সজনীকান্ত দাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২১ নং লাইন:
 
== সাহিত্যকর্ম ==
সজনীকান্ত কবি, সমালোচক, প্রাবন্ধিক, গীতিকার এবং প্রাচীন বঙ্গসাহিত্যের গবেষক হিসাবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি "কামস্কাটকীয় ছন্দ" কবিতা প্রকাশ করে বাংলা ব্যঙ্গ সাহিত্যে অবতীর্ণ হন। অন্যের রচনার ত্রুটি আবিষ্কার করতে থাকেন। তিনি প্রথম আক্রমণ করেন [[কাজী নজরুল ইসলাম | নজরুলকে]]। [[রবীন্দ্রনাথ ঠাকুর |রবীন্দ্রনাথ-সহ]] খ্যাতিমান আধুনিক কবি ও ঔপন্যাসিক তার সমালোচনায় আক্রান্ত হয়েছেন। শুধু সাহিত্য নয় - সমকালীন সমাজ, রাজনীতি ও অন্যান্য ক্ষেত্রের সমস্যা সম্পর্কেও তিনি সমালোচকের ভূমিকা নিতেন এবং এতে তার নিজের প্রতিভার অনেকটাই অপচয় হয়েছিল। <ref name="সাহিত্যসঙ্গী">{{cite book | title=সংসদ বাংলা সাহিত্যসঙ্গী | publisher= সাহিত্য সংসদ, কলকাতা | author= শিশিরকুমার দাশ | year=২০১৯ | pages=২১৬ | আইএসবিএন =978-81-7955-007-9|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=হ্যাঁ }}</ref>
''শনিবারের চিঠি'' ছাড়াও তিনি [[বঙ্গশ্রী]], [[আনন্দবাজার পত্রিকা|শারদীয়া আনন্দবাজার পত্রিকা]], [[অলকা]], [[বঙ্গীয়-পরিষৎ-পত্রিকা]] প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছেন। এছাড়াও [[চিত্রলেখা]], [[বিজলী]], [[যুগবাণী]], [[নূতন পত্রিকা]], [[যুগান্তর]] প্রভৃতি পত্রিকার প্রকাশনায় তার বড়ো ভূমিকা ছিলো। শনিবারের চিঠি’র জন্মলগ্ন থেকেই তিনি পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন। মাঝে মাঝে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শনিবারের চিঠি’র সঙ্গেই সজনীকান্ত দাসের নাম ওতপ্রোত ; সজনীকান্তের শ্রেষ্ঠ কীর্তিই ''শনিবারের চিঠি''।
 
কবি হিসাবে তিনি আধুনিক ছিলেন এ কথা বলা যাবে না। তার কবিতার চারটি পঙ্‌ক্তি নিম্নরূপ: