বহির্গ্রহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8
Anupamdutta73 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
২ নং লাইন:
[[চিত্র:Brown dwarf 2M J044144 and planet.jpg|thumb|250px|right|[[টুমাস জে০৪৪১৪৪]] একটি [[আদামী বামন]] যার বৃহস্পতি গ্রহের চেয়ে প্রায় ৫-১০ গুণ ভারী একটি সঙ্গী রয়েছে। সঙ্গীটি উপ-বাদামী বামন নাকি গ্রহ তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।]]
[[চিত্র:The Star AB Pictoris and its Companion - Phot-14d-05-normal.jpg|thumb|250px|right|[[এবি পিক্টোরিস]]-এর একটি করোনাগ্রাফিক ছবি যার নিচে বাম কোণায় একটি সঙ্গী দেখা যাচ্ছে, এটি হয় বাদামী বামন নয়তো কোন ভারী গ্রহ। ২০০৩ সালের ১৬ই মে [[ভেরি লার্জ টেলিস্কোপ]] এর NACO যন্ত্র দিয়ে এই উপাত্ত পাওয়া যায়। এবি পিক্টোরিসের উপর ১.৪ আর্কসেকেন্ড ব্যাসের একটি আবরণী মুখোশ দেয়া হয়।]]
'''বহির্গ্রহ''' (ইংরেজি ভাষায়: Exoplanet বা Extrasolar planet) বলতে [[সৌর জগৎ|সৌরজগতের]] বাইরের যেকোন [[গ্রহ|গ্রহকে]] বোঝায়। বাংলায় এদেরকে '''বহিঃসৌরজাগতিক গ্রহ''' বা '''বহির্জাগতিক গ্রহ''' নামেও ডাকা হয়। ১৫ ফেব্রুয়ারিনভেম্বর, ২০১৭২০২১ পর্যন্ত মোট ৩৫৭৭৪,৮৬৪ টি বহির্গ্রহ পাওয়া গেছে যাদের অবস্থান ২৬৮৭৩,৫৯৫ টি গ্রহ জগতে যার মধ্যে ৬০২৮০৩ টি গ্রহ জগতে একাধিক গ্রহ রয়েছে।<ref name="Encyclopaedia">{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ১=Schneider |প্রথমাংশ১=Jean |তারিখ=101 SeptemberNovember 20112021 |শিরোনাম=Interactive Extra-solar Planets Catalog |ইউআরএল=http://exoplanet.eu/catalog.php |কর্ম=The Extrasolar Planets Encyclopedia |সংগ্রহের-তারিখ=20112021-0911-1006}}</ref> জানা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক তারার চারদিকে গ্রহ রয়েছে, যেমন প্রায় অর্ধেক সূর্য-সদৃশ তারার গ্রহ আছে।<ref name=harps2011>[http://arxiv.org/abs/1109.2497 The HARPS search for southern extra-solar planets XXXIV. Occurrence, mass distribution and orbital properties of super-Earths and Neptune-mass planets], M. Mayor, M. Marmier, C. Lovis, S. Udry, D. Ségransan, F. Pepe, W. Benz, J.-L. Bertaux, F. Bouchy, X. Dumusque, G. Lo Curto, C. Mordasini, D. Queloz, N. C. Santos. September 2011</ref> ২০১২ সালের একটি গবেষণায় জানা গেছে যে, আমাদের [[আকাশগঙ্গা]] ছায়াপথের প্রায় ১০০ [[বিলিয়ন]] তারার প্রতিটিতে গড়ে অন্ততপক্ষে ১.৬টি করে গ্রহ আছে।