আলাপ:কেউটে সাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৫৫ নং লাইন:
"নাগ" থেকে হয়তো Naja এসে থাকবে।
..--[[User: Dr.saptarshi|সপ্তর্ষি]]<sup>([[User talk:Dr.saptarshi|আলাপ]] | [[Special:Contributions/Dr.saptarshi|অবদান]])</sup> ০৯:২৬, ২১ ডিসেম্বর ২০০৯ (UTC)
 
:সপ্তর্ষিদা, দীপকবাবুর ইমেইল রিপ্লাই পেয়েছি। আপনাকে ফরওয়ার্ডও করেছি। তাঁর ভাষ্যমতে, ''Naja kaouthia'', যার ইংরেজি প্রচলিত বা কমন নাম Monocled Cobra, তাকেই বাংলার গ্রাম্য অঞ্চলে '''কেউটে''' বলা হয়। এবং এর সঠিক নাম "Kaouthia" (এটার বাংলা উচ্চারণ কী "কাউঠিয়া"?) এখন আমার মত নিবন্ধটার নাম কেউটে থাক, কারণ উনি বলেছেন "কেউটে" নামের কথা, "কেউটে সাপ" নয়। তাছাড়া শুধু "কেউটে" নামেই সাপটি পরিচিত। নেটে সার্চ দিয়ে আমি শুধু "কেউটে"-ই পাই। ঠিক তেমনই কিন্তু শুধু "গোখরা"; "গোখরা সাপ" আমরা কমই বলি। তাছাড়া উনার ভাষ্যমতে সঠিক নাম "কাউঠিয়া"-তে সরালে তা প্রচলিতকে সমর্থন দেবার ব্যাপারটা থাকবে না, যা অনেকে মনে প্রশ্ন তৈরি করবে, তাই ওটাও আমার মতে বাদ। এ যুক্তি অনুসারে এটা শুধু "কেউটে" থাক।
 
এখন উপরের আলোচনা অনুসারে ইন্ডিয়ান কোবরা সম্পর্কিত বর্ণনা সরিয়ে নেওয়া উচিত, কিন্তু কোন নামে? কোবরা অর্থ গোখরা, এটা কিন্তু গোখরা নামে ইন্ডিয়ান কোবরার বর্ণনা দিলে গোখরা গ্রুপের বর্ণনা কোন নামে দেওয়া হবে? তাছাড়া ইন্ডিয়ান কোবরার বাংলা আমি একটা পেয়েছিও, উপরে উল্লেখ করেছি, '''খড়মপায়া গোখরা'''। এ বিষয়ে মত আশা করছি। &mdash; [[User:Wikitanvir|তানভির]] <big>&bull;</big> [[User talk:Wikitanvir|আলাপ]] <big>&uarr;</big> [[Special:Contributions/Wikitanvir|অবদান]] <big>&darr;</big> ১৩:২২, ২২ ডিসেম্বর ২০০৯ (UTC)
"কেউটে সাপ" পাতায় ফেরত যান।