বহাগ বিহু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AishikBot (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{Infobox Holiday
|image =
|caption = ঢুলীয়ারল লয় রয় ণমণে সঙ্গে [[বিহু নৃত্য]] শিল্পী
|holiday_name = বিহু
|official_name = {{lang-as|বিহু}}
|English name = Bihu
|observedby = [[আসাম|অসমীয়া]]
|date =
|observances =
|type = কৃষিভিত্তিক উৎসব<br />ভারতীয় উৎসব
|significance =
|date2010 =
|date2011 =
}}
{{বিহু}}
২৭ নং লাইন:
# মানুষ বিহু বা চেনেহী বিহু: এক বৈশাখের দিন এই বিহু শুরু হয়। এই বিহুটিকে আপনজন আপনব্যক্তিকে বিহুবান দেন। [[বিহুগীত]], [[হুঁচরি]] গান গেয়ে অতি আনন্দ করেন।
# কুটুম বিহু: বৈশাখের দ্বিতীয় দিনটি কুটুম বিহু। এই দিন মেয়েরা মাকহঁতের ঘরে যায়। ইষ্ট-কুটুম্ব পরস্পর পরস্পরকে আদর এবং সেবা-সত্কার করে।
# মেলা বিহু বা হাট বিহু: এই বিহুর দিন পথের মধ্যে একটি গাছকে প্রতীক হিসাবে নিয়ে তার নিচে গাভরুরা বিহু নাচে। গাছ জোপা থেকে বিহুবান, [[তামোল-পাণ]] ইত্যাদি শুরু করে। শিমলুগুড়ি, নাহরকটীয়া, টেঙাখাট ইত্যাদি অঞ্চলে এই বিহু দেখা যায় ।যায়।
# চেরা বিহু বা এরা বিহু: বহাগ বিহুতে ডেকা-গাভরু নেচে-বেগে ভাগরে পড়ে এবং সপ্তম দিন অতি আদরের বিহুটির সমাপ্তি ঘটায়। সেই দিন [[বিহুবান]]গুলি আবার ধুইফে বিহুকে বিদায় দেন।
 
===গরু বিহু===
{{মূল|গরু বিহু}}
প্রথম বিহুটির নাম গরু বিহু।<ref name="festivalsofindia.in">{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://www.festivalsofindia.in/bihu/Rongali_Bihu.aspx | শিরোনাম=Rongali Bihu Celebration | প্রকাশক=Pan India Internet Private Limited (PIIPL) | কর্ম=festivalsofindia.in | সংগ্রহের-তারিখ=2013-04-13 | আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20130415000630/http://www.festivalsofindia.in/bihu/Rongali_Bihu.aspx | আর্কাইভের-তারিখ=২০১৩-০৪-১৫ | অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> এই দিন গরুর শিঙে তেল দিয়ে ধুইয়ে লাউ-বেগুন খাওয়ায় এবং তাকে মালাও পরায়৷পরায়। গ্রামের সব গরু কাছের নদী , বিল বা অন্য কোনো স্থানে নিফে সকলে গরু ধুইয়ে এবং নিচের গীতটি গেয়ে গেয়ে দীঘলতী, [[মাখিয়তী]] ইত্যাদি গাছের ডালের বলাই
[[File:Rhynchostylis gigantea of Assam.jpg|thumb|কপৌ ফুল]]
<blockquote>
দীঘলতির দীঘল পাত, গরু বলাওঁ জাত জাত৷ জাত।<br>
মার ছোট বাপের ছোট, তই হবি বর গরু৷ গরু।<br>
লাও খা বেঙেনা খা, বছরে বছরে বাঢ়ি যা । যা।<br>
</blockquote>
 
সেদিনই মানুষ মাস, হলদি, আমর মল এবং দৈবজ্ঞের আগে দিয়ে যাওয়া সর্বৌষধিতে গা ধোয়। এইমতো গা ধুলে অপায়-অমঙ্গল দূর হয় বলে বিশ্বাস করা হয়৷হয়। দুপুরের নামঘরে নাম-কীর্তন করা হয়। গোধূলিতে গরুকে নতুন পঘা দেয় এবং নাড়ু পিঠা খাওয়ায়।<ref name="festivalsofindia.in" />
 
=== মানুষ বিহু ===
{{মূল|মানুষ বিহু}}
দ্বিতীয় দিন বর বিহু বা মানুষের বিহু।<ref name="festivalsofindia.in" /> সেদিনও নামঘরে সামূহিকভাবে নাম-কীর্তন করা হয়৷হয়। সাধারণত বর বিহুর দিন বিহুবান নেওয়া হয়। এই বিহুবান নিজের সঙ্গে পরিবারের অন্যান্য ইষ্ট-কুটুম্ব এবং কাছের ব্যক্তিকেও দেয়া হয়। এও এক ধরনের পরম্পরা৷পরম্পরা। ব'হাগ বিহুতে খাওয়া-বোবাত রং-ধামালির ওপর বেশি গুরত্ব দেয়া হয়৷হয়। ডেকা-ডেকারীরা বিহু-উৎসব তৈরি করে [[বিহুগীতি]], [[বিহু নাচ]], [[হুঁচরি]], নানা রকমের খেলাধুলার ব্যবস্থা করে। সঙ্গে মানুষের ঘরে ঘরে গিয়ে [[হুঁচরি]] গেয়ে গৃহস্থকে আর্শীবাদ দেয়। অন্যদিকে কোনো কোনো স্থানে শেন-কনুবার যুদ্ধ, [[মোহ যুদ্ধ]], [[কণী যুদ্ধ]] ইত্যাদি খেলাধূলারওখেলাধুলারও ব্যবস্থা আছে।
 
=== রাতি বিহু ===
৫২ নং লাইন:
===জেং বিহু===
{{মূল|জেং বিহু}}
এই বিহু নৃত্য এবং গীতি কেবল মহিলাদের দ্বারা পরিবেশন করা হয়৷হয়। আগে গ্রামে মহিলারা এমন বিহু নৃত্য পরিবেশন করাতে তার চারদিকে বাঁশের কিছু "জেং" গুজে নিতেন৷নিতেন। সেজন্য পরে একে "জেং বিহু" বলে নামকরণ করা হয়৷হয়। একে '''গাছ তলার বিহু''' বলেও পরিচিত৷পরিচিত।
 
==তথ্যসূত্র==