<ref name="Space-20120111">{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ=Wall |প্রথমাংশ=Mike |শিরোনাম=160 Billion Alien Planets May Exist in Our Milky WayGalaxy |ইউআরএল=http://www.space.com/14200-160-billion-alien-planets-milky-galaxy.html |তারিখ=11 January 2012 |প্রকাশক=[[Space.com]] |সংগ্রহের-তারিখ=2012-01-11 }}</ref><ref name="Nature-20120111">{{সাময়িকী উদ্ধৃতি |লেখক=Cassan, A et al |শিরোনাম=One or more bound planets per Milky Way star from microlensing observations |ইউআরএল=http://www.nature.com/nature/journal/v481/n7380/full/nature10684.html |ডিওআই=10.1038/nature10684 |তারিখ=11 January 2012 |সাময়িকী=[[Nature (journal)|Nature]] |খণ্ড=481 |পাতাসমূহ=167–169 |সংগ্রহের-তারিখ=2012-01-11 |বিবকোড = 2012Natur.481..167C }}</ref> সে হিসেবে কেবল আকাশগঙ্গাতেই প্রায় ১৬০ বিলিয়ন তারকাবদ্ধ (তারার মহাকর্ষীয় শক্তিতে আবদ্ধ) গ্রহ থাকার কথা।<ref name="Space-20120111" /><ref name="Nature-20120111" /> অন্যদিকে কোন তারার সাথে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ নয় তথা মহাশূন্যে মুক্তভাবে ভাসমান [[নিঃসঙ্গ গ্রহ|নিঃসঙ্গ গ্রহের]] সংখ্যা আমাদের ছায়াপথেই হতে পারে প্রায় কয়েক [[ট্রিলিয়ন]]। পরিসাংখ্যিকভাবে বলা যায় প্রতিটি প্রধান ধারার তারার জন্য গড়ে ১ লক্ষ মুক্তগ্রহ থাকবে যাদের আকার [[প্লুটো|প্লুটোর]] চেয়ে বড়।<ref>[http://arxiv.org/abs/1201.2687 Nomads of the Galaxy], Louis E. Strigari, Matteo Barnabe, Philip J. Marshall, Roger D. Blandford</ref>
 
অনেক শতাব্দী ধরেই বিজ্ঞানী ও দার্শনিকেরা বহির্গ্রহের সম্ভাব্যতার কথা বিবেচনা করে আসছেন। কিন্তু তাদের সংখ্যা কতো বা সৌরজগতের গ্রহগুলোর সাথে তাদের মিল কতটুকু তা জানার কোন উপায় ছিল না। ঊনবিংশ শতকের শুরু থেকে বেশ কিছু বহির্গ্রহ শনাক্ত করার দাবী উঠে যার সবগুলোই পরবর্তীকালে জ্যোতির্বিজ্ঞানীরা বাতিল করে দিয়েছিলেন। নিশ্চিতভাবে প্রথম বহির্গ্রহ শনাক্ত করা হয় ১৯৯২ সালে, সে বছর [[পিএসআর বি১২৫৭+১২]] নামক [[পালসার|পালসারটির]] চারপাশে বেশ কিছু ভূসদৃশ (টেরেস্ট্রিয়াল) গ্রহ আবিষ্কৃত হয়।<ref name="Wolszczan">{{doi|10.1038/355145a0}}</ref> কোন [[মেইন-সিকোয়েন্স|প্রধান ধারার]] তারাকে আবর্তনকারী প্রথম বহির্গ্রহ শনাক্ত করা হয় ১৯৯৫ সালে, সেটি ছিল পৃথিবীর বেশ কাছে অবস্থিত তারা [[৫১ পেগাসি]] কে চারদিনে একবার আবর্তন করে এমন একটি দানব গ্রহ।<ref name="Encyclopaedia"/> সনাক্তকরণ পদ্ধতির উন্নতির কারণে বহির্গ্র আবিষ্কারের হার তারপর থেকে অনেক বেড়েছে। কিছু বহির্গ্রহের ছবি সরাসরি দুরবিন দিয়ে তোলা সম্ভব হয়েছে যদিও অধিকাংশ বহির্গ্রহই আবিষ্কৃত হয়েছে [[অরীয় বেগ]] বা অন্যান্য পরোক্ষ পদ্ধতিতে।<ref name="Encyclopaedia"/>