টম আর্মিটেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন
লিঙ্কের পরামর্শ: ৪টি লিঙ্ক যুক্ত করা হয়েছে।
৭৬ নং লাইন:
১৮৭৫ সালে কাউন্টি ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি। নয় খেলায় ৭.৫৯ গড়ে ২২ উইকেট তুলে নেন। তন্মধ্যে ডার্বিশায়ারের বিপক্ষে ৭/২৭ পান।
 
নিজের প্রথম চারটি অর্ধ-শতকের সন্ধান পান। [[সারে কাউন্টি ক্রিকেট ক্লাব|সারের]] বিপক্ষে করেন অপরাজিত ৬৮ রান।
 
১৮৭৬ সালে ১২ খেলায় অংশগ্রহণ করেন ও ৪৫ উইকেট দখল করেন। আন্ডারআর্ম বোলিং করে সারের বিপক্ষে ১৩/৪৬ পান। [[মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব|মিডলসেক্সের]] বিপক্ষে নিজস্ব প্রথম-শ্রেণীর সর্বোচ্চ ৯৫ রানের [[ইনিংস]] উপহার দেন তিনি।
 
== ইতিহাসের প্রথম টেস্ট ==
৯১ নং লাইন:
 
== ব্যক্তিগত জীবন ==
২১ সেপ্টেম্বর, ১৯২২ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের [[শিকাগো|শিকাগোর]] পুলম্যান এলাকায় ৭৪ বছর বয়সে তার দেহাবসান ঘটে।
 
নিজনাম টম নামে আর্মিটেজের এক নাতি ছিল। ঐ টম পেশাদার ফুটবলার হিসেবে শেফিল্ড ওয়েনসডে এফ.সি.র পক্ষে খেলতো। ১৯২৩-এর নববর্ষের প্রাক্কালে কয়েকদিন পূর্বে পিচে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আরেক নাতি লেন আর্মিটেজ পেশাদার ফুটবলার ছিলেন।<ref name="wiganborough">{{বই উদ্ধৃতি |শিরোনাম=Wigan Borough in the Football League: A Complete Record and Who's Who 1921–1931 |শেষাংশ=Dykes |প্রথমাংশ=Garth |বছর=2011 |প্রকাশক=Tony Brown |অবস্থান= |আইএসবিএন=978-1-905891-53-5}}</ref>