আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Faisal Hasan (আলোচনা | অবদান)
তানভী (আলোচনা | অবদান)
১৯ নং লাইন:
 
===মুক্তিযুদ্ধকালীণ ভূমিকা===
[[১৯৭০]] সালের নভেম্বরের [[১৯৭০-এর ভোলা ঘূর্ণিঝড়|১৯৭০ এর নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড়ের]] পর ত্রাণকার্যে সরকারের অনীহা এবং ডিসেম্বরের [[১৯৭০ এর সাধারণ নির্বাচন (পাকিস্তান)|নির্বাচনে]] জয়লাভের পরও [[আওয়ামী লীগ|আওয়ামী লীগের]] হাতে ক্ষমতা হস্তান্তর না করা ইত্যাদি কারনে বাঙালিদের মনে অসহিষ্ণুতা দেখা দেয়। বাঙালিরা তখন [[শেখ মুজিবুর রহমান|শেখ মুজিবের]] ডাকে অসহযোগ আন্দোলন শুরু করে। এরই প্রেক্ষিতে [[১৯৭১]] সালের [[২৫ মার্চ]] রাতে পাকিস্তান সরকার নিরীহ-নিরস্ত্র বাঙালি নিধনের উদ্দশ্যে সেনাবাহিনী লেলিয়ে দেয়, যা ইতিহাসে [[অপারেশন সার্চলাইট]] নাম পরিচিত। এই কুখ্যাত গণহত্যার সময় পাকিস্তানী বাহিনী শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায়। কিন্তু তিনি এর পূর্বেই তার দলের নেতা কর্মীদের নিরাপদ স্থানে সরে যেতে বলেছিলেন। তাই তিনি শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমেদ ও আরও কয়েকজন নেতাকে নিয়ে বগুড়া হয়ে কলকাতা চলে যান<ref name=gunijon/>৷ সেখানে তার সাথে [[তাজউদ্দিন আহমদ]] সহ অন্যান্য নেতাকর্মীর দেখা হয়। ওখানে তারা সকলে মিলে সরকার গঠনের সিদ্ধান্ত নেন। আর সবার সিদ্ধান্তে [[১৯৭১]] এর [[১০ এপ্রিল]] গঠিত হয় প্রথম [[১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকার|অস্থায়ী বাংলাদেশ সরকার]], এবং [[১৭ এপ্রিল]] [[কুষ্টিয়া]] জেলার [[মেহেরপুর জেলা|মেহেরপুরের]] সীমান্তবর্তী এলাকা বৈদ্যনাথ তলায়(পরবর্তীতে [[মুজিবনগর]] ) শপথ গ্রহন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অস্থায়ী সরকার আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে<ref name=wall> Wall street journal, 21 April 1971</ref>।
 
নবগঠিত মুজিবনগর সরকারে তাকে স্বরাষ্ট্র,কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়<ref name= war> {{cite book |last=শামসুল হুদা চৌধুরী |title= একাত্তরের রনাঙ্গন |publisher= আহমদ পাবলিশিং হাউস |year= ২০০১ |isbn= 984-11-0505-0 | }}</ref> । কামরুজ্জামান ছিলেন কঠোর পরিশ্রমী ত্রাণ ও পুনর্বাসনের কাজে তিনি মুক্তাঞ্চল, শরণার্থী শিবির ও সীমান্ত এলাকায় গিয়ে দিনরাত পরিশ্রম করতেন।
 
===যুদ্ধপরবর্তীকালীন ভূমিকা===
 
==তথ্যসূত্র==