উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
MdsShakil (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Ferdous (আলোচনা | অবদান)
৪৯১ নং লাইন:
* {{মন্তব্য}} সমস্যাগুলো বাদ দিলে এই ব্যবহারকারী যে নিবন্ধগুলো শুরু করেন, সেগুলো বেশ বড় ও তথ্যসমৃদ্ধ করেন। উনি বলেছেন, যেহেতু উনি ইসলামি পরিমণ্ডলে বসবাস করেন তাই এই সম্পর্কিত নিবন্ধগুলোই উনি তৈরি করেন। আসলে একজন ব্যক্তির যে বিষয়ে বেশি জানাশোনা সেই বিষয়েই নিবন্ধ তৈরি করা উচিত। এতে নিবন্ধের মান ভালো হয়। তবে ব্যবহারকারী যেহেতু নিরপেক্ষতা ও স্বার্থের সংঘাত এড়াতে পারছেন না তাই আমার প্রস্তাব- তাঁকে {{সবুজ|দেওবন্দ সম্পর্কিত নিবন্ধগুলো সম্পাদনা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হোক। পাশাপাশি শুধু <code>suppressredirect</code> যুক্ত অধিকারগুলো অথবা সব অধিকার অপসারণ}} করা হোক। বাধা প্রদানের মতো গুরু শাস্তির বিরোধিতা করছি। — <span style="font-family:Arial; font-weight:bold;">[[User:Yahya|<span style="color:black;">ইয়াহিয়া</span>]] ([[User talk:Yahya#top|<span style=" color: #360;">আলাপ</span>]] • [[Special:Contributions/Yahya|<span style="color: #306;">অবদান</span>]])</span> - ০৮:৫৭, ১ অক্টোবর ২০২১ (ইউটিসি)
* {{মন্তব্য}} ব্যবহারকারীর বিরুদ্ধে আলোচনায় সবচেয়ে বড় অভিযোগটি আমিই করেছিলাম, সেজন্য মনে হতে পারে আমি ব্যবহারকারীর প্রতি বিদ্বেষ পোষণ করি কিংবা, আফতাব ভাই যেমন মনে করছেন, আমি/আমরা উনাকে উইকিপিডিয়ার বাইরে নিয়ে আসতে চাই। সত্যি বলতে, ব্যক্তিগতভাবে আমি কখনোই চাইবো না একজন নিবেদিতপ্রাণ উইকিপিডিয়ান হারিয়ে যান। মূল আলোচনায় ব্যবহারকারীর জন্য সংশোধনীমূলক কিছু শাস্তির প্রস্তাব করেছিলাম। এক বা দুই সপ্তাহ কিংবা মাসের বাধা এক্ষেত্রে যথেষ্ট ছিল; কিন্তু এক বছরের সাজা, আমারও মতে, অনেক বেশি হয়ে যায়। তবে স্পষ্টত ব্যবহারকারী ধর্মীয় পরিমণ্ডলে তাঁর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখত্র পারছেন না। উপরন্তু একাধিক ব্যবহারকারী এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তাই [[WP:BAN|নিষিদ্ধকরণ নীতি]] অনুসারে ইয়াহিয়া ভাইয়ের প্রস্তাবে আমার সমর্থন প্রদান করছি। অর্থাৎ '''শুধু <code>suppressredirect</code>-যুক্ত অধিকার অপসারণ এবং ইসলাম সংক্রান্ত নিবন্ধে ব্যান করা হোক।''' — [[ব্যবহারকারী:Meghmollar2017|Meghmollar2017]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ১১:৫৪, ১ অক্টোবর ২০২১ (ইউটিসি)
*:এখানে একটা বিষয় হল, তার মূল কাজের এলাকা বা বিষয় হল ইসলাম। তাকে আমি ইসলাম সম্পর্কিত নিবন্ধের বাইরে খুব কম কাজ করতে দেখেছি। ইসলাম বিশাল বড় একটি ক্ষেত্র, ফলে সাধারণভাবে ইসলাম সংক্রান্ত নিবন্ধ সম্পাদনা থেকে বাধা না দিয়ে, উপরে ইয়াহিয়া ভাইয়ের প্রস্তাবটি বেশি ভালো: ইসলামি নিয়ে কাজ করতে পারবে তবে সাময়িকভাবে (৩ মাস, ৬ মাস, আমি জানি না মাস) দেওবন্দ সম্পর্কিত নিবন্ধগুলো নিয়ে না। -- &nbsp;[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৫:৪০, ১ অক্টোবর ২০২১ (ইউটিসি)
