দেবী (২০১৮-এর চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
(সংশোধন)
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন
২৮ নং লাইন:
| আয় =
}}
'''''দেবী: মিসির আলি প্রথমবার''''' ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি [[বাংলাদেশ|বাংলাদেশী]] রহস্যধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক [[হুমায়ূন আহমেদ|হুমায়ূন আহমেদের]] বিখ্যাত [[মিসির আলি]] ধারাবাহিকের ''[[দেবী (উপন্যাস)|একই নামের]]'' প্রথম উপন্যাস থেকে। সরকারী অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=হ‌ুমায়ূনের ‘দেবী’ চলচ্চিত্রে চঞ্চল-জয়া |ইউআরএল=http://www.banglatribune.com/entertainment/news/189115/ |সংবাদপত্র=বাংলা ট্রিবিউন |তারিখ=১৫ মার্চ ২০১৭ |সংগ্রহের-তারিখ=১৩ এপ্রিল ২০১৮}}</ref> চলচ্চিত্রটির প্রযোজক [[জয়া আহসান]] এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা। এতে [[মিসির আলি]] চরিত্রে অভিনয় করেছেন [[চঞ্চল চৌধুরী]] এবং রানু চরিত্রে অভিনয় করেছেন [[জয়া আহসান]]।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=মিসির আলির প্রথম লুকেই চমকে দিলেন চঞ্চল |ইউআরএল=https://www.jagonews24.com/entertainment/news/420831 |সংবাদপত্র=জাগো নিউজ |তারিখ=১৫ মার্চ ২০১৮ |সংগ্রহের-তারিখ=১৩ এপ্রিল ২০১৮}}</ref> এছাড়া অনান্যঅন্যান্য গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন [[লাবণ্য চৌধুরী]] (কিশোরী রানু), [[শবনম ফারিয়া]], [[অনিমেষ আইচ]] ও [[ইরেশ যাকের]]।
 
চলচ্চিত্রটি নির্মাণের অব্যবহিত পূর্বে হুমায়ূন আহমেদের একই উপন্যাসের গুল্প নকল করে তার নাম উল্লেখ না করে তাকে কৃতিত্ব না দিয়ে "ইএসপিঃ একটি রহস্য গল্প" চলচ্চিত্র নির্মাণ করা করা হয়, ফলে এ নিয়ে বাংলাদেশী গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। হুমায়ূন আহমেদের স্ত্রী ও দেবী চলচ্চিত্রের গল্পের সত্ত্বাধিকারী মেহের আফরোজ শাওন ও চলচ্চিত্রের পরিচালক জয়া আহসান অনুমতি না নিয়ে ও কৃতিত্ব না দিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করার প্রতিবাদ জানান।