শনিবারের চিঠি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নকীব বট (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
[[চিত্র:শনিবারের চিঠি পত্রিকার পাতা.jpg|thumb|300px|শনিবারের চিঠি পত্রিকার ২টি পাতা।]]
 
'''শনিবারের চিঠি''' [[বাংলা ভাষা|বাংলাভাষা]]র অন্যতম বিখ্যাত সাহিত্য-সাময়িকী, যা বিংশ শতকের প্রথমার্ধে ১৯২৪ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এটি ছিল একটি সাপ্তাহিক কাগজ।কাগজ এবং এর মূল স্বত্বাধিকারী ছিলেন [[অশোক চট্টোপাধ্যায়]] <ref name="সংসদ">সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, ''সংসদ বাঙালি চরিতাভিধান'', প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৫০, {{আইএসবিএন|978-81-7955-135-6}}</ref> [[যোগানন্দ দাস]] এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তবে আদ্যোপান্ত শনিবারের চিঠি'র প্রাণপুরুষ ছিলেন কবি-সাহিত্যিক [[সজনীকান্ত দাস]]। ''শনিবারের চিঠি'' দু‌ই পর্যায়ে প্রকাশিত হয়েছিল। এর প্রথম প্রকাশ ১০ই শ্রাবণ ১৩৩১ তথা ১৯২৪ খ্রিষ্টাব্দ। প্রতিষ্ঠালগ্নে সম্পাদক ছিলেন যোগানন্দ দাস। তবে ভাদ্র ১৩৩৪ এবং ফালগুন ১৩৩৪ সংখ্যা থেকে সজনীকান্ত দাস সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এতে যারা লিখেছেন তাদের মধ্যে অন্যতম [[মোহিতলাল মজুমদার]], [[হেমন্তকুমার চট্টোপাধ্যায়]], [[নীরদচন্দ্র চৌধুরী|নিরোদ সি চৌধুরী]] পরিমল গোস্বামী প্রমুখ। এঁদের ভাষা ছিল ব্যঙ্গময়; সমালোচনার লক্ষ্য ছিল পিত্ত জ্বালিয়ে দেয়া।<ref>{{বই উদ্ধৃতি |লেখক=[[রবীন্দ্রনাথ ঠাকুর]] |শিরোনাম=চিঠিপত্র (দ্বাদশ খণ্ড) |প্রকাশক=বিশ্বভারতী গ্রন্থন বিভাগ |পাতা=৫২২ |ইউআরএল=https://bn.wikisource.org/wiki/পাতা:চিঠিপত্র_(দ্বাদশ_খণ্ড)-রবীন্দ্রনাথ_ঠাকুর.pdf/৫৫৫}}</ref>
 
==প্রভাব==