*:{{মন্তব্য}} অনেকেই মনে হয় আমাকে ভুল বুঝছেন। আমার প্রস্তাব নির্দিষ্ট একটি কারনে নয়। আগেই বলেছি দীর্ঘ সময়ের পর্যবেক্ষণের আলোকেই আমি প্রস্তাব দিয়েছি। যাইহোক ইয়াহিয়া ভাইয়ের প্রস্তাব আমারও ভালো লেগেছে। এটি বিবেচনা করা যেতে পারে। ওয়াইস আল করনি ইসলাম সম্পর্কিত নিবন্ধে কাজ শুরু করলে আমি বরং তাকে স্বাগতই জানাব। উনাকে ইসলামের মৌলিক বিষয় নিয়ে খুব কমই কাজ করতে দেখেছি। শুধু দেওবন্দ বা অন্য যেকোন কিছু কাজ করলেও সমস্যা ছিল না। কিন্তু তার সম্পাদনায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির খুব অভাব লক্ষ্য করেছি। আমি চাইব উনি আগামী ১ বছর দেওবন্দ বা জীবনী ও প্রতিষ্ঠান সম্পর্কিত নিবন্ধগুলো সম্পাদনা বিরতি নিয়ে বরং অন্যান্য বিষয়ে মনযোগ দিন। যাতে ধীরে ধীরে উইকিপিডিয়ার মূলনীতি সম্পর্কে উনার ধারণা পরিষ্কার হয়। যদি সেটি না করতে পারেন তাহলে বাধা দেয়া ছাড়া কোন বিকল্প থাকবে না।--[[ব্যবহারকারী:RockyMasum|মাসুম-আল-হাসান]] ([[ব্যবহারকারী আলাপ:RockyMasum|আলাপ]]) ১৪:১৩, ৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)
* {{মন্তব্য}} ব্যবহারকারীকে বাধাপ্রদানের প্রস্তাবে একমত নই। দেওবন্দ সম্পর্কিত নিবন্ধগুলো সম্পাদনা করা থেকে সাময়িক [[WP:প্রসঙ্গ নিষেধাজ্ঞা|প্রসঙ্গ নিষেধাজ্ঞার]] পাশাপাশি শুধু <code>suppressredirect</code> যুক্ত অধিকারগুলো অথবা সব অধিকার অপসারণ করা হোক —[[ব্যবহারকারী:MdsShakil|শাকিল]] ([[ব্যবহারকারী আলাপ:MdsShakil|আলাপ]] <b>·</b> [[বিশেষ:অবদান/MdsShakil|অবদান]]) ১৭:৪৩, ১ অক্টোবর ২০২১ (ইউটিসি)
 
* {{মন্তব্য}} একজন সক্রিয় ব্যবহারকারী উইকিপিডিয়ার অঙ্গন থেকে হারিয়ে যাক এ আমরা নিশ্চয়ই স্বপ্নেও ভাবতে পারবোনা। কিন্তু যখন অনলাইন এ-ই বিশ্বকোষের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যখন প্রশ্নবিদ্ধ হয় তখন গলা ছেড়ে তার পক্ষে দাঁড়াতেও পারিনা। নিরপেক্ষতার ব্যাপারে যদি শতভাগ নিয়ম মানতে পারে তবে তাকে শুধুমাত্র সম্পাদনার সুযোগ দেওয়ার ব্যাপারে আমি একমত। অন্যান্য অধিকার খর্ব করা হোক। কিছুটা শাস্তি তাকে পেতেই হবে। তবে তার উচিত হবে যেসব টপিকসে কাজ করে সে প্রশ্নবিদ্ধ সে টপিকস গুলো থেকে বিরতি নিয়ে অন্য বিষয় নিয়ে কাজ করা। আরেকটা ব্যাপারে আমি আলোকপাত করতে চাই যদি কোন ব্যাপার দোষের হয় আর অভিজ্ঞদের কেউ সেই দোষের দায়ভার নিজের উপর নেয় তবে তার জন্যেও কিছুটা শাস্তি বরাদ্দ রাখা উচিত। তাতে লাফিয়ে পড়ে কেউ দায় নেবেনা। বরঞ্চ নিজেদের প্রতিটি পদক্ষেপে তারা আরো বেশী সচেতন থাকবে। স্বেচ্ছাচারের কোন সুযোগ থাকবেনা। সবার সম্মিলিত সিদ্ধান্ত আর উদ্যোগে এগিয়ে যাক আমাদের বাংলা উইকিপিডিয়া। [[ব্যবহারকারী:Ferdous|— <span style="color:red">ফের</span><span style="color:Darkgreen">দৌস</span>]] • ০৯:১৬, ১৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)
 
=== আফতাবুজ্জামানের প্রতি ===