ক্রাকুফ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Flag_of_Krakow.svg কে চিত্র:Flag_of_Kraków.svg দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, কারণ: File renamed: Criterion 6 (maintenance or bug fix)।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8.5
৬০ নং লাইন:
| motto = Cracovia urbs celeberrima
}}
'''ক্রাকুফ''' [[পোল্যান্ড|পোল্যান্ডের]] দ্বিতীয় বৃহত্তম ও অন্যতম প্রাচীন শহর। লেসের পোল্যান্ড প্রদেশে [[ভিস্তুলা নদী|ভিস্তুলা নদীর]] তীরে এর অবস্থান। সপ্তম শতাব্দীতে এর পত্তন হয়। <ref name="web.archive.org">https://web.archive.org/web/20070219135248/http://www.krakow.pl/en/miasto/?id=dzieje.html</ref> ১৫৯৬ সাল পর্যন্ত ক্রাকুফ পোল্যান্ডের রাজধানী ছিল। <ref>https://web.archive.org/web/20180322210302/http://warsawtour.pl/en/about-warsaw/history-of-the-city-2076.html</ref> দেশটির শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে ক্রাকুফের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ইউরোপের অন্যতম সুন্দর শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.thenews.pl/1/12/Artykul/118486,Krakow-makes-top-ten-in-Conde-Nast-Traveler-poll |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |সংগ্রহের-তারিখ=২৬ ডিসেম্বর ২০২০ |আর্কাইভের-তারিখ=১০ মার্চ ২০১৪ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20140310074729/http://www.thenews.pl/1/12/Artykul/118486,Krakow-makes-top-ten-in-Conde-Nast-Traveler-poll |ইউআরএল-অবস্থা=অকার্যকর }}</ref> আদি ক্রাকুফ [[ইউনেস্কো|ইউনেস্কোর]] স্বীকৃতিপ্রাপ্ত সর্বপ্রথম বিশ্ব ঐতিহ্য।
 
[[প্রস্তর যুগ|প্রস্তর যুগের]] একটি বিক্ষিপ্ত বসতি থেকে কালের ধারায় এটি পোল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হিসেবে আবির্ভূত হয়েছে। ভাভেল পাহাড়ে একটি ক্ষুদ্র পাড়া বা হ্যামলেটরূপে আধুনিক ক্রাকুফ শহরের সূচনা ঘটে। ৯৬৫ সালে এটি মধ্য ইউরোপের ব্যস্ত ব্যবসাকেন্দ্র হিসাবে কথিত হয়। <ref name="web.archive.org"/> ১৯১৮ সালে দ্বিতীয় পোলিশ প্রজাতন্ত্র গঠিত হওয়ার পর বিংশ শতাব্দীজুড়ে ক্রাকুফে নতুন নতুন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র গড়ে ওঠে। তখন শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে ক্রাকুফ স্বমহিমায় পুনরায় আত্মপ্রকাশ করে। শহরের জনসংখ্যা ৭,৮০,০০০। প্রধান সরণির একশো কিলোমিটার (৬২ মাইল) এলাকার ভেতরে আরো আশি লক্ষ মানুষ বসবাস করে।<ref>https://web.archive.org/web/20120306210503/http://www.cracow.welcome.com.pl/Krak%C3%B3w-%E2%80%93-Office-Power-%2CWidokDzialArtykulyArtykul%2C72%2C1259.html</ref>