আগারগাঁও: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
SNAFIS (আলোচনা | অবদান)
সংশোধন, সম্প্রসারণ
Aishik Rehman (আলোচনা | অবদান)
SNAFIS-এর সম্পাদিত সংস্করণ হতে Hasan muntaseer-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
১ নং লাইন:
[[File:Pksf-bhaban.jpg|thumb|pksf ভাবন]]
'''আগারগাঁও''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] রাজধানী [[ঢাকা|ঢাকার]] একটি স্থান।
 
বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাকে হয়ত কোন না কোন প্রয়োজনে নির্বাচন কমিশনের অফিস বা পাসপোর্ট অফিসে যেতে হয়েছে। আবার গণভবন বা জাতীয় সংসদ ভবনের নাম শুনেননি এমন বাংলাদেশী পাওয়াও দুষ্কর। এমন সব বিখ্যাত, সদা ব্যস্ত, প্রয়োজনীয় ভবন, স্থাপনা এবং অফিস নিয়েই গড়ে উঠেছে সমগ্র আগারগাঁও আর শের-ই-বাংলা এলাকাটি। শের-ই-বাংলা নগরকে নিয়ে বিষদ পরিকল্পনা করেছিলেন পৃথিবীর বিখ্যাত স্থপতি, জাতীয় সংসদ ভবনের নকশাপ্রণেতা লু-আই কান। এই এলাকায় আছে দেশবিখ্যাত সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ কিংবা শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষাপ্রতিষ্ঠান। আছে শিশুমেলা, মুক্তিযুদ্ধ জাদুঘর, বি.সি.এস কম্পিউটার সিটি (আইডিবি ভবন), পঙ্গু হাসপাতালের মত স্থাপনা। বেশিরভাগই সরকারী অফিস, প্রতিষ্ঠান, কোয়ার্টার বা স্থাপনা হলেও আগারগাঁও তালতলাসহ বেশ কিছু স্থানে আছে চমৎকার আবাসন সুবিধা।
 
== আবাসিক এলাকা ==
বেশ কিছু দরকারী প্রতিষ্ঠান হাতের কাছে থাকায় এবং চমৎকার লোকেশনে হওয়াতে আবাসিক এলাকা হিসেবে এই এলাকার একটি অন্যরকম চাহিদা রয়েছে। এই এলাকার ভেতরেই মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অবস্থিত। পুরো গণভবন, সংসদ ভবন চন্দ্রিমা উদ্যান এবং শের-ই-বাংলা নগর এলাকা কোন আবাসিক না হলেও আগারগাঁও, তালতলা প্রভৃতি স্থানে পাওয়া যায় বেশ কিছু আবাসিক ভবনের খোঁজ। আছে সরকারী কলোনী এবং কোয়ার্টারও। সরকারী জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সও অবস্থিত আগারগাঁতেই।
 
== যোগাযোগব্যবস্থা ==
এ এলাকার বেশিরভাগ স্থাপনাই অত্যন্ত ব্যস্ত ও জনসমাগমপূর্ণ হওয়ায় উন্নত যোগাযোগব্যবস্থা লক্ষ্য করা যায়। সংসদ ভবনের এক পাশে আছে সুপ্রশস্থ মানিক মিয়া এভিনিউ আর অন্য পাশে লেক রোড, যেটি চন্দ্রিমা উদ্যান আর সংসদ ভবনের মাঝে অবস্থিত। পূর্ব দিকে প্রায় পুরো অংশ জুড়েও আছে বেগম রোকেয়া সরণী যা থেকে পশ্চিমে আড়াআড়ি বের হয়ে গিয়েছে দুটি সড়ক। একটি বাণিজ্য মেলার মাঠের সামনে দিয়ে বীর উত্তম খালেদ মোশাররফ সরণী অন্যটি আগারগাঁও মোড় থেকে শিশুমেলা পর্যন্ত সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক। প্রতিটি রাস্তাই ঢাকা শহরের অন্যতম ব্যস্ত রাস্তা। আবার পশ্চিম দিকে আছে মিরপুরের সাথে সংযুক্ত ৬০ ফিট রোড। আর এগুলো দিয়ে চলচল করে ইন্টারসিটি বাস থেকে শুরু করে সব ধরণের যন্ত্রচালিত যানবাহন। তাই ঢাকা শহরের যে কোন স্থানে পৌঁছানোর জন্য ট্রান্সপোর্ট পাওয়া যায় খুব সহজেই। আর এলাকার অভ্যন্তরে চলাচলের জন্য রিকশা ও আছেই।[[File:Pksf-bhaban.jpg|thumb|pksf ভাবন]]
==শিক্ষা==
এখানে ''শেরেবাংলা সরকারী বালক বিদ্যালয়'' নামে একটি [[মাধ্যমিক বিদ্যালয়]] অবস্থিত, যেটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে।২০০৮ সালে এখানে উচ্চ মাধ্যমিক চালু হয়।<ref>{{সংবাদ উদ্ধৃতি |লেখক=Siddiqur Rahman Khan |শিরোনাম=Admission to 24 govt schools in capital Jan 29, 31 |ইউআরএল=http://www.newagebd.com/2008/jan/26/met.html |কর্ম=New Age Metro |তারিখ=January 26, 2008 |সংগ্রহের-তারিখ=2008-02-15 |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20080131131552/http://www.newagebd.com/2008/jan/26/met.html# |আর্কাইভের-তারিখ=২০০৮-০১-৩১ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
 
== উল্লেখযোগ্য স্থাপনা ==
* [[স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর]]
* [https://youths.biz ক্রিয়েটিভ ইউথস (Creative Youths)]
*[[স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর]]
* [[সমাজসেবা অধিদপ্তর]]
* বন ভবন