আল্প আরসালান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ইংরেজি পাতার সাহায্য নিয়ে তুর্কী নাম চারী কে চাঘরি লেখার অধিকার কেউ রাখেন না
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
পরিষ্কারকরণ
১ নং লাইন:
{{Infobox monarch
|name= মুহাম্মদ আল্প আরসালান বেগ
|title= [[সেলজুক সাম্রাজ্য|মহান সেলজুক সাম্রাজ্যের]] [[সুলতান]]
|image= AlpArslan.PNG
|caption= মুহাম্মদ আল্প আরসালান বেগ ১০৭১ [[বাইজেন্টাইন সাম্রাজ্য|বাইজেন্টাইনদের]] বিরুদ্ধে [[সেলজুক তুর্কি|সেলজুক তুর্কিদের]]দের বিজয়ে নেতৃত্ব দেন
|reign= ১০৬৪–১০৭২
|coronation= ২৭ এপ্রিল ১০৬৪
|full name=মুহাম্মদ বেগ বিন দাউদ চাঘরি
|predecessor= [[তুঘরিল বেগ]]
|successor= [[প্রথম মালিক শাহ]]
|royal house= [[সেলযুক রাজবংশ]]
|father= [[চারী বেগ]]
|mother=
|birth_date=১০২৯
|death_date= ১৫ ডিসেম্বর ১০৭২ (৪৩ বছর)
|death_place= [[আমু দরিয়া]], [[তুর্কিস্তান]]
|place of burial = [[মার্ভ‌]], [[সেলজুক সাম্রাজ্য|মহান সেলজুক সাম্রাজ্য]]
|religion = [[সুন্নি (ইসলাম)|সুন্নি ইসলাম]]
}}
 
[[চিত্র:131 Bataille de Malazgirt.jpg|100px|right|thumb|মানযিকার্টের যুদ্ধ]]
'''আল্প আরসালান বেগ''' (১০২৯-১৫ ডিসেম্বর ১০৭২) ([[ফার্সি]]:بیگ آلپ ارسلان‎ālpارسلانālp arslān; [[আরবি]]: الب ارسلان بیگ alb arslān), আসল নাম মুহাম্মদ বেগ বিন দাউদ চারী, তিনি সেলজুক রাজবংশের তৃতীয় সুলতান এবং [[সেলজুক|সেলজুকের]]ের প্রপৌত্র। তার সময় থেকেই সেলজুক বংশ রাজবংশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তার সামরিক দক্ষতা, বীরত্ব এবং লড়াইয়ে পারদর্শিতার জন্য তিনি আল্প আরসালান উপাধি লাভ করেন। [[তুর্কি ভাষা|তুর্কি]] ও [[তুর্কমেনীয় ভাষা|তুর্কমেন ভাষায়]] এর অর্থ “বীর সিংহ”।<ref>"Alp Arslan." Encyclopedia of World Biography. 2004. Encyclopedia.com. (September 5, 2011). http://www.encyclopedia.com/doc/1G2-3404700163.html</ref>
 
== কর্মজীবন ==
পিতা [[চারী বেগ|চারী বেগের]]ের মৃত্যুর(১০৫৯ খ্রিষ্টাব্দ) পর তিনি [[খোরাসান|খোরাসানের]]ের শাসক হন। তার চাচা [[তুঘরিল বেগ|তুঘরিল বেগের]]ের মৃত্যুর পর আল্প আরসালানের ভাই সুলাইমান [[তুঘরিল বেগ]] এর উত্তরাধিকারী হন। আরসালান ও আরেক চাচা [[কুতালমিশ|কুতালমিশের]]ের মধ্যে এই উত্তরাধিকার নিয়ে লড়াই হয়। আল্প আরসালান কুতালমিশকে পরাজিত করেন এবং ১০৬৪ সালের ২৭ এপ্রিল [[সেলজুক রাজবংশ|মহান সেলজুক রাজবংশের]] সুলতান হন এবং [[আমুদরিয়া]] থেকে [[টাইগ্রিস]] পর্যন্ত [[পারস্য সাম্রাজ্য|পারস্যের]] একচ্ছত্র সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন।
 
আল্প আরসালান তার উজির [[নিজামুল মুলক|নিজামুল মুলকের]]ের সাহচর্যে রাজ্যপরিচালনা করতেন। নিযামুল মুলক মুসলিম ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আল্প আরসালান তার সন্তান [[প্রথম মালিক শাহ|প্রথম মালিক শাহকে]]কে উত্তরাধিকারী ঘোষণা করেন। [[কাপাডোকিয়া|কাপাডোকিয়ার]] রাজধানী [[কায়সেরি|কায়সারিয়া মাযাকা]] দখল করার উদ্দেশ্যে তার বাহিনী [[ইউফ্রেটিস]] পার হয়ে শহর আক্রমণ করে। সুলতান স্বয়ং বাহিনীর নেতৃত্ব দেন। এরপর তিনি [[আর্মেনিয়া]] ও [[জর্জিয়া|জর্জিয়ার]] দিকে অগ্রসর হন এবং ১০৬৪ সালে এই দুই অঞ্চল জয় করেন।
 
== বাইজেন্টাইন প্রতিরোধ ==
১০৬৮ সালে [[সিরিয়া]] যাত্রাকালে আল্প আরসালান [[বাইজেন্টাইন সাম্রাজ্য|বাইজেন্টাইন সাম্রাজ্যে]] আক্রমণ করেন। সম্রাট [[৪র্থ রোমানোস ডিয়োজেনেস]] আক্রমণকারীদের সাথে [[কিলিকিয়া|কিলিকিয়াতে]]তে সাক্ষাত করেন। এই দুই বাহিনীর মধ্যে তিনটি মারাত্মক লড়াই সংঘটিত হয়। প্রথম দুইটি সম্রাট নিজে পরিচালনা করেন এবং তৃতীয়টি [[মানুয়েল কমনেনুস]] কর্তৃক পরিচালিত হয়। ১০৭০ সাল নাগাদ সেলজুকরা পরাজিত হয় এবং ইউফ্রেটিসের তীরবর্তী অঞ্চলে ফিরে আসে। ১০৭১ সালে রোমানোস আনুমানিক ৩০০০০ সৈন্যের বাহিনী নিয়ে পুনরায় আরসালানের বিরুদ্ধে অগ্রসর হন। তার বাহিনীতে [[কুমান তুর্কি]], [[ফ্রাঙ্ক জাতি|ফ্রাঙ্ক]] ও [[নর্মান জাতি|নর্মানরাও]] ছিল। এই বাহিনী [[উরসেল দা বেইউল|উরসেল দা বেইউলের]]ের নেতৃত্বে আর্মেনিয়ার দিকে অগ্রসর হয়।
 
[[ভন লেক|ভন লেকের]]ের উত্তর দিকের [[মুরাট নদী|মুরাট নদীর]] তীরবর্তী [[মানযিকার্ট|মানযিকার্টে]] আল্প আরসালান ও রোমানোসের বাহিনী মুখোমুখি হয়। সুলতান আল্প আরসালান সন্ধির প্রস্তাব করলেও সম্রাট রোমানোস তা প্রত্যাখ্যান করেন। ফলে দুই বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এই যুদ্ধ ইতিহাসে [[মানযিকার্টের যুদ্ধ]] বলে পরিচিত। বাইজেন্টাইন বাহিনীর কুমান সৈনিকরা, যারা মূলত ভাড়াটে সৈন্য ছিল, তৎক্ষণাৎ দলত্যাগ করে সেলজুক তুর্কিদের পক্ষে যোগ দেয়। কুমানদের দলত্যাগের ঘটনায় প্ররোচিত হয়ে ফ্রাঙ্ক ও নর্মানরা যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=The First Crusade|ইউআরএল=https://archive.org/details/firstcrusade0000runc_c7g6|প্রথমাংশ= Steve|শেষাংশ= Runciman|প্রকাশক= Cambridge University Press|বছর=1992}}</ref> ফলে বাইজেন্টাইনরা যুদ্ধে সম্পূর্ণরূপে পর্যুদস্ত হয়।
 
