গুণবর্ধক মাত্রা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
অন্তঃউইকিসংযোগ
Zaheen (আলোচনা | অবদান)
চিত্র
১ নং লাইন:
[[File:BoosterWellbee7221.jpg|right|thumb|মার্কিন জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি'র ১৯৬৪ খ্রিস্টাব্দে প্রকাশিত একটি প্রাচীরচিত্র, যাতে সিডিসি-র প্রতিনিধিত্বকারী "ওয়েলবি" (Wellbee) নামক প্রতিমা বা মাস্কটটি মার্কিন জনগণকে টিকার গুণবর্ধক মাত্রা নিতে উৎসাহ দিচ্ছে। ইংরেজিতে লেখা বার্তাটির ভাবানুবাদ হল: "টিকা নিয়েছেন? তাহলে এখন গুণবর্ধক মাত্রাটি গ্রহণ করুন !" গুণবর্ধক মাত্রাটিকে একটি রকেটের মাধ্যমে প্রতীকায়িত করা হয়েছে।]]
 
[[চিকিৎসাবিজ্ঞান|চিকিৎসাবিজ্ঞানের]] আলোচনায় '''গুণবর্ধক মাত্রা''' বা '''উদ্দীপক মাত্রা''' বলতে কোনও [[টিকা]]র [[প্রাথমিক মাত্রা]] প্রদানের কিছু সময় পরে যে অতিরিক্ত বা সম্পূরক মাত্রাটি প্রদান করা হয়, তাকে বোঝায়। প্রাথমিক টিকাদানের পরে সময়ের সাথে সাথে টিকাতে উপস্থিত অনাক্রম্য [[প্রত্যুৎপাদক]]টির (অ্যান্টিজেন) বিরুদ্ধে দেহের [[অনাক্রম্যতন্ত্র|অনাক্রম্যতন্ত্রের]] কোষগুলির স্মৃতি হ্রাসপ্রাপ্ত হয়। তাই গুণবর্ধক মাত্রা প্রয়োগের উদ্দেশ্য হল দেহকে অনাক্রম্য প্রত্যুৎপাদকটির সাথে আবারও পরিচিত করিয়ে দেওয়া, যাতে ঐ প্রত্যুৎপাদকটির বিরুদ্ধে দেহের [[অনাক্রম্যতা]] তথা রোগ-প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধি পেয়ে পুনরায় সুরক্ষামূলক মাত্রায় ফেরত যায়। যেমন প্রতি দশ বছর পর পর [[ধনুষ্টংকার টিকা]]র গুণবর্ধক মাত্রা প্রদানের সুপারিশ করা হয়, কেননা ১০ বছরের মধ্যে [[ধনুষ্টংকার|ধনুষ্টংকারের]] বিরুদ্ধে সৃষ্ট স্মৃতিকোষগুলি হয় তাদের স্বাভাবিক ক্রিয়া হারিয়ে ফেলে নতুবা [[কোষপতন|কোষপতনের]] শিকার হয়।<ref>{{Citation |publisher=Mayo Clinic |date=2006-09-21 |accessdate=2008-07-17 |title=Tetanus: Prevention |url=http://www.mayoclinic.com/health/tetanus/DS00227/DSECTION=prevention |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20080624072321/http://www.mayoclinic.com/health/tetanus/DS00227/DSECTION%3Dprevention |archivedate=2008-06-24 }}</ref> গুণবর্ধক মাত্রাকে ইংরেজি পরিভাষায় "বুস্টার ডোজ" (Booster dose) বা "বুস্টার ইঞ্জেকশন" (Booster injection) বলা হয়ে থাকে।