মালপোয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AishikBot (আলোচনা | অবদান)
বানান সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৪ নং লাইন:
নানা জায়গার নানা রকম মালপোয়া আছে। বাংলাদেশের মালপোয়া সাধারণত কড়া মিষ্টি। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মালপোয়া সাধারণত কম মিষ্টি <ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.vegrecipesofindia.com/malpua-recipe-malpua-rabdi/|শিরোনাম=Malpua Recipe|প্রকাশক=vegrecipesofindia.com|সংগ্রহের-তারিখ=5 August 2016}}</ref>
 
== রকমারীরকমারি মালপোয়া প্রস্তুত প্রণালীপ্রণালি ==
পাকা কলা বা নারকেলের মধ্যে চালগুঁড়া বা আটা ও চিনি দুধ বা ক্ষীর ও জল মিশিয়ে মালপোয়ার প্রাথমিক মিশ্রণ প্রস্তুত হয়। তারপর তার উপরে নানা রকমের মাল মশলা যেমন [[লবঙ্গ]] [[এলাচ]] ইত্যাদি যোগ করা হয়। তারপর ভাজা হয়। বিহারের মাল্পোয়ায়মালপোয়ায় ভাজার আগেই অনেক চিনি দিয়ে শুকনো মিষ্টি হসাবে তৈরি হয়। বাংলা ও ওড়িশাতে ভাজার পরে মিষ্টি রসে সিক্ত করে রসের মিষ্টি হিসাবে পরিবেশন করা হয়। অনেক সময় কলার বদলে আনারস বা আমের মাল্পোয়ামালপোয়া বানানো হয়।
 
উত্তর ভারত বিশেষ করে [[উত্তরপ্রদেশ]] ও [[রাজস্থান|রাজস্থানের]] মালপোয়াতে কোন ফল থাকে না। উপর্যুক্ত মাল মশলা (ময়দা, চাল্গুঁড়াচালের গুঁড়ো, দুধ, চিনি) ছাড়াও অনেক সময় দই যোগ করে খানিকক্ষণ গেঁজিয়ে নেওয়া হয় তারপর ফেনা ওয়ালাফেনাওয়ালা প্যানকেকের মত ভাজা হয় যার কিনারা থাকে মুচমুচে আর মাঝখানটা নরম। তারপর মিষ্টি রসে ডুবিয়ে রাখা হয়। ওড়িশি মাল্পোয়ামালপোয়া(আমালু)র প্রস্তুতিতেও দই ব্যবহার হয়ে থাকে।
 
বাঙালি মালপোয়া রেসিপি
এক্ষেত্রে মালপোয়ার বৈচিত্র্য হচ্ছে ভাজা মালপোয়া । বাঙ্গালীবাঙালি রেসিপিতে মালপোয়া তেলে ভেজেও পরিবেশনের রেওয়াজ রয়েছে । এছাড়াও অনেক ক্ষেত্রে পরিবেশনের পূর্বে মালপোয়াগুলো চিনির মিশ্রণে চুবিয়ে তারপর পরিবেশন করা হয় ।
 
; রেসিপি-১
৫৩ নং লাইন:
প্রস্তুতি
 
উপকরণগুলো একত্রে মিশ্রিত করে একটি নরম মিশ্রণ তৈরি করতে হবে । বেশি মিষ্টি করতে চাইলে মিশ্রণের সাথে চিনি মিশ্রিত করা যেতে পারে । অধিক পরিমানে মালপোয়া তৈরির ক্ষেত্রে পাঁচগুনপাঁচগুণ ময়দার সাথে পাঁচগুনপাঁচগুণ চালের ময়দা মিশ্রিত করা যেতে পারে । কাপের এক চতুর্থাংশ মিশ্রণ প্যান এ দেয়া তেল এর মধ্যে ছাড়তে হবে । একসাথে অনেকগুলো পিঠা প্রস্তুত করা যেতে পারে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে প্রতিটি মালপোয়াই যেনো তেলের ভেতর ঠিকমতো চোবানো থাকে ।
; রেসিপি-২
৭৫ নং লাইন:
৩ টেবিল চামচ ময়দা
৩-৪ টেবিল চামচ ঘি/তেল, ভাজার জন্য
১ টেবিল চামচ গুড়োগুঁড়ো করা মৌরি বীজ
 
চিনির মিশ্রণের জন্য(সিরা/রস)
৮৪ নং লাইন:
প্রস্তুতি
 
ঘি, ময়দা এবং মৌরি বীজ মিশিয়ে নিতে হবে। নরম থকথকে মিশ্রণ তৈরি না হওয়া পর্যন্ত নাড়তে হবে। কড়াই বা প্যান এ ঘি/তেল গরম করে এক চামচের মতন ময়দা মিশ্রণ হালকা আঁচে ভেজে নিতে হবে। বড়ার মত করে ভাজা হয়ে গেলে চিনি, পানি এবং মিষ্টি লেবুর খোসা দিয়ে তৈরি মিশ্রণে/সিরাপে মালপোয়াগুলো ভিজিয়ে রাখতে হব।হবে। এটি গরম কিংবা ঠান্ডা উভয়ভাবেই পরিবেশিত হতে পারে।
 
== তথ্যসূত্র ==