শাহ মখদুম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন চিত্র যোগ
হালনাগাদ করা হল
২৪ নং লাইন:
| website =
}}
'''শাহ মখদুম রূপোশ''' (১২১৬-১৩১৩ খ্রিষ্টাব্দ) [[বাংলাদেশ|বাংলার]] প্রথিতযশা [[সুফী|সুফী সাধক]] এবং ধর্ম-প্রচারকদের মধ্যে অন্যতম। তিনি ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে এবং চতুর্দশ শতাব্দীর শুরুতে বাংলাদেশ তথা [[রাজশাহী|রাজশাহী অঞ্চলে]] ইসলামের সুমহান বানীইসলাম প্রচার করেছিলেন।<ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9_%E0%A6%AE%E0%A6%96%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AE_%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%B8_(%E0%A6%B0%E0%A6%83)|শিরোনাম=শাহ মখদুম রূপস - বাংলাপিডিয়া|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2017-12-16}}</ref> তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেন। মূলত শাহ মখদুমের মাধ্যমেই [[বরেন্দ্র]]<ref name=":2">{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.banglanews24.com/feature/news/bd/597065.details|শিরোনাম=অনন্য স্থাপত্য শাহ মখদুম মাজার|সংবাদপত্র=banglanews24.com|ভাষা=|সংগ্রহের-তারিখ=2017-12-16}}</ref> এবং [[গৌড়]]<ref name=":2" /> অঞ্চলে ইসলাম ধর্ম বিস্তার লাভ করে।<ref name=":1" /> বর্তমানে এসব অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। শাহ মখদুমের প্রকৃত নাম '''আব্দুল কুদ্দুস'''। ধর্ম এবং জ্ঞান সাধনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিভিন্ন সময়ে তার নামের সাথে “শাহ”, “মখদুম”, “রূপোশ” ইত্যাদি উপাধি যুক্ত হয়। তিনি শাহ মখদুম রূপোশ নামেই সারা পৃথিবীতেবেশী বিখ্যাত।
 
মৃত্যুর পর তাকে তার বলে দেওয়া স্থানে সমাহিত করা হয়। তার কবর বর্তমান রাজশাহী শহরের দরগাপাড়ায় অবস্থিত, যার দক্ষিণে প্রমত্তা পদ্মা নদী এবং পূর্বে [[রাজশাহী কলেজ]] অবস্থিত।<ref name=":2" /> প্রতি বছর হিজরী সনের রজব মাসের ২৭ তারিখ এখানে ওরসমৃত্যুবার্ষিকী তথা উরশ পালন করা হয়। দেশ-বিদেশ থেকে শাহ মখদুমের হাজার হাজার ভক্ত অনুসারী সেদিন তার মাজার জিয়ারতে আসেন।<ref name=":1">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9_%E0%A6%AE%E0%A6%96%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AE_%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%B8_(%E0%A6%B0%E0%A6%83)|শিরোনাম=শাহ মখদুম রূপস - বাংলাপিডিয়া|ওয়েবসাইট=bn.banglapedia.org|সংগ্রহের-তারিখ=2016-12-05}}</ref><ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?vid=LCCN08000086&id=kEAOAAAAIAAJ|শিরোনাম=Wali, Maclavi Abdul (January 1904) "On the Antiquity and Traditions of Shahzadpur" Journal of the Asiatic Society of Bengal: January to December 1904, Calcutta, p.&nbsp;2, at|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=1903-01-01|প্রকাশক=|বছর=|আইএসবিএন=|অবস্থান=|পাতাসমূহ=|ভাষা=ইংরেজি}}</ref>
 
