উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
MdsShakil (আলোচনা | অবদান)
→‎দৃষ্টি আকর্ষণ: নতুন অনুচ্ছেদ
RockyMasum (আলোচনা | অবদান)
৪৫৭ নং লাইন:
 
সুধী, উইকিপিডিয়ার [[আলাপ:হুসাইন আহমদ মাদানি#পাতা অপসারণ|এই পাতার আলোচনায়]] সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। —[[ব্যবহারকারী:MdsShakil|শাকিল]] ([[ব্যবহারকারী আলাপ:MdsShakil|আলাপ]] <b>·</b> [[বিশেষ:অবদান/MdsShakil|অবদান]]) ১০:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
 
 
;প্রস্তাব
অনেক বিস্তর আলোচনা হয়েছে ইতিমধ্যেই। আমি দীর্ঘদিন ধরে ওয়াইস করনীকে অনুসরণ করছিলাম। তার অবদান দেখে যেটা মনে হয়েছে, তিনি উইকিপিডিয়ার মূল দর্শনটাই ধরতে পারেনি এবং এটা শুধু আমার একার ভাবনা না। উপরে উল্লিখিত আলোচনা দেখে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সম্প্রদায়ও এর সাথে একমত। ওয়াইস করনীর শুরু থেকেই [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি|নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি]] ও [[উইকিপিডিয়া:শিষ্টাচার]]কে বুড়ো আঙ্গুল দেখিয়ে এসেছেন (বিস্তারিত আলোচনায় আর গেলাম না, যেহেতু উদ্ধৃতকৃত আলোচনায় এ নিয়ে অনেক কথা হয়েছে)। [[হুসাইন আহমদ মাদানি]] নিবন্ধকে কেন্দ্র করে উনি যা করেছেন তা পরিষ্কারভাবে ধোঁকাবাজি এবং [[উইকিপিডিয়া:ব্যবস্থাপনার সাথে খেলা করা|উইকিপিডিয়া ব্যবস্থাপনার]] সাথে খেলা করার শামিল। অনেক বলার পরেও উনি নিজেকে শোধরাতে পারেননি, তাই এখন মনে হয় সময় এসেছে চূড়ান্ত সিধান্ত নেয়ার। উনি যা করেছেন তাতে উনাকে অসীম সময়ের জন্য বাধা দেয়া উচিত। তবে যেহেতু উনি দীর্ঘদিন ধরে নিয়মিত সম্পাদনা করে আসছেন এবং বেশ কিছু ভালো সম্পাদনা আছে বিধায় '''উনাকে আগামী এ বছরের জন্য বাধা দেয়া ও সব অধিকার অপসারণের প্রস্তাব করছি।'''--[[ব্যবহারকারী:RockyMasum|মাসুম-আল-হাসান]] ([[ব্যবহারকারী আলাপ:RockyMasum|আলাপ]]) ১৯:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
 
==== সমর্থন ====
 
==== বিরোধিতা ====
 
==== মন্তব্য ====
 
=== আফতাবুজ্জামানের প্রতি ===
প্রিয়, @[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]], আমরা দেখেছি আপনি বরাবর নতুনদের সমর্থন ও সহযোগিতা দিয়ে আসেন, যা খুব প্রশংসনীয় একটি কাজ। কিন্তু সহযোগিতার পাশাপাশি কখনো কখনো একটু কঠোরও হতে হয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে। একজন প্রশাসক হিসেবে [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি|নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি]] বজায় রাখতে ও শৃঙ্খলা নিশ্চিত করতে আপনি দায়বদ্ধ।
 
এই [[আলাপ:হুসাইন আহমদ মাদানি#পাতা অপসারণ|আলোচনায়]] আপনি বলেছেন, "আমি নিবন্ধটা স্থানান্তর করেছিলাম। সম্পূর্ণ দোষটা আমার, আমি তা মাথা পেতে নিচ্ছি। ভবিষ্যতে যেন এই জাতীয় ভুল না হয়, তার জন্য সচেষ্ট থাকব।" এতটুকু পর্যন্ত ঠিক ছিল। ভুল হতেই পারে এবং আপনি সেটা স্বীকার করেছেন। এ নিয়ে আর কোন কথা থাকতে পারে না।
 
কিন্তু পরে আপনি বলেছেন, "অতীতে নিবন্ধ প্রতিযোগিতায় নতুন করে কাজ করার স্বার্থে আমরা (প্রতিযোগিতায় জড়িতরা) এমন বহু নিবন্ধ মুছে দিয়েছিলাম।" এটা বলে আসলে কি বোঝাতে চেয়েছেন আমার কাছে পরিষ্কার নয়, আপনি দুই বিষয়কে আপনি একই ফেলতে চাচ্ছেন। আপনাকে মনে করিয়ে দিতে চাই প্রতিযোগিতার সময় যে নিবন্ধগুলো অপসারণ করা হয়েছিল, সে ব্যাপারে সম্প্রদায় অবগত ছিল এবং অতি সংক্ষিপ্ত নিবন্ধ হিসেবে নীতিমালা অনুসরণ করেই তা করা হয়েছিল। আপনি যেখানে বরাবর ২/১ লাইনের নিবন্ধও অপসারণের বিপক্ষে ছিলেন, সেখানে [https://bn.wikipedia.org/w/index.php?title=হুসাইন_আহমদ_মাদানি&oldid=4406934 এই অবস্থায়] থাকা একটি নিবন্ধ কোন বিবেচনার অন্যের ব্যবহারকারী নামস্থানে স্থানান্তর করেন? এরপরে সে ব্যবহারকারীর চালাকি পরিষ্কারভাবে ধরা পরেও তার পক্ষে সাফাই গান!
 
একজন নিবেদিত উইকিপিডিয়ান হিসেবে আমরা সবাই আপনাকে সম্মান এবং সমীহ করি। আশা করি ভবিষ্যতে আপনি যেকোন সিধান্ত নেয়ার ব্যাপার উইকিপিডিয়ার নীতিমালাগুলো মেনে চলবেন এবং অনুগ্রহ করে অতিমাত্রায় ইতিবাচক হওয়া বন্ধ করুন, এতে উল্টো ক্ষতি হয়। --[[ব্যবহারকারী:RockyMasum|মাসুম-আল-হাসান]] ([[ব্যবহারকারী আলাপ:RockyMasum|আলাপ]]) ১৯:৪১, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)