এড হ্যারিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
লিঙ্কের পরামর্শ: ২টি লিঙ্ক যুক্ত করা হয়েছে।
ট্যাগ: পুনর্বহালকৃত দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা নবাগতদের কাজ পরামর্শ: লিঙ্ক যুক্ত করা
মো. মাহমুদুল আলম (আলাপ)-এর করা 1টি সম্পাদনা বাতিল। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
২০ নং লাইন:
'''এডওয়ার্ড অ্যালেন হ্যারিস''' ({{lang-en|Edward Allen Harris}}; জন্ম: ২৮ নভেম্বর ১৯৫০)<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Ed Harris |ইউআরএল=https://www.biography.com/people/ed-harris-9542135 |ওয়েবসাইট=বায়োগ্রাফি |প্রকাশক=এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস |সংগ্রহের-তারিখ=২৮ ফেব্রুয়ারি ২০১৯ |ভাষা=en-us |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20180917065158/https://www.biography.com/people/ed-harris-9542135 |আর্কাইভের-তারিখ=১৭ সেপ্টেম্বর ২০১৮ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> হলেন একজন মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ''অ্যাপোলো থার্টিন'' (১৯৯৫), ''[[দ্য ট্রুম্যান শো]]'' (১৯৯৮), ''[[পোলক]]'' (২০০০), ও ''[[দি আওয়ার্স (চলচ্চিত্র)|দি আওয়ার্স]]'' (২০০২) চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং চারটি [[একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন। এছাড়াও তিনি অসংখ্য চলচ্চিত্র প্রধান ও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ''দ্য রাইট স্টাফ'' (১৯৮৩), ''দ্য অ্যাবিস'' (১৯৮৯), ''স্টেট অব গ্রেস'' (১৯৯০), ''গ্লেনগারি গ্লেন রস'' (১৯৯২), ''নিক্সন'' (১৯৯৫), ''দ্য রক'' (১৯৯৬), ''স্টেপমম'' (১৯৯৮), ''[[আ বিউটিফুল মাইন্ড (২০০১-এর চলচ্চিত্র)|আ বিউটিফুল মাইন্ড]]'' (২০০১), ''এনিমি অ্যাট দ্য গেটস্‌'' (২০০১), ''আ হিস্ট্রি অব ভায়োলেন্স'' (২০০৫), ''গন বেবি গন'' (২০০৭), ''স্নোপিয়ের্সার'' (২০১৩), এবং ''[[মাদার (২০১৭-এর চলচ্চিত্র)|মাদার]]'' (২০১৭)। তিনি ''পোলক'' (২০০০) ও পশ্চিমা ধাঁচের ''অ্যাপালুসা'' (২০০৮) চলচ্চিত্র পরিচালনা করেন।
 
টেলিভিশনে হ্যারিস মিনি ধারাবাহিক ''এম্পায়ার ফলস্‌'' (২০০৫)-এ [[মাইলস]] রবি ও টেলিভিশন চলচ্চিত্র ''গেম চেঞ্জ'' (২০১২)-এ সিনেটর [[জন ম্যাককেইন]] চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন, দ্বিতীয় কাজটির জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে [[গোল্ডেন গ্লোব পুরস্কার]] অর্জন করেন। তিনি ২০১৬ সাল থেকে [[এইচবিও]]র বিজ্ঞান কল্পকাহিনিমূলক ধারাবাহিক ''ওয়েস্টওয়ার্ল্ড''-এ কাজ করছেন, এই কাজের জন্য তিনি একটি [[প্রাইমটাইম এমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন।
 
==তথ্যসূত্র==