কাসপার ডাভিড ফ্রিডরিখ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩৪ নং লাইন:
 
===ড্রেসডেনে গমন===
ফ্রিডরিখ ১৭৯৮ সাল থেকে ড্রেসডেনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রথম দিকে তিনি [[এচিং]]য়ের মাধ্যমে [[ছাপচিত্র]] তৈরি<ref>{{Harvnb|Vaughan|2004|p=48}}</ref> এবং [[কাঠখোদাই]]য়ের নকশা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান; খোদাইয়ের কাজটা তার আসবাবপত্র নির্মাতা ভাই করে দিত। ১৮০৪ সালের মধ্যেই তিনি আঠারোটি এচিং ও চারটি খোদাই কাঠের চিত্র তৈরি করেন; স্পষ্টতই এগুলো খুবই কম তৈরি করা হয় এবং শুধু বন্ধুদের মধ্যেই বিতরণ করা হয়।<ref>{{Harvnb|Griffiths|Carey|1994|p=206}}</ref> শিল্পের অন্যান্য ক্ষেত্রে তার এসব হঠাৎ হঠাৎ অভিযান সত্ত্বেও তিনি মূলত [[কালি]], [[জলরঙ]] ও [[সেপিয়া]] নিয়ে কাজের প্রতি ঝুঁকে পড়েন। প্রথম দিকে ''[[ল্যান্ডস্কেপ উইথ টেম্পল ইন রুইনস]]'' (১৭৯৭) এর মত কিছু ব্যতিক্রমী কাজ করলেও তার সুনাম আরও ভালোভাবে প্রতিষ্ঠিত না পাওয়া পর্যন্ত তিনি [[তেলরঙ]] নিয়ে বিস্তারিতভাবে কাজ করেন নি।<ref>{{Harvnb|Vaughan|2004|p=41}}</ref> ভূপ্রাকৃতিক দৃশ্য তথা ল্যান্ডস্কেপ ছিল তার সর্বাধিক প্রিয় ও অগ্রগণ্য বিষয়। ১৮০১ সালের শুরুতে [[বাল্টিক সাগর|বাল্টিক উপকূল]], [[বোহেমিয়া]] ভূখণ্ড, [[কেরকোনশ্যে]] পাহাড় এবং [[হাৎস]] পর্বতমালায় ঘন ঘন যাওয়া-আসাআসার থেকেফলে তিনি এতেএসবের প্রতি অনুপ্রাণিত হন।<ref name="j45">{{Harvnb|Johnston|Leppien|Monrad|1999|p=45}}</ref> মূলত উত্তর জার্মানির ভূপ্রাকৃতিকদৃশ্য ভিত্তিক তার এসব চিত্রকর্মে ক্ষুদ্র বন, পাহাড়, পোতাশ্রয়, সকালের কুয়াশা সহকুয়াশাসহ প্রকৃতির ঘনিষ্ঠ পর্যবেক্ষণের ভিত্তিতে আলোর অন্যান্য ইফেক্টগুলো চিত্রিত হয়েছে। [[রুগেন]] দ্বীপের খাড়া উঁচু পাহাড়, ড্রেসডেনের চারপাশ ও [[এলব্যা]] (Elba) নদীর মত মনোরম দৃশ্যাবলীর স্কেচ এবং গভীর অনুসন্ধানের ভিত্তিতে এসব শিল্পকর্ম গড়ে উঠেছে। ফ্রিডরিখ প্রায়ই একচেটিয়াভাবে পেন্সিলের মাধ্যমে তার অনুসন্ধানী কার্যাদি পরিচালনা করেছেন, উপরন্তু তিনি সেগুলো করেছেন ভূসংস্থানিক তথ্যাদি প্রদানের মাধ্যমে। তথাপি ফ্রিডরিখের মধ্যযুগীয় চিত্রকর্মগুলোর বৈশিষ্ট্য নির্ধারকরূপে আকাশের যে সূক্ষ্ম ইফেক্টসমূহ দেখা যায় সেগুলো ছিল স্মৃতি থেকে আহরিত।<ref>{{Harvnb|Johnston|Leppien|Monrad|1999|p=106}}</ref> মেঘ ও জলে চন্দ্র-সূর্যের আলো ও আলোকসজ্জার চিত্রায়নের মাধ্যমে এই ইফেক্টসমূহ তাদের শক্তি পেয়েছে; বাল্টিক উপকূলের অনন্য আলোকীয় প্রপঞ্চ এই ইফেক্টসমূহ এর আগে কখনোই
এত জোরালোভাবে চিত্রিত করা হয়নি।<ref>{{Harvnb|Johnston|Leppien|Monrad|1999|p=14}}</ref>