আলাপ:কেউটে সাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
৭ নং লাইন:
 
একটা প্রশ্ন থেকে যায়, তা হচ্ছে '''কেউটে''' কী '''গোখরা'''রই অপর নাম? তাহলে এটি গোখরাতে রিডিরেক্ট করতে হবে। আর যদি ইন্ডিয়ান কোবরা (''N. naja'')-এর বাংলা কেউটে হয় (যেমনটি নিবন্ধে লেখা হয়েছে), তবে এটি আলাদা ভুক্তিই হবে। Indian Cobra-এর বাংলা আমার জানা নেই। দয়া করে ব্যাপারটা কেউ জানলে জানান। আমি আপাতত Indian Cobra ধরে ইনফোবক্স যোগ করছি। &mdash; [[User:Wikitanvir|তানভির]] <big>&bull;</big> [[User talk:Wikitanvir|আলাপ]] <big>&uarr;</big> [[Special:Contributions/Wikitanvir|অবদান]] <big>&darr;</big> ১১:১৬, ১৮ ডিসেম্বর ২০০৯ (UTC)
 
:বাংলা একাডেমী'র বাংলা অভিধানে কেউটেকে বলেছে cobra, যার বাংলা গোখরা, সুতরাং কেউটে = গোখরা। অর্থাৎ ভুক্তিটি পুনর্নির্দেশিত হওয়া উচিত। সমসদ বাংলা অভিধানে বলছে কেউটে = krait; অর্থাৎ পুরা আলাদা গণ ''Bungarus'', ([[শাঁখামুঠি]]-এর গণ)। এখন বেশিরভাগ স্থানেই কেউটে এবং গোখরা আলাদা সাপ। আচ্ছা কাল কেউটে = Indian Cobra? মনে হচ্ছে এই নিবন্ধটির আলাদা থাকলে Bungarus গণের বিবরণ দেওয়া উচিত। &mdash; [[User:Wikitanvir|তানভির]] <big>&bull;</big> [[User talk:Wikitanvir|আলাপ]] <big>&uarr;</big> [[Special:Contributions/Wikitanvir|অবদান]] <big>&darr;</big> ১১:৪৮, ১৮ ডিসেম্বর ২০০৯ (UTC)
"কেউটে সাপ" পাতায় ফেরত যান।