পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ragib (আলোচনা | অবদান)
দ্রুত বিষয়শ্রেণী যুক্তকরা হয়েছে পাকিস্তানের ইতিহাস ( [[WP:HOTCAT|হটক্যাট]
Eraheem (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
==রাজনৈতিক দল ও প্রার্থী==
নির্বাচনে মোট ২৪ টি দল অংশ নেয়। ৩০০ টি আসনে মোট ১,৯৫৭ জন প্রার্থী অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র জমা দেয়। এর পর কিছু প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। মনোনয়নপত্র বাছাই শেষে ১,৫৭৯ জন প্রার্থিপ্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে। [[আওয়ামী লীগ]] ১৭০ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে ১৬২টি আসন [[পূর্ব পাকিস্তান | পূর্ব পাকিস্তানে]] এবং অবশিষ্টগুলি [[পশ্চিম পাকিস্তান | পশ্চিম পাকিস্তানে]]। [[জামায়াতে ইসলামী]] দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাসংখ্যক প্রার্থী দেয়। তাদের প্রার্থী সংখ্যা ১৫১। [[পাকিস্তান পিপলস পার্টি]] মাত্র ১২০ আসনে প্রার্থী দেয়। তার মধ্যে ১০৩ টি ছিল [[পাঞ্জাব]] ও [[সিন্ধু]] প্রদেশে। পূর্ব পাকিস্তানে তারা কোন প্রার্থী দেয়নি। [[পাকিস্তান মুসলিম লীগ (কনভেনশন) | পিএমএল (কনভেনশন)]] ১২৪ আসনে, [[পাকিস্তান মুসলিম লীগ (কাউন্সিল) | পিএমএল (কাউন্সিল)]] ১১৯ আসনে এবং [[পাকিস্তান মুসলিম লীগ (কাইয়ুম)]] ১৩৩ আসনে প্রতিদ্বন্দীতা করে।
 
নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ এবং প্রায় ৬৫% ভোট পড়েছে বলে সরকার দাবী করে। সর্বমোট ৫৬,৯৪১,৫০০ রেজিস্টার্ড ভোটারের মধ্যে ৩১,২১১,২২০ জন পূর্ব পাকিস্তানের এবং ২৩,৭৩০,২৮০ জন ছিল পশ্চিম পাকিস্তানের ভোটার।