উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
RockyMasum (আলোচনা | অবদান)
RockyMasum (আলোচনা | অবদান)
৪৬৯ নং লাইন:
 
=== আফতাবুজ্জামানের প্রতি ===
প্রিয়, @[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]], আমরা দেখেছি আপনি বরাবর নতুনদের সমর্থন ও সহযোগিতা দিয়ে আসেন, যা খুব প্রশংসনীয় একটি কাজ। কিন্তু সহযোগিতার পাশাপাশি কখনো কখনো একটু কঠোরও হতে হয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে। একজন প্রশাসক হিসেবে [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি|নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি]] বজায় রাখতে ও শৃঙ্খলা নিশ্চিত করতে আপনি দায়বদ্ধ।
 
এই [[আলাপ:হুসাইন আহমদ মাদানি#পাতা অপসারণ|আলোচনায়]] আপনি বলেছেন, "আমি নিবন্ধটা স্থানান্তর করেছিলাম। সম্পূর্ণ দোষটা আমার, আমি তা মাথা পেতে নিচ্ছি। ভবিষ্যতে যেন এই জাতীয় ভুল না হয়, তার জন্য সচেষ্ট থাকব।" এতটুকু পর্যন্ত ঠিক ছিল। ভুল হতেই পারে এবং আপনি সেটা স্বীকার করেছেন। এ নিয়ে আর কোন কথা থাকতে পারে না।