হাদীছের তত্ত্ব ও ইতিহাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৫ নং লাইন:
 
== বিষয়বস্তু ==
বইটি মূলত ২টি খণ্ড একত্রিত করে প্রকাশ করা হয়েছে। বইয়ের ১ম খণ্ডে ৪টি অধ্যায় ও ২য় খণ্ডে ২টি অধ্যায় রয়েছে। দুই খণ্ডের এই বইতে উপমহাদেশের আলেমদের হাদিস চর্চা, হাদিসের মৌলিক বিষয়বস্তু, উপমহাদেশের হাদিসের শিক্ষা ব্যবস্থা। আলিয়া ও কওমি আলেমদের হাদিস নিয়ে গবেষণা ও কার্যক্রম প্রভৃতি বিষয়ও আলোচনা হয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.rokomari.com/book/53533/hadiser-tattyo-o-itihas|শিরোনাম=হাদীছের তত্ত্ব ও ইতিহাস - মাওলানা নূর মোহাম্মদ আজমী রহ.|ওয়েবসাইট=www.rokomari.com|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2021-12-23}}</ref>
 
=== ১ম খণ্ড ===
১ম খণ্ডের ৪টি অধ্যায়ের মধ্যে ১ম অধ্যায়ে হাদিসের সংজ্ঞা, হাদিসের প্রকারভেদ, হাদিসের সংখ্যা, সাহাবাদের সংখ্যা, বিশিষ্ট কিছু হাদিস বর্ণনাকারী সাহাবা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ২য় অধ্যায়ে শরিয়তে সুন্নাহের অবস্থান, সুন্নাহ সম্পর্কে ইমামগণের ধারণা, একজন রাসুলের দায়িত্ব প্রভৃতি বিষয় আলোচনা হয়েছে। ৩য় অধ্যায়ে সাহাবাদের হাদিস সংকলন, সাহাবাদের হাদিসের প্রচারণা চালানো, সাহাবাদের হাদিসের অনুসরণ এই সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে। ৪র্থ অধ্যায়ে জাল হাদিস ও জাল হাদিস চিনার উপায় বা জাল হাদিস থেকে পরিত্রাণ নিয়ে আলোচনা করা হয়েছে।<ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.pathagar.org/book/detail/587/|শিরোনাম=প্রাথমিক কথা{{!}} হাদীসের তত্ত্ব ও ইতিহাস {{!}} পাঠাগার|ওয়েবসাইট=www.pathagar.org|সংগ্রহের-তারিখ=2021-12-23}}</ref>
 
=== ২য় খণ্ড ===
বইটির ২য় খণ্ডে ২টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে ৭টি স্তরে রয়েছে, আর ২য় অধ্যায় মূলত উপসংহার মূলক বক্তব্য। প্রথম অধ্যায়ে উপমহাদেশে হাদিস চর্চা, হাদিসের আগমন, ও এই অঞ্চলের আলেমদের ইসলাম ও হাদিস চর্চা নিয়ে আলোচনা করা হয়েছে। বইটিতে মূলত ইসলামের ইতিহাস ব্যপকভাবে আলোচনা করা হয়েছে।<ref name=":0" />
 
== শিক্ষাবিদদের মন্তব্য ==
বইটি পড়ে অনেক গুণী ব্যক্তি বিভিন্ন প্রশংসামূলক মন্তব্য করেছেন, সেগুলোর মধ্যে দুইটি মন্তব্য দেখুন:
 
বইটি পড়ে [[মুহম্মদ শহীদুল্লাহ|মুহাম্মাদ শহিদুল্লাহ]] বলেছেন,<ref name=":0" />
{{Cquote|মাওলানা নুর মুহাম্মদ আজমী সাহেব একজন সুপ্রসিদ্ধ মুহাক্কি আলিম। তাহার রচিত ‘হাদীছের তত্ত্ব ও ইতিহাস’ বহু অধ্যয়ন ও গবেষণার সুফল। ইহাতে হাদীছের তত্ত্ব এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সময় হইতে এ পর্যন্ত বিভিন্ন স্তরে হাদিসের ইতিহাস বিবৃত হইয়াছে।}}
বইটি পুরোপুরি পড়ে [[শামসুল হক ফরিদপুরী]] বলেছেন,
{{Cquote|মাওলানা নুর মোহাম্মদ আ’জমী ছাহেব তাহার মেশকাত-অনুবাদের ভূমিকায় ‘হাদীছের তত্ত্ব ও ইতিহাস’ নামে হাদিস সম্পর্কে উম্মতে মোহাম্মদীর এ সকল তৎপরতারই বিশদ আলোচনা করিয়াছেন। অতঃপর তিনি মূল কিতাবের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা করিয়াছেন। ব্যাখ্যায় তিনি দৃঢ়তার সহিত মোতাকাদ্দেমীনদের মতেরই অনুসরণ করিয়াছেন। আমার মতে বাংলা ভাষায় মেশকাত শরীফের সুষ্ঠু ও নির্ভরযোগ্য অনুবাদ ইহাই প্রথম। আর ‘হাদীছের তত্ত্ব ও ইতিহাস’-এর ন্যায় একটি মূল্যবান কিতাব বাংলা ভাষায় কেন উর্দু প্রভৃতি ভাষায় লেখা হইয়াছে বলিয়াও আমার জানা নাই! সত্যই ইতা বাংলা সাহিত্যের একটি অবদান। প্রকাশক সাহেবের নিকট আমার অনুরোধ, তিনি যেন ইহার উর্দু অনুবাদ প্রকাশের ব্যবস্থা করেন।}}
 
== বহিঃসংযোগ ==