[[চিত্র:শাহ মখদুমের মাজারের বাইরের অংশ(পশ্চিম দিক).jpg|thumb|শাহ মখদুমের মাজারের বাইরের অংশ(পশ্চিম দিক)]]
৩২ নং লাইন:
==জন্ম==
{{বাংলাদেশে ইসলাম}}
শাহ মখদুমের জন্ম সাল নিয়ে অনেক মতমতভেদ প্রচলিত আছে। তবে বিভিন্ন প্রামাণিক সূত্রানুযায়ী বলা যায়, তিনি ১২১৬ (হিজরী ৬১৫ সালের ২রা রজব) সালে [[বাগদাদ|বাগদাদের]] এক বিখ্যাত সুফী পরিবারে জন্মগ্রহণ করেন। <ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ১=মোঃ আবুল|প্রথমাংশ১=কাসেম|শিরোনাম=শাহ মখদুম রূপোশ -যুগ মানস|প্রকাশক=শাহ মখদুম রূপোশ দরগা এস্টেট,রাজশাহী|পাতা=১৫৮-১৫৯|সংস্করণ=২য়}}</ref> তার দাদা [[আব্দুল কাদের জিলানী|বড়পীড় হযরত আব্দুল কাদির জিলানীর]] মৃত্যুর ৫৪ বছর পর শাহ মখদুমের জন্ম হয়। তার পিতার নাম সায়্যিদ আযাল্লাহ শাহ, তিনিও অনেক জ্ঞানী এবং ধর্ম বিশারদ সুফী ছিলেন।<ref name=":2" />
==বংশপরিচয়==
হযরত শাহ মখদুম রূপোশ হযরত আলী এর বংশধর ছিলেন। বড়পীর হযরত আব্দুর কাদির জিলানী তার আপন দাদা।<ref name=":0" /> শাহ মখদুমের বংশ তালিকা নিম্নরূপঃ <ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ১=মোঃ আবুল|প্রথমাংশ১=কাসেম|শিরোনাম=শাহ মখদুম রূপোশ -যুগ মানস|প্রকাশক=শাহ মখদুম রূপোশ দরগা এস্টেট,রাজশাহী|পাতা=১৭১|সংস্করণ=২য়}}</ref>
 
[[আলী ইবনে আবু তালিব|হযরত আলী]]
 
হজরত হাসান (রাঃ)
 
হাসান আল মাসনা
 
আব্দুল্লাহ আলা মাহাজ
৪৩ ⟶ ৪৭ নং লাইন:
 
সায়্যিদ আব্দুল্লাহ সানী
 
মূসা সানি
 
সায়্যিদ দাউদ
৬০ ⟶ ৬৬ নং লাইন:
সায়্যিদ আব্দুল কুদ্দুস শাহ মখদুম রূপোশ
==বাল্যকাল এবং প্রাথমিক শিক্ষালাভ==
শাহ মখদুমের বাল্যকাল কাটে বাগদাদ নগরে। জ্ঞানচর্চার হাতে-খড়ি হয় তার পিতা আযাল্লাহ শাহের মাধ্যমে। <ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ১=মোঃ আবুল|প্রথমাংশ১=কাসেম|শিরোনাম=শাহ মখদুম রূপোশ -যুগ মানস|প্রকাশক=শাহ মখদুম রূপোশ দরগা এস্টেট,রাজশাহী|পাতা=১৫৯|সংস্করণ=২য়}}</ref> আযাল্লাহ শাহ তৎকালীন সময়ের একজন বিশিষ্ট আলেম এবং ধার্মিক হিসেবে বিখ্যাত ছিলেন। সুফী জ্ঞানে তার অগাধ পান্ডিত্য ছিল । শিশু বয়সেই তিনি তার পুত্র আব্দুল কুদ্দুস শাহ মখদুমকে তার নিজের ''কাদেরিয়া মাদ্রাসা''য় ভর্তি করিয়ে দেন।{{cn}} কিছুদিনের মধ্যেই শাহ মখদুমের তীক্ষ্ণ মেধার পরিচয় পাওয়া যায়। অল্প বয়সেই তিনি কুরআন, হাদিস, ফিকহ, আরবী ভাষা ও ব্যাকরণ, সুফিতত্ত্ব ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করে ফেলেন। কিন্তু কিছুদিন পর, যখন শাহ মখদুম কৈশোরকালীন সময়ে ছিলেন, তখন তার পিতা শাসকদের রোষানলে পড়েন এবং সপরিবারেস্বপরিবারে বাগদাদ ছাড়তে বাধ্য হন। অন্যদিকে তাতারীদের আক্রমণে আব্বাসীয় সাম্রাজ্যের লন্ডভন্ড অবস্থা। সমস্ত সাম্রাজ্য তারা ধ্বংস করতে থাকে। ১২৫৮ সালে তাতারীদের হাতে বাগদাদ নগরীর পতন ঘটে । বাগদাদ নগরীর পতন হওয়ার আগেই পিতা আযাল্লাহ শাহের সাথে শাহ মখদুম বাগদাদ ত্যাগ করে ভারতের দিকে রওয়া হন।{{cn}}
 
