উচ্চতা (উল্লম্ব দূরত্ব): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
Zaheen (আলোচনা | অবদান)
ভূমিকা সংশোধন
১ নং লাইন:
কোনও বস্তু বা বিন্দুর '''উচ্চতা''' বলতে কোনও নির্ধারিত [[উল্লম্ব প্রসঙ্গতল]] (Vertical Datum ভার্টিকাল ডেটাম) থেকে উপরের দিকে যেকোনও বস্তু বা বিন্দুর উল্লম্ব দূরত্বকে বোঝায়। একে ইংরেজি পরিভাষায় "অ্যালটিচিউড" (Altitude) বলে। [[বিমানচালনা]], [[জ্যামিতি]], [[ভৌগোলিক জরিপ]], [[ক্রীড়া]], [[বায়ুমণ্ডলীয় চাপ]], ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে উল্লম্ব প্রসঙ্গতলের পছন্দ ও উচ্চতার সংজ্ঞা ভিন্ন ভিন্ন হতে পারে। তবে সাধারণত কোনও বস্তু বা বিন্দুর উচ্চতা বলতে সমুদ্রপৃষ্ঠ তথা [[সমুদ্র সমতল থেকে উচ্চতা]]কে (Height above sea level) কিংবা ভূপৃষ্ঠ থেকে উচ্চতাকে বোঝায়।
'''সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা''' বা '''দৈর্ঘ্য''' (যাকে অনেক সময় 'গভীরতা'ও বলা হয়)-এর সংজ্ঞা, যে বিষয়ে সেটির ব্যবহার হচ্ছে ( বিমান, জ্যামিতি, ভৌগোলিক জরীপ, ক্রীড়া, বায়ুমণ্ডলের চাপ ও আরও অন্যান্য বিষয়), তার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। সাধারণ ভাবে উচ্চতার সংজ্ঞা হিসেবে বলা যায়, কোনো নির্দিষ্ট [[ভূগাণিতিক উপাত্ত]] ও কোনো নির্দিষ্ট বিন্দু বা লক্ষ্যের মধ্যবর্তী উল্লম্ব দূরত্বের পরিমাপ হল উচ্চতা। প্রেক্ষাপটের ওপর নির্ভর করে উপাত্ত পরিবর্তিত হয়। যদিও এই পরিভাষাটি সাধারণত, কোনো স্থানের [[হাইট অ্যাবাভ দ্য সি লেভেল|সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা]] বোঝাতে ব্যবহার করা হয়।, [[ভূগোল|ভূগোলে]] শব্দটি [[এলিভেশান|উচ্চতা]] বোঝাতেই ব্যবহার হয়।
 
[[ভূগোল]]বিদ্যায় পৃথিবীর স্থলভাগের কোনও স্থানের [[উচ্চতা (ভৌগোলিক স্থান)|উচ্চতা]] বলতে সমুদ্র সমতল থেকে ঐ স্থানটির উল্লম্ব দূরত্বকে বোঝানো হয়, এবং এটিকে নির্দেশ করতে ইংরেজি পরিভাষায় "এলিভেশন" (Elevation) নামের একটি পৃথক পরিভাষা ব্যবহার করা হয়।
নীচের দিকে উল্লম্ব দূরত্ব বোঝাতে [[:wikt:ডেপথ|গভীরতা]] কথাটি ব্যবহার হয়।
নীচের দিকেকোনও উল্লম্ব প্রসঙ্গতলের সাপেক্ষে উল্লম্বভাবে নিচের দিকে দূরত্ব বোঝাতে [[:wikt:ডেপথ|গভীরতা]] কথাটি ব্যবহার হয়।
 
==বিমান চলাচল বিষয়ে==