স্টপ জেনোসাইড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Eraheem (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Eraheem (আলোচনা | অবদান)
বানান
১ নং লাইন:
'''স্টপ জেনোসাইড''' (গনহত্যা বন্ধকর) [[বাংলাদেশ | বাংলাদেশের]] [[মুক্তিযুদ্ধ|মুক্তিযুদ্ধের]] উপর নির্মিত প্রামান্যপ্রামাণ্য চিত্র। শহীদ বুদ্ধিজীবি বিশিষ্ট চলচ্চিত্রকার [[জহির রায়হান]] [[বাংলাদেশের মুক্তিযুদ্ধ]] চলাকালীন [[১৯৭১]] সালে এই চলচ্চিত্রটি তৈরি করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন [[ভারত|ভারতে]] আশ্রিত মানুষের দুঃখ দুর্দশা, হানাদার পাকিস্তানী বাহিনীর হত্যাযজ্ঞ, ভারতে বাংলাদেশের অস্থায়ী সরকারের দিনকাল এই ছবিতে তুলে ধরা হয়েছিল। এই ছবিটি নিয়ে প্রবাসী সরকারের মধ্যে অনেক মতনৈক্য দেখা যায়। কারণ ছবিটিতে [[শেখ মুজিবুর রহমান|শেখ মুজিবুর রহমানের]] কোন নাম ছিল না। পরে [[তাজউদ্দীন আহমেদ]] সহ অন্যরা পরিস্থিতি সামাল দেন।
 
বাংলাদেশ স্বাধীন হবার পর ভারতের অস্থায়ী সরকারের চলচিত্র বিভাগের এক কর্মকর্তা দেশে ফিরে আসার সময় ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে ছবিটির ফিল্ম আশ্চর্যজনক ভাবে হারিয়ে যায়। ঐ কর্মকর্তার সব জিনিস পত্র ঠিক মত দেশে আসলেও স্টপ জেনোসাইডের ফিল্ম যে ব্যাগে ছিল তা হারিয়ে যায়। পরবর্তিতে ইন্ডিয়ান এয়ারলাইন্স ঐ কর্মকর্তাকে এই মহামুল্যবান সম্পদ খোয়া যাবার খেসারত স্বরূপ ৩০০ রূপির একটি ক্ষতিপূরণ পাঠিয়ে দেয়।