শিরকু করিম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন
 
সম্প্রসারণ
২৭ নং লাইন:
| nationalteam-update = ০৭:২৯, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)
}}
'''শিরকু করিম লতিফ গুবারি''' ({{lang-ar|شيركو كريم لطيف‎}}, {{lang-en|Sherko Karim}}; ২৫ মে ১৯৯৬; '''শিরকু করিম''' নামে সুপরিচিত) হলেন একজন ইরাকি পেশাদার [[ফুটবল খেলোয়াড়]]। তিনি বর্তমানে ইরাকি ক্লাব [[ইরবিল স্পোর্টস ক্লাব|ইরবিল]] এবং [[ইরাক জাতীয় ফুটবল দল|ইরাক জাতীয় দলের]] হয়ে [[রক্ষণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন। তিনি মূলত [[ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড়]] হিসেবে খেললেও মাঝেমধ্যে [[ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড়]] এবং [[কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন।
 
ইরাকি ফুটবল ক্লাব [[কিরকুক ফুটবল ক্লাব|কিরকুকের]] যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে শিরকু ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে [[আল শুর্তাহ স্পোর্টস ক্লাব|আল শুর্তাহের]] যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১২–১৩ মৌসুমে, ইরাকি ক্লাব [[আল শুর্তাহ স্পোর্টস ক্লাব|আল শুর্তাহের]] মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; আল শুর্তাহের হয়ে তিন মৌসুমে ৩টি গোল করার পর ২০১৫–১৬ মৌসুমে তিনি সুইজারল্যান্ডীয় ক্লাব [[গ্রাসহোপার ক্লাব জুরিখ|গ্রাসহোপারে]] যোগদান করেছেন। গ্রাসহোপারে চার মৌসুম অতিবাহিত করার পর পুনরায় আল শুর্তাহের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। মাঝে, তিনি [[ফুটবল ক্লাব ফাডুৎস|ফাডুৎস]] এবং [[রাইনডর্ফ আলটাখ|রাইনডর্ফ আলটাখের]] হয়ে ধারে খেলেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি আল শুর্তাহ হতে ইরাকি ক্লাব ইরবিলে যোগদান করেছেন।
 
২০১১ সালে, শিরকু [[ইরাক জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল|ইরাক অনূর্ধ্ব-১৭]] দলের হয়ে ইরাকের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ১০ বছর যাবত ইরাকের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ইরাকের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরাকের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে ১টি গোল করেছেন।