বেলুচিস্তানে বিদ্রোহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাকিস্তানের বেলুচিস্তানে বিদ্রোহ
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{কাজ চলছে}} বেলুচিস্তানে বিদ্রোহ হল বেলুচিস্তান অঞ্চলে পাকিস্তান ও ইরানের সরকারের বিরুদ্ধে বেলুচ জাতীয়তাবাদীদের একটি কম-তীব্র বিদ্রোহ[20] বিদ্রোহ বা বিদ্রোহ[39][40][41] যা দক্ষিণ-প...
(কোনও পার্থক্য নেই)

১০:৪৪, ১১ ডিসেম্বর ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

বেলুচিস্তানে বিদ্রোহ হল বেলুচিস্তান অঞ্চলে পাকিস্তান ও ইরানের সরকারের বিরুদ্ধে বেলুচ জাতীয়তাবাদীদের একটি কম-তীব্র বিদ্রোহ[20] বিদ্রোহ বা বিদ্রোহ[39][40][41] যা দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ, সিস্তানকে কভার করে। এবং দক্ষিণ-পূর্ব ইরানের বেলুচেস্তান প্রদেশ এবং দক্ষিণ আফগানিস্তানের বেলুচিস্তান অঞ্চল। প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, তামা, সালফার, ফ্লোরাইড এবং সোনার মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, এটি পাকিস্তানের বৃহত্তম এবং স্বল্পোন্নত প্রদেশ। সশস্ত্র গোষ্ঠীগুলি প্রদেশের প্রাকৃতিক সম্পদ এবং রাজনৈতিক স্বায়ত্তশাসনের বৃহত্তর নিয়ন্ত্রণ দাবি করে। বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা প্রদেশ জুড়ে অন্যান্য জাতিসত্তার বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করেছে। 2010-এর দশকে, শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক গোষ্ঠীর আক্রমণ - যদিও সবসময় সরাসরি রাজনৈতিক সংগ্রামের সাথে সম্পর্কিত নয় - বেড়েছে, বেলুচিস্তানে উত্তেজনা সৃষ্টি করেছে।[44][45]


ইতিহাস

বৈষম্যের অভিযোগ

পাকিস্তানে বালুচদের স্বাধীনতার লড়াই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেরও অনেক আগে শুরু হয়েছিল। এটা সত্যি, যে ধরণের বঞ্চনা-বৈষম্য এবং জাতিগত-সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের কারণে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন গতি পেয়েছিল, পাকিস্তানের বালুচদের স্বাধীনতার আকাঙ্ক্ষার পেছনেও সেরকম অনেক কারণ নিহিত।

আয়তনের দিক থেকে বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। বালুচিস্তানের আয়তন ৩ লাখ ৪৭ হাজার ১৯০ কিলোমিটার, যা পাকিস্তানের মোট আয়তনের প্রায় ৪৩ শতাংশ। কিন্তু জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট। রাজধানী হচ্ছে কোয়েটা।

ভূ-রাজনৈতিক কৌশলের বিবেচনায় পাকিস্তানের জন্য এই প্রদেশটি খুবই গুরুত্বপূর্ণ। বালুচিস্তানের উত্তর-পূর্ব দিকে আছে পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া, পূর্ব আর দক্ষিণ-পূর্বদিকে সিন্ধু, দক্ষিণে আরব সাগর, পশ্চিমদিকে ইরান, আর উত্তর ও উত্তর-পূর্বদিকে আছে আফগানিস্তান।

প্রদেশের প্রধান জাতিগোষ্ঠী হচ্ছে বালুচ এবং পশতুন। বালুচরা প্রদেশের মোট জনসংখ্যার ৫২ শতাংশ। আর পশতুনরা ৩৬ শতাংশ। এর বাইরে আছে বিভিন্ন জাতিগোষ্ঠী - ব্রাহুইস, হাজারা, সিন্ধী, পাঞ্জাবি, উজবেক।

বালুচিস্তানের রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ। বিশেষ করে গ্যাস এবং কয়লার বিশাল মওজুদ। আছে তামা এবং সোনা। বালুচ জাতীয়তাবাদীরা বহু বছর ধরে অভিযোগ করে যাচ্ছে যে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তাদের শোষন করছে এবং বালুচিস্তানকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে।

অর্থনৈতিকভাবে বালুচিস্তান এখনো পাকিস্তানের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল। পাকিস্তানের সরকারি চাকুরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বালুচদের বিরুদ্ধে বৈষম্যেরও ব্যাপক অভিযোগ আছে।