সম্রাট রোমানোসকে বন্দী অবস্থায় আল্প আরসালানের সামনে আনা হয়। আল্প আরসালান তার সাথে সদয় আচরণ করেন। নিম্নোক্ত আলাপ তাদের মধ্যে হয়েছিল বলে কথিত আছে<ref name="kings">Peoples, R. Scott ''Crusade of Kings'' Wildside Press LLC, 2008. p. 13. {{আইএসবিএন|0-8095-7221-4}}, 9780809572212</ref> :
৩৭ নং লাইন:
আল্প আরসালান: আমার শাস্তি এর চেয়েও কঠিন। আমি আপনাকে ক্ষমা করেলাম এবং আপনি মুক্ত।
 
আল্প আরসালানের এই বিজয় নিকট এশিয়ায় [[সেলজুক তুর্কি]] ও [[সুন্নি (ইসলাম)|সুন্নি]] [[মুসলিম|মুসলিমদের]]দের জন্য লাভজনক হয়ে উঠে। যদিও পরবর্তী চার শতাব্দী পর্যন্ত [[বাইজেন্টাইন সাম্রাজ্য]] টিকে ছিল এবং [[ক্রুসেডার|ক্রুসেডারদের]]দের কারণে মুসলিমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, মানযিকার্টের যুদ্ধ আনাতোলিয়ায় তুর্কিদের অগ্রযাত্রার পক্ষে সহায়ক হয়ে উঠে। [[এডওয়ার্ড গিবন|এডওয়ার্ড গিবনসহ]]সহ অধিকাংশ ইতিহাসবেত্তার মতে মানযিকার্টের পরাজয় হল পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্যের পতনের সূচনা। বাইযান্টাইনদের কাছ থেকে [[আনাতোলিয়া]] অধিকারের ঘটনা [[ক্রুসেড|ক্রুসেডের]]ের অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
 
== আল্প আরসালানের মহত্ব ==
৪৯ নং লাইন:
 
== মৃত্যু ==
মানযিকার্টের যুদ্ধের পর আল্প আরসালান পশ্চিম এশিয়ার অধিকাংশ অধিকার করেন। এরপর তিনি তার পূর্বপুরুষদের অঞ্চল [[তুর্কিস্তান]] অধিকার করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এক শক্তিশালী সেনাবাহিনী নিয়ে তিনি [[আমু দরিয়া|আমু দরিয়ার]] দিকে যাত্রা করেন। নদী পার হওয়ার আগে কিছু [[দুর্গ]] দখল করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তৎমধ্যে একটি বেশ কয়েকদিন ধরে [[ইউসুফ আল-হারেযমি]] প্রতিরোধ করেন। শেষ পর্যন্ত তিনি আত্মসমর্পণে বাধ্য হন এবং সুলতানের সামনে তাকে আনা হয়। সুলতান তাকে [[মৃত্যুদন্ড]] দেন। ইউসুফ তৎক্ষণাৎ তার বিষাক্ত ছুরি বের করে সুলতানের উপর হামলা চালান। এর চার দিন পর ১০৭২ সালের ২৫ নভেম্ব আরসালান মৃত্যু বরণ করেন। [[মার্ভ‌|মার্ভে]] তার পিতা [[চাঘরাই বেগ|চাঘরাই বেগের]]ের পাশে তাকে সমাহিত করা হয়। তার সমাধিতে লেখা রয়েছে:
“যারা সুলতান আল্প আরসালান বেগ'র আকাশসম জাকজমক দেখেছ, দেখ, তিনি এখন কালো মাটির নিচে শায়িত...”