বুধের চতুর্ভূজগুলির তালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{কাজ চলছে}}
[[বুধ গ্রহ|বুধ গ্রহের]] পৃষ্ঠভাগ পনেরোটি [[চতুর্ভূজ (ভূগোল)|চতুর্ভূজে]] বিভাজিত। এগুলির সংখ্যায়ন করা হয়েছে এইচ-১ থেকে এইচ-১৫ পর্যন্ত (ইংরেজি ‘এইচ’ অক্ষরটি বুধ অর্থাৎ মারকিউরির গ্রিক প্রতিরূপ [[হার্মিস|হার্মিসের]] দ্যোতক)।<ref name="Iron Planet">{{cite book|title=Exploring Mercury: The Iron Planet|url=https://archive.org/details/exploringmercury00stro|url-access=registration|last1=Strom|first1=Robert G.|last2=Sprague|first2=Ann L.|year=2003|page=[https://archive.org/details/exploringmercury00stro/page/79 79]}}</ref> চতুর্ভূজগুলির নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট এলাকার পৃষ্ঠতলের বিশেষ বৈশিষ্ট্যগুলির নামানুসারে।<ref name="Iron Planet"/> অতীতে মহাকাশযান কর্তৃক বুধ গ্রহের মানচিত্রাঙ্কনের আগে এই গ্রহের সর্বাপেক্ষা সুস্পষ্ট বৈশিষ্ট্য [[বুধের অ্যালবেডো বৈশিষ্ট্যগুলির তালিকা|অ্যালবেডো বৈশিষ্ট্যগুলির]] নামানুসারেই চতুর্ভূজগুলির নামকরণ করা হয়েছিল। ১৯৭৪ ও ১৯৭৫ সালে ''[[মেরিনার ১০]]'' ফ্লাইবাইগুলির তোলা আলোকচিত্রের ভিত্তিতে মানচিত্রাঙ্কনের ফলে নয়টি চতুর্ভূজের নাম সংশ্লিষ্ট এলাকার সুস্পষ্ট বৈশিষ্ট্যগুলির নামানুসারে পরিবর্তন করা হয়।<ref name="Iron Planet"/> ''মেরিনার ১০'' অবশিষ্ট ছয়টি চতুর্ভূজের মানচিত্র একেবারেই প্রস্তুত না করায় সেগুলির নাম অ্যালবেডো বৈশিষ্ট্যগুলির নামানুসারেই থেকে যায়। ২০১১ সালে বুধের কক্ষপথে ''[[মেসেঞ্জার]]'' মহাকাশযানটি উপস্থিত হওয়ার পর এই ছয়টি চতুর্ভূজের মানচিত্রাঙ্কন ও নাম-পরিবর্তন সম্পন্ন হয়।<ref>{{cite journal|title=IAU Information Bulletin|date=July 2011|issue=108|publisher=International Astronomical Union|url=http://www.iau.org/static/publications/IB108.pdf|format=pdf|page=23}}</ref> ''মেসেঞ্জার'' দলের কাক্ষিক চিত্রগুলির সাহায্যে নতুন মানচিত্রগুলি অঙ্কিত হয়েছিল এবং ২০১৩ সালের ৮ মার্চ নাসার প্ল্যানেটারি ডেটা সিস্টেম তা প্রকাশ করে। এই মানচিত্রে বুধের পৃষ্ঠভাগের ১০০ শতাংশ এলাকাই অন্তর্ভুক্ত হয়।