৪,৫৪৯টি
সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা |
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা |
||
[[চিত্র:Zodiacal Glow Lightens Paranal Sky.jpg|থাম্ব|[[রাতের আকাশ]]ে ক্ষীণ ও পরিব্যাপ্ত দ্যুতির যে [[কক্ষপথীয় আলো]] (Zodiacl light) বা [[নকল ভোর]] দেখতে পাওয়া যায় তা আসলে [[সৌরজগত]]ের [[ধ্রুব সমতল]] ব্যাপি ছড়িয়ে থাকা [[আন্তঃগ্রহীয় ধূলার মেঘ|আন্তঃগ্রহীয় ধূলা]]র দ্বারা [[রোদ|সূর্যালোকের]] [[কণার দ্বারা বিক্ষেপণ|বিক্ষেপণ]] থেকে উদ্ভূত হয়।<ref>{{cite news |url=http://www.eso.org/public/images/potw1348a/ |title=Zodiacal Glow Lightens Paranal Sky |work=ESO Picture of the Week |publisher=[[European Southern Observatory]] |access-date=2 December 2013}}</ref>]]
যখন কোন বিকিরণ কেবল একটি স্থানীয় বিক্ষেপণ কেন্দ্র দ্বারা বিক্ষিপ্ত হয় তখন একে ''একক বিক্ষেপণ'' বলা হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিক্ষেপণ কেন্দ্রগুলো একসাথে দলবদ্ধভাবে থাকে। এই ধরনের গুচ্ছ কেন্দ্রের সাথে সংঘর্ষের ফলে একটি বিকিরণের বহু বার বিক্ষেপণ ঘটে যাকে ''বহুমুখী বিক্ষেপণ'' (multiple scattering) বলা হয়।<ref>{{cite book |last= Gonis |first= Antonios |author2=William H. Butler |title= Multiple Scattering in Solids |publisher= [[Springer Science+Business Media|Springer]] |year= 1999 |isbn= 978-0-387-98853-5 }}</ref> একক এবং বহুমুখী বিক্ষেপণ প্রতিক্রিয়ার মধ্যে প্রধান পার্থক্য হল এই যে, একক বিক্ষেপণকে সাধারণত একটি এলোমেলো বা লক্ষ্যহীন ঘটনা হিসেবে বিবেচনা করা যেতে পারে, পক্ষান্তরে কিছুটা এর বিপরীতে, বহুমুখী বিক্ষেপণকে আরও সুনির্ধারিত একটি প্রক্রিয়া হিসেবে ধারণা করা যেতে পারে; কারণ বিক্ষেপণ সংশ্লিষ্ট বহুসংখ্যক ঘটনার সমন্বিত ফল নির্ভর করে এর গড় ফলাফলে যা পাওয়া যায় তার উপর। এভাবে
ঠিক কোন পথে বিকিরণ আসছে তার উপর একক বিক্ষেপণের কেন্দ্রের অবস্থান প্রবলভাবে নির্ভর করার ঝোঁক বিদ্যমান। কিন্তু একক বিক্ষেপণের কেন্দ্রের অবস্থান সাধারণত বিকিরণের পথের সাপেক্ষে ভালভাবে জানা যায় না। ফলস্বরূপ এটি পর্যবেক্ষকের নিকট এলোমেলো মনে হয়। পারমাণবিক নিউক্লিয়াসের মধ্য নিক্ষিপ্ত ইলেকট্রন এই ধরনের বিক্ষেপণের একটি উদাহরণ। এক্ষেত্রে ইলেকট্রনের সঞ্চার পথের সাপেক্ষে পরমাণুটির সঠিক অবস্থান জানা না থাকায় এবং তা অপরিমাপযোগ্য হওয়ায় সংঘর্ষের পরে ইলেকট্রনটির প্রকৃত সঞ্চার পথ কি হবে তা অনুমান করা সম্ভব নয়। একারণে একক বিক্ষেপণকে সম্ভাব্যতার বণ্টনের দ্বারা ব্যাখ্যা করা হয়।
বহুমুখী বিক্ষেপণের ক্ষেত্রে মিথস্ক্রিয়ার যদৃচ্ছতা বা এলোপাতাড়ি অবস্থা বহুসংখ্যক বিক্ষেপণের গড় ফলাফলের (আউটকাম) প্রতি এমন ঝোঁক প্রবণতা দেখায় যে, এতে করে বিকিরণের চূড়ান্ত সঞ্চার পথ ''তীব্রতার একটি সুনির্ধারিত বণ্টন'' বলে মনে হয়। ঘন [[কুয়াশা]]র মধ্য দিয়ে অতিক্রান্ত একটি স্বল্প [[আলোর বীম]]ের মাধ্যমে এই বিক্ষেপণের উদাহরণ দেওয়া হয়। বহুমুখী বিক্ষেপণ [[ব্যাপন]]ের (diffusion) একেবারেই অনুরূপ এবং অনেক ক্ষেত্রেই ''বহুমুখী বিক্ষেপণ'' ও ''ব্যাপন'' শব্দ দুটি পরস্পর বিনিময়যোগ্য। বহুমুখী বিক্ষেপণ উৎপাদনের নিমিত্তে নকশাকৃত আলোকীয় যন্ত্রকে [[ডিফিউজার (আলোকবিজ্ঞান)|ডিফিউজার]] বলা হয় যেগুলো সচরাচর আলোকচিত্রশিল্পে মৃদু আলো তৈরির জন্য ব্যবহার করা হয়।<ref>{{cite book |last= Stover |first= John C. |title= Optical Scattering: Measurement and Analysis |publisher= SPIE Optical Engineering Press |year= 1995 |isbn= 978-0-8194-1934-7 }}</ref> কোন অনিয়মিত (random) মাধ্যমের দ্বারা বিক্ষিপ্ত [[সুসঙ্গত পশ্চাৎবিক্ষেপণ]] হলো [[পশ্চাৎবিক্ষেপণ]]ের সমৃদ্ধ একটি রূপ যা সুসঙ্গত বিকিরণকে
তথাপি সকল একক বিক্ষেপণ কিন্তু অনিয়মিত (random) নয়। উদাহরণ স্বরূপ, একটি সুনির্ধারিত ফলাফল
একইভাবে বহুমুখী বিক্ষেপণের ক্ষেত্রে বিশেষ করে সুসঙ্গত বিকিরণের বেলায় কখনো কখনো কিছুটা অনিয়মিত (random) ফলাফল পাওয়া যায়। সুসঙ্গত বিকিরণের বহুমুখী বিক্ষিপ্ত তীব্রতার এলোমেলো ওঠানামাকে [https://en.m.wiktionary.org/wiki/speckle স্পেকল]বলা হয়। এছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে কোন সুসঙ্গত তরঙ্গের একাধিক অংশের বিক্ষেপণ ঘটলেও স্পেকলের দেখা মেলে।
বিক্ষেপণের ব্যাখ্যা সেই সাথে একক ও বহুমুখী বিক্ষেপণের মধ্যকার স্বাতন্ত্র্য [[তরঙ্গ-কণা দ্বৈততা]]র সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত।
==বিক্ষেপণ তত্ত্ব==
|
সম্পাদনা