স্বাধীন বালুচিস্তানের স্বপ্ন

পাকিস্তানে প্রথম সশস্ত্র বিদ্রোহের সূচনা হয়েছিল বালুচিস্তানেই, স্বাধীনতার মাত্র এক বছর পর ১৯৪৮ সালে। বালুচিস্তানে যে চারটি প্রিন্সলি স্টেট ছিল, তার তিনটি ১৯৪৭ সালেই পাকিস্তানে যোগ দেয়- মাকরা, লাস বেলা এবং খারান। কিন্তু চতুর্থ একটি প্রিন্সলি স্টেট, খান অব কালাতের শাসক আহমদ ইয়ার খান প্রথমে পাকিস্তানের যোগ দিতে অস্বীকৃতি জানান। তবে শেষ পর্যন্ত ১৯৪৮ সালে যখন তিনি পাকিস্তানে যোগ দেয়ার জন্য রাজি হন, তখন তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন তার ভাই প্রিন্স আগা আবদুল করিম বালুচ। তারাই বালুচিস্তানে প্রথম সশস্ত্র বিদ্রোহের সূচনা করেন।

এরপর এ পর্যন্ত বালুচিস্তানে অন্তত পাঁচবার স্বাধীনতার প্রশ্নে সশস্ত্র সংঘাত হয়েছে। প্রতিবারই নিষ্ঠুরভাবে এসব বিদ্রোহ দমন করা হয়।

বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলন এখন নানা ধারায় বিভক্ত। কোন কোন গোষ্ঠী কেবল অধিকতর স্বায়ত্বশাসনের দাবিতে আন্দোলন করছে। কোন কোন গোষ্ঠী বালুচিস্তানকে একেবারে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে।

বালুচিস্তানে এরকম প্রায় আধা ডজন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা আছে, যারা পাকিস্তান থেকে স্বাধীনতা বা বিচ্ছিন্ন হওয়ার জন্য লড়ছে। এর মধ্যে একটি হচ্ছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এরা আগেও পাকিস্তান সরকারকে টার্গেট করে বিভিন্ন হামলা চালিয়েছে।

২০১৮ সালে বালুচ লিবারেশন আর্মি করাচির চীনা কনস্যুলেট ভবনে হামলার চেষ্টা চালায়। সেই হামলায় নিহত হয়েছিল ৪ জন। তবে কনস্যুলেটের ভেতরের কেউ এই হামলায় হতাহত হয়নি।

গত বছর বালুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে বালুচিস্তান লিবারেশন আর্মি একটি পাঁচ তারকা হোটেলে হামলা চালায়। গোয়াদারে চীন কয়েকশো কোটি ডলারের যে বিশাল প্রকল্পের কাজ করছে, এই পাঁচতারা হোটেলটি তারই অংশ। বিএলএ সেখানে হামলা করেছিল চীনা বিনিয়োগকারীদের স্বার্থে আঘাত হানার জন্য।

বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা সেখানে চীনা বিনিয়োগের বিপক্ষে। তারা মনে করে, এতে বালুচিস্তানের স্থানীয় মানুষের কোন উপকার হবে না।

প্রথম দিকে বিএলএ বালুচিস্তানের স্বায়ত্বশাসনের দাবি তুলেছিল। কিন্তু ধীরে ধীরে তারা সহিংস বিচ্ছিন্নতাবাদের পথ বেছে নেয়। পাকিস্তান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এটিকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

বালুচ লিবারেশন ফ্রন্ট হচ্ছে আরেকটি বিচ্ছিন্নতাবাদী দল। ১৯৬৪ সালে দলটি প্রতিষ্ঠা করা হয়। এটি বেশ জনপ্রিয় বালুচদের মাঝে।

বালুচ রিপাবলিকান পার্টি, যেটির নেতৃত্বে আছেন ব্র্রহামদাগ বুগটি, সেটি প্রতিষ্ঠা করেন তার পিতামত নবাব আকবর খান বুগটি। এটিও বৃহত্তর বালুচিস্তানের স্বাধীনতার কথা বলে। তাদের সঙ্গে বালুচ লিবারেশন আর্মির সম্পর্ক আছে বলে দাবি করেন কেউ কেউ।

মানবাধিকার লংঘন

বালুচিস্তানে পাকিস্তানের সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লংঘনের অভিযোগ আছে। সেখানে সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা ঠিকমত তাদের কাজ করতে পারেন না।

বিএলএ এবং এরকম অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো বালুচিস্তানের বিভিন্ন এলাকায় তাদের শক্ত অবস্থান গড়ে তুলেছে। দক্ষিণ-পূর্ব আফগানিস্তান থেকেও তারা তৎপরতা চালায় বলে মনে করা হয়।

নিরাপত্তা বাহিনী নিয়মিতই এসব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালায়।

মানবাধিকার গোষ্ঠীগুলো বালুচিস্তানে শত শত রাজনৈতিক কর্মী এবং সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের নিখোঁজ হয়ে যাওয়া এবং পরে তাদের লাশ খুঁজে পাওয়ার ঘটনা উল্লেখ করেছে। তাদের অভিযোগ এর পেছনে আছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

মানবাধিকার কর্মীরা এগুলোকে বিচার বহির্ভূত হত্যা বলে বর্ণনা করেন।

তবে পাকিস্তান সরকার দাবি করে বিচ্ছিন্নতাবাদীদের নিজেদের অর্ন্তদ্বন্দ্বের ফল এসব হত্যাকান্ড।

