ওয়াল স্ট্রিট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন নিবন্ধ
 
en+
২ নং লাইন:
 
'''ওয়াল স্ট্রিট''' [[নিউ ইয়র্ক]] শহরের একটি প্রখ্যাত সড়ক। পৃথিবীর অন্যতম গুরুত্ববহ বিনিয়োগ বাজার [[নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ]] এই সড়কে অবস্থিত বলে এর প্রসিদ্ধি জগৎজোড়া। [[অর্থনীতি]] বিষয়ক আন্তর্জাতিক দৈনিক পত্রিকা [[দ্য ওয়াল স্ট্রিট জার্নাল|দ্য ওয়াল স্ট্রিট জার্নালের]] সদর দপ্তর এ সড়কেই অবস্থিত। কার্যত বিংশ শতাব্দীতে "ওয়াল স্ট্রিট" বিশ্ব অর্থনীতির তাপমান যন্ত্রে পরিণত হয়েছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই সড়ক অবস্থিত। এর মধ্যে রয়েছে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এবং [[ফেডারেল রিজার্ভ ব্যাংক]]। [[মার্কিন যুক্ত রাষ্ট্র|মার্কিন যুক্ত রাষ্ট্রের]] নিউ ইয়র্ক শহরের বাণিজ্য কেন্দ্র ম্যানহ্যাটানের দক্ষিণাংশে, [[হাডসন নদী|হাডসন নদীর]] অদূরে, ওয়াল স্ট্রিট অবস্থিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিরও ভরকেন্দ্র বটে। [[১৬৫৩] খ্রিস্টাব্দে ওলন্দাজরা ব্রিটিশ ও স্থানীয় আদিবাসীদের আক্রমণ প্রতিরোধের জন্য এই এলাকায় মাটির তৈরী রক্ষা প্রাচীর ব্যুহ গড়ে তুলেছিল। সেই থেকে এই সড়কের নাম ওয়াল স্ট্রিট (প্রচীর সড়ক) হয়েছে। ব্রডএয় থেকে ইস্ট রিভার পর্যন্ত বিস্তৃত এই সড়কটি অপ্রশস্ত।
 
[[en:Wall Street]]