দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ragib (আলোচনা | অবদান)
User:Muhammad এর ইমেইলক্রৃত লেখা এখানে যোগ করলাম
সম্পাদনা সারাংশ নেই
৬২ নং লাইন:
* '''২১:''' জেনারেল [[নিকোলাউস ভন ফকেনহর্স্ট|নিকোলাউস ভন ফকেনহর্স্টকে]] জার্মানির নরওয়ে আগ্রাসনের জন্য পরিচালিত বাহিনীর সেনাপতি নিয়োগ করা হয়। [[অসউইচ]]-এর নির্মণের মাধ্যমে তার কাজ শুরু হয়।
* '''২৪:''' পশ্চিমা দেশসমূহ দখলের জন্য পরিকল্পিত আর্ডেনেস পরিকল্পনা গৃহীত হয়।
 
===মার্চ===
* '''০১:''' সোভিয়েত সেনাদল [[ফিনল্যান্ড|ফিনল্যান্ডের]] দ্বিতীয় বৃহত্তম শহর [[ভাইপুরি|বাইপুরিতে]] (Viipuri) আক্রমন শুরু করে।
* '''০৫:''' ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নকে বলে যে যুদ্ধ শেষ করার জন্য তারা সোভিয়েত ইউনিয়নের সব শর্ত মেনে নেবে।
* '''১২:''' ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে।
* '''১৬:''' জার্মান বিমান বাহিনীর আকাশ অভিযান (Scapa Flow) এর উপর আঘাত হানে যার মাধ্যমে বিশ্বযুদ্ধে প্রথমবারের মত ইংরেজ বেসামরিক জনগণের মৃত্যু হয়।
* '''১৮:''' [[মুসোলিনি]] [[এডলফ হিটলার|হিটলারের]] সাথে এ ব্যাপরে একমত হয় যে [[ইতালি]] যথাসময়ে যুদ্ধে প্রবেশ করবে।
* '''২০:''' ফ্রান্সের প্রধানমন্ত্রী [[দালাদিয়ের]] পদত্যাগ করে।
* '''২১:''' [[পল রেইনড]] (Paul Reynaud) [[ফ্রান্স|ফ্রান্সের]] প্রধানমন্ত্রী হন।
* '''২৮:''' [[বৃটেন]] এবং [[ফ্রান্স]] এই মর্মে একটি আনুষ্ঠানিক চুক্তি করে যে দুই দেশের কোনটিই কখনো জার্মানির কাছ থেকে পৃথকভাবে শান্তি কামনা করবেনা।
* '''৩০:''' [[জাপান]] [[নানকিং]]-এ [[ওয়াং জিংওয়েই]]-এর নেতৃত্বে একটি পুতুল সরকার কায়েম করে।
 
===এপ্রিল===
* '''০১:''' হিটলার [[নরওয়ে]] এবং [[ডেনমার্ক]] দখলের জন্য অভিযান শুরু করে।
* '''০৩:''' [[উইনস্টন চার্চিল]] বৃটেনের [[মিনিস্টারিয়াল ডিফেন্স কমিটি|মিনিস্টারিয়াল ডিফেন্স কমিটির]] চেয়ারম্যান নিযুক্ত হন। এর আগে পূর্বতন চেয়ারম্যান [[লর্ড চ্যাটফিল্ড]] পদত্যাগ করেন।
* '''০৫:''' চেম্বারলেইন মন্তব্য করেন যে হিটলার বাস মিস করেছেন অর্থাৎ সঠিক পদক্ষেপে নিতে ব্যর্থ হয়েছেন। তার এই উক্তি মোটেই সময়োপযোগী ছিলনা।
* '''০৮:''' মিত্রবাহিনীর mining of Norwegian waters কার্যক্রমের সূচনা হয়।
* '''০৯:''' জার্মানি ডেনমার্ক এবং নরওয়েতে আগ্রাসন চালায়। ডেনমার্ক আত্মসমর্পন করে।
* '''১০:''' [[নারভিক|নারভিকের]] প্রথম যুদ্ধ সংঘটিত হয়। ইংরেজ জঙ্গী বিমান এবং ডেস্ট্রয়ার একটি বৃহৎ জার্মান নৌবহরের উপর অতর্কিত হামলা চালায় এবং সফল হয়।
* '''১২:''' বৃটিশ বাহিনী ডেনমার্কের [[ফারো দ্বীপপুঞ্জ]] দখল করে নেয়।
* '''১৪:''' বৃটেন এবং ফ্রান্সের সম্মিলিত বাহিনী নরওয়েতে অবতরণ শুরু করে।
* '''৩০:''' নরওয়ে থেকে বৃটেন এবং ফ্রান্সের সম্মিলিত বাহিনীর সৈন্য অপসারণ শুরু হয়।
 
===মে===
* '''০৫:'''