শিশু যৌনবৃত্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সূচনাংশ স্পষ্টীকরণ
তথ্যসূত্র যোগ
১ নং লাইন:
'''দেহব্যবসায়ে শিশু''' বলতে [[সম্মতি বয়স|সম্মতির]] আইনি বয়সের চেয়ে কম বয়সী কোনও বালক বা বালিকার অর্থের বিনিময়ে যৌনকর্মে অংশগ্রহণ বোঝায়। বেশীরভাগ ক্ষেত্রে দেহব্যবসায় যেমন আইনগতভাবে নিষিদ্ধ, তেমনি শিশুদের দেহব্যবসাও অবৈধ। বিশেষ করে দেহব্যবসায়ে শিশুদের ব্যবহার একটি [[দণ্ডনীয় অপরাধ]] বলে বিবেচিত। দেহব্যবসায়ে শিশুদের ব্যবহার এদের যৌনশোষণের একটি পন্থা। কার্যত, সারা পৃথিবী জুড়ে দেহব্যবসায়ীদের একটি অংশ বয়সের মাপে শিশু।
 
ঐতিহাসিকভাবে দেহব্যবসায়ে প্রধানেত নারীশিশুরাই জড়িত। কিন্তু সারা পৃথিবীতেই কিছু কিছু ক্ষেত্রে পুরুষশিশুও অর্থের বিনিময়ে দেহব্যবসায় করে থাকে। পৃথিবীর বহুমানুষ [[শিশুকামী]]। তাদের চাহিদার যোগান দিতেই দেহব্যবসায়ে শিশুদের অংশগ্রহণ। দেহব্যবসায়ে শিশুদের ব্যবহার একদিতে শিশুদের [[শিশু অপহরণ|অপহরণ]] ও [[যৌন উদ্দেশ্যে মানব পাচার|পাচার]]<ref>[https://www.wiley.com/en-al/Children+in+the+Global+Sex+Trade-p-9780745629285 Children in the Global Sex Trade]</ref>, অন্যদিকে [[শিশু পর্নোগ্রাফি|শিশু পর্নোগ্রাফির]] বিকাশে সম্পৃক্ত।<ref>[https://www.justice.gov/criminal-ceos/child-sex-trafficking Child Sex Trafficking]</ref> [[যৌনব্যবসায়|যৌনব্যবসায়ে]] শিশুদের ব্যবহার করে এদের শোষণ করাই সংশ্লিষ্ট ব্যক্তিদের মূল উদ্দেশ্য। দরিদ্র ও অভিভাবকহীন শিশুরা বেঁচে থাকার প্রয়োজনে দেহব্যবসায়ে লিপ্ত হয়ে পড়ে। একই কারণে এরা পর্নোগ্রাফিতে অভিনয় করে। যে দেশ বা শহর দেহব্যবসায়ে শিশুদের ব্যবহারের জন্য প্রসিদ্ধ, শিশুকামীরা ঐসব দেশে ভ্রমণ করে থাকে।<ref>[https://www.threerivers.gov.uk/egcl-page/child-sexual-exploitation Child Sexual Exploitation]</ref>
 
গবেষণায় দেখা গেছে যে, বিশ্বব্যাপী প্রায় ১০ কোটি শিশু দেহব্যবসায়ে সাথে জড়িত থাকতে পারে। এই প্রথাটি [[দক্ষিণ আমেরিকা]] এবং [[এশিয়া|এশিয়ায়]] সর্বাধিক বিস্তৃত, কিন্তু শিশুদের পতিতাবৃত্তি বিশ্বব্যাপী বিদ্যমান।{{Sfn|Lim|1998}} অনুন্নত দেশগুলির পাশাপাশি উন্নত দেশেও এই সমস্যা বিদ্যমান। {{Sfn|Jaffe|Rosen|1997}} ব্যবসার ক্ষেত্রে অল্প বয়সী ছেলেদের সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও পতিতাবৃত্তির সাথে জড়িত শিশুদের অধিকাংশই মেয়ে।
 
জাতিসংঘের সকল সদস্য দেশ শিশু অধিকার সংক্রান্ত কনভেনশন অথবা শিশু বিক্রয়, দেহব্যবসায়ে শিশুদের ব্যবহার, এবং শিশু পর্নোগ্রাফি সম্পর্কিত ঐচ্ছিক প্রোটোকলের অধীনে শিশুদের দেহব্যবসায় নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রথা বন্ধ করার চেষ্টা করার জন্য বিভিন্ন প্রচারণা এবং সংগঠন তৈরি করা হয়েছে।<ref>[https://ec.europa.eu/home-affairs/policies/internal-security/child-sexual-abuse_en Legal framework to protect children]</ref>
 
== সংজ্ঞা ==