পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Eraheem (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Eraheem (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৫৮ নং লাইন:
|}
<small>(বন্ধনীর ভিতরে সংখ্যা মোট ভোটের শতকরা নির্দেশক)</small>
 
ন্যশনাল এ্যাসেম্বলীতে আওয়ামী লীগ ১৬০ টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাধারণ নির্বাচনের একই সাথে [[প্রাদেশিক নির্বাচন]] অনুষ্ঠিত হয়। এ নির্বাচনেও আওয়ামী লীগ [[পূর্ব পাকিস্তান এ্যাসেম্বলী | পূর্ব পাকিস্তান এ্যাসেম্বলীর]] ৩০০টি আসনের মধ্যে ২৮৮টিতে জয়লাভ করে। পাকিস্তান পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানে ১৩৮টি আসনের ৮১টিতে জয়লাভ করে।
 
কনজারভেটিভ দলগুলি নির্বাচনে খুব সুবিধা করতে পারেনি। সম্ভবত একই ধরনের পার্টিগুলো একে অপরের সাথে প্রতিদ্বন্দীতার ফলে এমনটি হয়েছে। পিএমএল (কাইয়ুম), পিএমএল (কাউনসিল), পিএমএল (কনভেনশন), জমিয়ত উলেমা-ই-ইসলাম, জমিয়ত উলেমা-ই-পাকিস্তাতন এবং জামায়াতে ইসলামী একত্রে ৩৭টি আসন পায়।
 
==প্রাদেশিক নির্বাচনের ফলাফল==
প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান এ্যাসেম্বলীর ৩০০টি আসনের ২৮৮টি জিতে নেয়। পশ্চিম পাকিস্তানের অপর চারটি এ্যাসেম্বলীতে তারা কোন আসন পায়নি। পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের এ্যাসেম্বলীতে পাকিস্তান পিপলস পার্টি ভালো করে কিন্তু পূর্ব পাকিস্তানে কোন আসনে জয় পায়নি। [[উত্তর-পশ্চিম সীমান্তের প্রদেশ]] এবং [[বেলুচিস্তান | বেলুচিস্তানে]] ন্যাশনাল আওয়ামী পার্টি (ওয়ালি) এবং পিএমএল (কাইয়ুম) ভালো করে।
 
 
[[Category:বাংলাদেশের ইতিহাস]]