দ্বিপদ নামকরণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
৩ নং লাইন:
== দ্বিপদ নামকরণ নীতি<ref name=Text-book-of-Bangladesh>''মাধ্যমিক জীববিজ্ঞান''(নবম-দশম শ্রেণী) (অধ্যায়-১; পৃষ্ঠা-৭-৮), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা। সংস্করণ: নভেম্বর ২০১২।।</ref> ==
[[File:Carl von Linné.jpg|thumb|[[কার্ল লিনিয়াস|ক্যারোলাস লিনিয়াস]] (১৭০৭–১৭৭৮), যিনি জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন।|alt=|302x302পিক্সেল]]
# নামকরণে অবশ্যই ল্যাটিন(Latin) শব্দ ব্যবহার করতে হবে।
# বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি [[গণ (জীববিদ্যা)|গণ]]([[Genus]]) নাম এবং দ্বিতীয় অংশটি [[প্রজাতি|প্রজাতির]]([[Species]]) নাম।
# জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক (unique) হতে হয়। কারণ, একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি সম্পূর্ণবা সর্বসম্মতিক্রমে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
# বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে,বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে।
# বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক(Italian) অক্ষরে লিখতে হবে।
# হাতে লেখার সময় গণ ও প্রজাতি নামের নিচে আলাদাআলাদাভাবে আলাদা দাগদাগান্বিত দিতে হবে।
# যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি সৃংগৃহীতসংগৃহীত হবে।
# যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম সনসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে।