ওগেদাই খান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Prince Tuhin13 (আলোচনা | অবদান)
লিঙ্কের পরামর্শ: ৩টি লিঙ্ক যুক্ত করা হয়েছে।
১৯ নং লাইন:
}}
 
'''ওগেদাই খান'''([[মঙ্গোলীয় ভাষা|মঙ্গোলীয়]]: ᠦᠭᠦᠳᠡᠢ; [[চীনা ভাষা|চীনা]]: 窩闊台: ৭ নভেম্বর ১১৮৬ – ১১ ডিসেম্বর ১২৪১) ছিলেন [[চেঙ্গিস খান|চেঙ্গিস খানের]] তৃতীয় ছেলে এবং [[মঙ্গোল সাম্রাজ্য|মঙ্গোল সাম্রাজ্যের]] দ্বিতীয় খাগান। চেঙ্গিস খানের পর তিনি খাগান হন। তার পিতার সাম্রাজ্য বিস্তার অভিযান তিনি এগিয়ে নিয়ে যান।<ref>John Joseph Saunders ''The History of the Mongol Conquests'', p.74</ref> চেঙ্গিস খানের প্রথমদিককার অন্য ছেলেদের মত তিনিও চীন, [[ইরান]] ও মধ্য এশিয়া জয়ে অংশ নিয়েছেন।
 
==পটভূমি==
৪৮ নং লাইন:
 
===জর্জিয়া ও আর্মেনিয়া বিজয়===
১২৩২ সালে চোরমাকানের নেতৃত্বাধীন মঙ্গোলরা [[ককেসাস]] ফিরে আসে। ১২৩৫ সালে কেটাপুল্ট ব্যবহার করে গানজাকের দেয়াল ভেঙে ফেলা হয়। ইরবিলের বাসিন্দারা মঙ্গোলদেরকে বার্ষিক কর দেয়ার প্রতিশ্রুতি দেয়ার পর মঙ্গোলরা এখান থেকে ফিরে যায়। আর্মেনিয়া জয়ের পর চোরমাকান তিফলিস দখল করেন। ১২৪০ সাল নাগাদ চোরমাকান ট্রান্সককেসিয়া বিজয় সম্পন্ন করেন। জর্জিয়া তার কাছে আত্মসমর্পণ করেছিল।
 
===কোরিয়া অভিযান===
৬১ নং লাইন:
 
===ভারত===
ওগেদাই তার সেনাপতি দায়িরকে গজনির এবং মেংগেতুকে কুন্দুজের শাসক নিযুক্ত করেন। ১২৪১ সালের শীতে মঙ্গোলরা সিন্ধু অববাহিকায় হামলা করে। অভিযানের সময় তারা [[লাহোর]] অবরোধ করেছিল। ভারত থেকে প্রত্যাবর্তনের পূর্বে মঙ্গোলরা এখানে ব্যাপক হত্যাকাণ্ড চালায়।<ref>Islamic Culture Board ''Islamic culture'', p.256</ref>
 
১২৩৫ সালের পর আরেকটি মঙ্গোল বাহিনী কাশ্মিরে হামলা করে। পরবর্তীতে কাশ্মির মঙ্গোলদের অধীনস্থ রাজ্যে পরিণত হয়।<ref>Thomas T. Allsen ''Culture and Conquest in Mongol Eurasia'', p.84</ref>