আলাপ:স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩৭ নং লাইন:
==== সমর্থন ====
==== বিরোধিতা ====
নিবন্ধের শুরুতেই বলে দেওয়া হয়েছে এটি '''বাংলাদেশের স্বাধীনতা লাভের অব্যবহিত পরে দেশ পুনর্গঠনমূলক কর্মকাণ্ড সম্পর্কে। উত্তর (১৯৭১ থেকে অদ্যাবধি) বাংলাদেশের ইতিহাসের জন্য [[স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাস]] রয়েছে।'''
নিবন্ধটি আমি আলাদা করে বানিয়েছিলাম যখন আমরা [[শেখ মুজিবুর রহমান]] পাতাকে নির্বাচিত নিবন্ধ মানে উন্নীত করছিলাম। তার পর থেকে আমি, আদিব তাছাড়া আরো কয়েকজন নিবন্ধকে এমনভাবে সাজিয়েছি যে এটা বঙ্গবন্ধুর জীবনী হিসেবে নেই; এটা বঙ্গবন্ধুর পরিচালিত '''দ্বিতীয় বিপ্লব''' খ্যাত বাংলাদেশ পুর্নগঠন কার্যক্রমের নিবন্ধ হিসেবেই আছে। যদি আপনার এখনও মনে হয় এটা বঙ্গবন্ধুর জীবনী তাহলে হয় আপনার দৃষ্টিকোণ আলাদা, নয়তো ২০১০ থেকে সব জায়গায় মুজিবুর রহমানের কথা শুনতে শুনতে একঘেয়ে হয়ে এমন লাগছে। তবে আমি সবাইকেই স্বাগত জানাচ্ছি নিবন্ধ পরিচ্ছন্ন করতে। তবে কেউ যদি প্রশ্ন করেন, এখানে মুজিবের কথা কেন বেশি আসছে?
উত্তরটাও সিম্পল- কারণ, মুজিব এই কার্যক্রম পরিচালনা করেছে। আর শেখ মুজিবের ব্যক্তিগত তথ্য এখানে নেই। উনি রাষ্ট্রপ্রধান হিসেবে যেসব সিদ্ধান্ত নিয়েছেন তাই বাংলাদেশের সিদ্ধান্ত এবং ইতিহাস গঠনকারী তথ্য। আর এখানে সেসবই আছে।
এবার বলি, স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাস থাকা উচিত কেন? দেখুন বাংলাদেশ শাসন আমলে শেখ মুজিব সর্বাগ্রে এলেও তিনিই একনাত্র নন। ১৯৮০-৯০, ২০০০-১০-২০ এ অনেক ঘটনা ঘটছে যা আগামীর জন্য ইতিহাস। সেগুলো থাকবে স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাস নিবন্ধে। এমনকি ৭০ এর ইতিহাসও সেখানে থাকবে। কিন্তু সে ইতিহাসের দ্বিতীয় বিপ্লব পার্টটাই আমাদের এই নিবন্ধের আলোচ্য বিষয়। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে।[[User:Ruhan|<font face="Serif"><span style="font-weight:bold;color:Black;text-shadow:2px 2px 45px black">—RuHan</span></font>]] <sup>[ [[User talk:Ruhan|<span style="color:gray">Talk</span>]] ]</sup> ১১:৫৪, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)
 
==== মন্তব্য ====
"স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন" পাতায় ফেরত যান।