ভূত্বকীয় পাত সংস্থান তত্ত্ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
2401:4900:4E11:90C9:7DC2:A89B:DE76:D38E-এর সম্পাদিত সংস্করণ হতে Sayontika Nandy-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
বানান,ব্যকরণ গত ভুল
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
{{copyedit}}
[[চিত্র:Plates tect2 en.svg|thumb|350px|right|১৯২০-এর দশকের দ্বিতীয় অর্ধাংশে ভূত্বকীয় পাতের অবস্থান নির্ণীত হয়।]]
'''ভূত্বকীয় পাত সংস্থান তত্ত্ব''' বা '''ভূত্বক গঠনের পাত তত্ত্ব''' বলতে একটি বৈজ্ঞানিক তত্ত্বকে নির্দেশ করা হয়, যার দ্বারা [[পৃথিবী|পৃথিবীর]] [[অশ্মমণ্ডল|অশ্মমণ্ডলে]] একে অপরের দিকে চলাচল করতে সক্ষম কিছু পাতলা, অনমনীয় খণ্ড তথা পাতের সমন্বয়ে তৈরি [[ভূত্বক]] বা পৃথিবীর উপরিতলের বর্ণনা দেয়াদেওয়া হয়।
 
পাতের সংজ্ঞা:-সিয়াল ও সিমা সমেত পৃথিবীর মহাদেশ ও মহাসাগরীয় তলে কতগুলি অনমনীয় এবং কঠিন খণ্ড আপেক্ষিকভাবে নিজেদেরগুরুমণ্ডলের মধ্যেঅ্যাস্থেনোস্ফিয়ারের সঞ্চরণশীল।উপর এইচলমান খণ্ড। এই গুলিকেখণ্ডগুলিকে সাধারণ ভাবে পাত বলা হয়।
 
সর্বপ্রথম ১৯১২ খ্রিষ্টাব্দে জার্মান আবহাওয়াবিদআবহবিদ [[আলফ্রেড ওয়েগনার]] প্রস্তাবিতপ্রকাশ করেন "[[মহীসঞ্চারণ তত্ত্ব]]"<ref name="ArtsBDNews24">''ভূত্বকীয় পাত চলন, ভূমিকম্প-প্রবণতা ও সূচকীয় বিধি'', ফারসীম মান্নান মোহাম্মদী, আর্টস.বিডিনিউজ২৪.কম, ১৭ মার্চ ২০১১ খ্রিস্টাব্দ। পরিদর্শনের তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০১১ খ্রিস্টাব্দ।</ref> ,(Continental Drift Theory) যার থেকেই এই ধারণাটির জন্ম হয়। ভূত্বক গঠনের পাত সংস্থান তত্ত্ব (Plate tectonics) বিজ্ঞানের আধুনিকতম আবিষ্কারআবিষ্কার। গবেষণার দৌলতে এটি এখন আর নিছক কোনো তত্ত্ব নয়, বরং বিজ্ঞানসম্মত একটি ঘটনা, যা পৃথিবীতে সংঘটিত [[ভূমিকম্প|ভূমিকম্পের]] জন্য দায়ী বলে ভূবিজ্ঞানীরা গ্রহণমনে করেছেন।করেন। বিজ্ঞানীরা এই তত্ত্বটিকে ব্যবহার করে ভূমিকম্প ছাড়াও [[আগ্নেয়গিরি|আগ্নেয়গিরির]] উদগীরণ, [[পর্বত]] সৃষ্টি এবং [[মহাসাগর]] ও [[মহাদেশ]] সৃষ্টির ব্যাখ্যা দিয়ে থাকেন।<ref name="Encarta'04">''Plate Tectonics'', Microsoft Encarta Encyclopedia Deluxe 2004, CD Version (13.0.0.0531)। পরিদর্শনের তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০১১ খ্রিস্টাব্দ।</ref>
 
==ব্যুৎপত্তি==