়ির পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ পদ্ধতি (ব্যক্তিগত পরিচ্ছন্নতা)'''
 
নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রপ্ত করতে হবে নিম্নোক্ত ক্ষেত্রেঃ
 
১. প্রতিবার খাবার রান্না বা প্রস্তুতের আগে ও পরে হাত ধৌত করতে হবে।
 
২. খাবার খাওয়ার আগে ও পরে।
 
৩. বাথরুম ব্যবহারের আগে ও পরে।
 
৪. বাইরে থেকে বাসায় ফেরার সঙ্গে সঙ্গে সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে।
 
সাবান-পানি তাৎক্ষণিকভাবে না পাওয়া গেলে হ্যান্ডওয়াশ ব্যবহার করুন। এ ছাড়া দরজার হাতল, নব, টেলিফোন, রিমোট, সুইচসহ যেসব বস্তু বারবার ব্যবহৃত হয়, সেগুলো নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে।
 
'''জিনিসপত্রের পরিচ্ছন্নতা'''
 
বাড়ির মেঝে এবং অন্যান্য তল পরিষ্কার রাখার দুটি ধাপ আছে।
 
১. ক্লিনিং বা পরিচ্ছন্ন করা।
 
২.ডিজইন ফেকটিং বা জীবাণুনাশ করা।
 
'''বাড়ি জীবাণুমুক্ত করার ধাপসমূহঃ'''
 
১. প্রথমে পানি, ডিটারজেন্ট বা ফ্লোর ক্লিনারজাতীয় উপাদান দিয়ে মেঝে, তল ইত্যাদি পরিষ্কার করতে হবে।
 
২. এরপর জীবাণুনাশক উপাদান দিয়ে জীবাণুমুক্ত করুন।
 
৩. জীবাণুনাশক হিসেবে ব্লিচ বা ৭০ শতাংশ অ্যালকোহলের মিশ্রণ কার্যকর।
 
৪. বাড়িতে ব্লিচ মিশ্রণ তৈরি করতে এক গ্যালন পানিতে ৫ টেবিল চামচ ব্লিচ মেশাতে হবে।
 
৫. প্রতিদিন কয়েকবার এভাবে রান্নাঘর, বাথরুম ও অন্যান্য ঘরের মেঝে, যেকোনো তল পরিষ্কার করুন।
 
৬. পরিষ্কার করার আগে অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন।
 
৭. আর কাজ শেষে সেটা ফেলে দিয়ে হাত ধুয়ে ফেলবেন।
 
 
 
৮. কার্পেট, মাদুর, ম্যাট ইত্যাদি জীবাণুনাশক স্প্রে দিয়ে
 
পরিষ্কার করতে পারেন।
 
'''মোবাইল পরিষ্কার পদ্ধতি'''
 
১. প্রথমে নিজের মোবাইল ফোনটি সুইচ অফ করুন, তারপর প্রটেক্টিভ কভারটি সরিয়ে ফেলুন।
 
২. এরপর শুকনো কাপড় দিয়ে মোবাইল ফোনটি পরিষ্কার করুন।
 
৩. সামনে ও পেছনে ভালবাসে পরিষ্কার করুন, প্রয়োজন হলে ব্রাশ ব্যবহার করুন।
 
৪. এরপর নতুন এক টুকরো কাপড় নিন এবং সেটাতে স্যাভলন মিশিয়ে নিন।
 
৫. পুনঃরায় পুরো ফোন পরিষ্কার করুন।
 
৬. সবার শেষে মোবাইলের প্রটেক্টিভ কভার পরিষ্কার করবেন।
 
'''জরুরিনিয়মিত হাত ধোয়ার অভ্যাস রপ্ত করতে হবে নিম্নোক্ত ক্ষেত্রেঃ'''