২০০৭ সালে সর্বশেষ দফা সশস্ত্র আন্দোলন শুরু হওয়ার পর হাজার হাজার মানুষ নিখোঁজ বা নিহত হয়েছে বলে অভিযোগ করছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

গোয়াদার বন্দরে প্রহরারত পাকিস্তানি নৌ সেনা ছবির উৎস,GETTY IMAGES ছবির ক্যাপশান, গোয়াদার বন্দরে প্রহরারত পাকিস্তানি নৌ সেনা


তিনি লিখেছেন, “এভাবে বালুচিস্তানের পরিস্থিতিকে বাংলাদেশের সঙ্গে তুলনা করে হয়তো বিষয়টিকে ‘সেনসেশনালাইজ’ করে দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে। কিন্তু এটি আসলে সাবেক পূর্ব পাকিস্তান আর আজকের বালুচিস্তানে যা ঘটছে তার অনেক গুরুত্বপূর্ণ পার্থক্যকে আড়াল করে ফেলছে।”

মিস্টার সারিন তার লেখায় স্বীকার করছেন যে বালুচিস্তানের মানুষও সাবেক পূর্ব পাকিস্তানের মতো চরম শোষণ-বৈষম্যের শিকার। সেখানে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবির প্রতি বিরাট সমর্থন আছে। কিন্তু সমস্যা হচ্ছে, রাজনৈতিক নেতৃত্বের অভাব।

মিস্টার সারিন লিখেছেন, বাংলাদেশের বেলায় রাজনৈতিক নেতৃত্ব যেভাবে মানুষের এই সমর্থনকে সংগঠিত করে এটিকে গণ আন্দোলনে রূপ দিতে পেরেছে এবং সঠিক পথে পরিচালিত করতে পেরেছে, বালুচিস্তানের বেলায় সেটা অনুপস্থিত। তিনি এর কারণ বিশ্লেষণ করে মূলত বালুচিস্তানের সামন্ততান্ত্রিক ট্রাইবাল সমাজ ব্যবস্থাকে দায়ী করছেন।

চীনের ভূমিকা

বালুচিস্তানের স্বাধীনতার আকাঙ্খার পথে এখন আরেকটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানকার একটি বিশাল অবকাঠামো প্রকল্পে চীন যুক্ত হওয়ার কারণে। চীনের ওয়ান রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ বালুচিস্তানের গোয়াদার বন্দর প্রকল্প। চীনের অর্থায়নে ‘চায়না পাকিস্তান ইকনোমিক করিডোর বা সিপেক নামের এই প্রকল্পের মূল লক্ষ্য গোয়াদার বন্দরকে পশ্চিম চীনের সঙ্গে যুক্ত করা। এর ফলে বন্দরটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। পাকিস্তানের রাজনীতিক এবং সেনা কর্মকর্তারা এই প্রকল্পটিকে একটি ‘গেম চেঞ্জার’ বলে বর্ণনা করে থাকেন। তাদের দাবি, এর ফলে বালুচিস্তানের অর্থনীতিই পাল্টে যাবে। কিন্তু বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো মনে করে, এ থেকে স্থানীয়রা কোনভাবেই লাভবান হবে না। তারা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে নিয়মিতই এই প্রকল্পের কাজে বাধা দিতে হামলা চালায়। এই প্রকল্পটি একটি শ্বেত হস্তীতে পরিণত হতে পারে, এমন আশংকা অনেকের মধ্যে আছে। কিন্তু চীন এই প্রকল্প অব্যাহত রাখতে চায় এবং পাকিস্তান সরকারও যে কোন মূল্যে বিচ্ছিন্নতাবাদীদের দমন করে প্রকল্পটি শেষ করতে চায়।

মানবাধিকার লঙ্ঘন

বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে। যতবারই স্বাধীনতার জন্য বিদ্রোহ হয়েছে ততবারই পাকিস্তানি সেনারা বেলুচদের নির্বিচারে হত্যা করেছে। বেলুচরা পাকিস্তানের শোষক শ্রেণির বিরুদ্ধে দীর্ঘমেয়াদি রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রতিবারই বেলুচ স্বাধীনতাকামী জনগণের উপর নির্মম দমননীতি প্রয়োগ করেছে। হাজার হাজার বেলুচিস্তানের মানুষ হারিয়ে গেছে। বিভিন্ন সংস্থার জরিপে দেখা যায়, গড়ে প্রায় প্রতিটি বেলুচ পরিবারের একজন করে মানুষ গুম হয়েছে।[১] তাছাড়া, পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। নারীদের ধরে সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। এমনই মারাত্মক অভিযোগ পাকিস্তানের বিভিন্ন মানবাধিকারকর্মীর।[২]

তথ্যসূত্র

  1. "শোষিত বেলুচ ও মোদীর বেলুচিস্তান নীতির নেপথ্যে"bdnews24  অজানা প্যারামিটার |প্রকাশের তারিখ= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. "বেলুচিস্তানেও ৭১-এর মতোই ধর্ষণ করছে পাক সেনারা!"protidinersangbad  অজানা প্যারামিটার |প্রকাশের তারিখ= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

[[বিষয়শ্রেণী:]]