==উচ্চ শিক্ষা==
৯৭ ⟶ ১০৩ নং লাইন:
রাজশাহী অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি সারাদিন ধ্যান আর ইবাদতে মশগুল থাকতেন। কথা বলতেন কম। কুরআন পড়তেন বেশি। একদিন তিনি উপলব্ধি করেন যে তার মৃত্যু আসন্ন। তারপর তিনি তার ভক্তদের বিভিন্ন অঞ্চল থেকে মহাকালগড়ে ডেকে পাঠান। সবাইকে নসিহত বানী দান করে একসাথে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি তার যোগ্য শিষ্যদের এলাকা ভাগ করে দিয়ে ইসলাম প্রচারের দায়িত্ব প্রদান করেন। আসরের নামাজের পর আবার সবাইকে ডেকে বর্তমান তার কবরের স্থান দেখিয়ে দিয়ে বলেন যে তার মৃত্যুর পর সেখানে যেন তাকে দাফন করা হয়। নিজের লাঠি দিয়ে সে স্থানে দাগ কেটে চিহ্নও দিয়ে দিলেন। মাগরিবের নামাজ পড়ে তিনি হুজরাখানায় ঢুকে সাদা চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে ঘুমিয়ে পড়েন। এরপর হুজরা থেকে আর বের হচ্ছেন না দেখে শিষ্যরা হুজরার ভেতরে গিয়ে দেখেন উপমহাদেশের শ্রেষ্ঠ সাধক শাহ মখদুম রূপোশ ইহলীলা সাঙ্গ করে পরপারে পাড়ি জমিয়েছেন। দিনটি ছিলো হিজরী ৭১৩ সালের রজব মাসের ২৭ তারিখ, অর্থাৎ ১৩১৩ খ্রিষ্টাব্দ। <ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ১=মোঃ আবুল|প্রথমাংশ১=কাসেম|শিরোনাম=শাহ মখদুম রূপোশ -যুগ মানস|প্রকাশক=শাহ মখদুম রূপোশ দরগা এস্টেট,রাজশাহী|পাতা=১৮৫-১৮৬|সংস্করণ=২য়}}</ref>
 
==মাজার এবং ওরসউরশ==
প্রতিবছর রজব মাসের ২৭ তারিখ শাহ মখদুম রূপোশের মাজারে ওরস পালন করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.erajshahi.gov.bd/app/cc_service/cc_service.php?cmd=details&id=2569&tempid=17|শিরোনাম=Rajshahi {{!}} পর্যটন কেন্দ্র {{!}} City Portal of Rajshahi, Bangladesh|শেষাংশ=http://technovista.com.bd|প্রথমাংশ=TechnoVista-|ওয়েবসাইট=www.erajshahi.gov.bd|সংগ্রহের-তারিখ=2016-12-05|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20160313130935/http://erajshahi.gov.bd/app/cc_service/cc_service.php?cmd=details&id=2569&tempid=17|আর্কাইভের-তারিখ=২০১৬-০৩-১৩|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.banglanews24.com/national/news/bd/568449.details|শিরোনাম=শাহ মখদুম ও শাহ নূর (রহ.) বার্ষিক ওরশ ২৪-২৫ এপ্রিল|শেষাংশ=BanglaNews24.com|সংবাদপত্র=banglanews24.com|ভাষা=en-US|সংগ্রহের-তারিখ=2017-12-16}}</ref>