সেট তত্ত্ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৭ নং লাইন:
জার্মান গণিতবিদ [[গেয়র্গ কান্টর]]কে (১৮৪৫-১৯১৮) আধুনিক সেটতত্ত্বের অধিকাংশ বিষয়ের জনক বলা হয়। ১৮৭৪ থেকে ১৮৯৭ সালের মধ্যবর্তী সময়ে সেটতত্ত্ব সম্পর্কে তাঁর গুরুত্বপূর্ণ গবেষণাপত্রগুলি প্রকাশিত হয়। ত্রিকোণমিতিক ধারা a , sin x + a , sin 2x + d , sin 3x + এর অধ্যয়নকালে তিনি সেটতত্ত্বের সংস্পর্শে আসেন। ১৮৭৪ সালে তিনি একটি গবেষণাপত্রে প্রকাশ করেন যে বাস্তব সংখ্যাগুলাের সেটের সাথে অখণ্ড সংখ্যার এক-এক সম্পর্ক স্থাপন করা যায় না। ১৮৭৯ সালের পর বিমূর্ত সেটের ধর্মাবলির উপর কয়েকটি গবেষণাপত্র প্রকাশ করেন।
 
কান্টরের গবেষণামূলক কাজগুলাে অপর একজন জার্মান গণিতবিদ [[রিচার্ড ডেডেকিন্ড]] (১৮৩১-১৯১৬) কর্তৃক উচ্চ প্রশংসিত হয়। কিন্তু ক্রোনেকার (১৮১০-১৮৯৩) অসীম সেটকে সসীম অনুরূপ বিবেচনা করায় তাঁর সমালােচনা করেন। অপর জার্মান গণিতজ্ঞ [[গটলব ফ্রেগে]] শতাব্দীর শেষে সেটতত্ত্বকে তর্কশাস্ত্রের নীতির মাধ্যমে উপস্থাপন করেন। ঐ সময় পর্যন্ত সম্পূর্ণ সেটতত্ত্ব সব সেটগুলােতে সেটের অস্তিত্ব কল্পনার উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। বিখ্যাত ইংরেজ দার্শনিক [[বার্ট্রান্ড রাসেল]] ১৯০২ সালে দেখান যে সব সেটগুলােতে সেটের অস্তিত্ব কল্পনাবিরুদ্ধ, যা থেকে রাসেলের বিখ্যাত কূটাভাসে উদ্ভব হয়।
 
রাসেলের কূটাভাস শুধু সেটতত্ত্বের উপর নয়। পরবর্তীকালে বহু গণিতজ্ঞ এবং তর্কশাস্ত্রবিদ অনেক কূটাভাস তৈরি করেছেন। এমন কূটাভাসগুলির ফলস্বরূপ ১৯০৮ সালে আর্নস্ট জার্মেলো সেটতত্ত্বের প্রথম স্বতঃসিদ্ধকরণ প্রকাশ করেন। ১৯২২ সালে অপর একটি প্রস্তাবনা করেন আব্রাহাম ফ্রেঙ্কেল। ১৯২৫ সালে জন ভন নিউম্যান নিয়মিতকরণের স্বতঃসিদ্ধ স্পষ্টরূপে ব্যক্ত করেন। পরবর্তীতে ১৯৩৭ সালে পল বার্নের্স আরাে এক সেট সন্তোষজনক স্বতঃসিদ্ধকরণ প্রকাশ করেন। ১৯৪০ সালে এই স্বতঃসিদ্ধগুলাের পরিবর্তিত রূপ ক্যুর্ট গ্যোডেল তার একক গবেষণাকর্মে প্রদান করেন। এটি ভন নিউম্যান বার্নেস (Von Neumann Bernays; VNB ) বা গ্যোডেল-বার্নেস (Godel - Bernays; GB) সেট তত্ত্ব হিসেবে খ্যাত।