রেনেসাঁ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Aishik Rehman (আলোচনা | অবদান)
বানান সংশোধন অউব্রা ব্যবহার করে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
৭১ নং লাইন:
 
=== ৩. রাফায়েল: ===
উচ্চ রেনেসাঁর শিল্পীগণের মধ্যে স্বাতন্ত্র্যের অধিকারী ছিলেন [[রাফায়েল]]। তাঁর বেড়ে ওঠার ধরনটি ছিল অনেকটা পঞ্চদশ শতাব্দীর শিল্পীদের মতো। যদিও তিনি লিওনার্দো ও মিকেল এঞ্জেলোর দ্বারা প্রভাবিত হয়েছিলেন তথাপি তিনি নিজে এক স্বকীয় ধারা নির্মাণ করতে সক্ষম হন। উপরন্তু উচ্চ রেনেসাঁর শিল্পকর্মের সাথে তাঁর শিল্পকর্ম যথেষ্ট সাযুজ্যপূর্ণ। যাঁর কাছ থেকেই শিখুন না কেন তাঁর শক্তিশালী রীতি সবসময়ই  তাঁর শিল্পকর্মের মাঝে অনুধাবন করা যায়। সবার শিল্পকর্মের ভালো জিনিসগুলোকে তিনি সফলতার সাথে আত্মস্থ করে এক নিজস্ব ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। ক্ল্যাসিকাল মানসিকতায় তিনি প্রচÐভাবে আবিষ্ট হয়ে কাজ করার ফলে তাঁর শিল্পকলা গ্রিক শিল্পকলার এক ধরনের পুনরুত্থান মনে করা যেতে পারে। তাঁর কাজে ফর্মের স্বচ্ছতা, সংমিশ্রণ সহজতর এবং মানবীয় মহিমান্বিত নিওপ্লাটোনিক আদর্শ বিদ্যমান। সুদর্শন, তরুণ, ধনী এবং তোষামদপ্রিয় এই মানুষটি সমগ্র ইতালিবাসীর ঈর্ষার পাত্র ছিলেন। তাঁর চরিত্র নির্বিকার উদাসীন ও মরমি শিল্পী লিওনার্দো এবং যন্ত্রণাকাতর অদম্য ভাস্কর মিকেল এঞ্জেলোর সম্পূর্ণ বিপরীত ছিল।
 
== তথ্যসূত্র ==