আলাপ:কারী মুহাম্মদ তৈয়ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৬ নং লাইন:
:::::@[[ব্যবহারকারী:Owais Al Qarni|Owais Al Qarni]] @[[ব্যবহারকারী:Yahya|Yahya]] এটা ব্যবহার করা ঠিক না। কারণ আমাদের দেশে রাষ্ট্রপতি হন চেঞ্চেলর, আর তিনিই দেন এর নিয়োগ। বিশ্বের কোন বিশ্ববিদ্যালয় নাই যেখানে নিজে চেঞ্চেলর হয়। বড়জোর মুহতামিম বা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হতে পারেন। তাই কাওমি মাদ্রাসারা সবখানে জামেয়া তৈরী করে আর চেঞ্চেলর হয়। যেমন কিন্ডার কার্টেন ওয়ালারা অধ্যক্ষ হয়। -- [[ব্যবহারকারী:মো. মাহমুদুল আলম|মো. মাহমুদুল আলম]] ([[ব্যবহারকারী আলাপ:মো. মাহমুদুল আলম|আলাপ]]) ২০:০৮, ২২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
:::::@[[ব্যবহারকারী:Owais Al Qarni|Owais Al Qarni]]@[[ব্যবহারকারী:Yahya|Yahya]] ভারতের আইনে কি এ রকম কাওমি মাদরাসারা চেঞ্চেলর শব্দ ব্যবহার করতে পারে। সরকার কি তাদের নিয়োগ দেয়? বিষয়টা নিরোপেক্ষ দৃষ্টিকোণ থেকে হলে ভালো হয়। -- [[ব্যবহারকারী:মো. মাহমুদুল আলম|মো. মাহমুদুল আলম]] ([[ব্যবহারকারী আলাপ:মো. মাহমুদুল আলম|আলাপ]]) ২০:১৩, ২২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
::::::@[[ব্যবহারকারী:Owais Al Qarni|Owais Al Qarni]] বাংলাদেশের পত্র-পত্রিকায় কি কওমি মাদ্রাসার প্রধানদের উপাচার্য বলা হয়? বাংলাদেশে যেভাবে ব্যবহার করা হয়, দয়া করে সেভাবে ব্যবহার করুন। আপনার মনমত উপাচার্য বসাবেন না, এতে উইকিপিডিয়ার তথ্য দারুণভাবে প্রশ্নবিদ্ধ হবে। যেমনঃ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে অধ্যক্ষ ব্যবহার করা হয়।
::::::আর আপনাকে কোন প্রশ্ন করলে, আপনি সেটি এড়িয়ে যান, এটা অনেক সময়ে হয়েছে। এই অভ্যাস থাকা উচিত নয়। আলোচনা করুন, নিরেপক্ষভাবে সম্পাদনা করুন। বাংলাদেশে উপাচার্যের একটি সুনিদিষ্ট অর্থ রয়েছে, যদি কোন প্রতিষ্ঠান বাংলাতে তাদের উপাচার্য দাবী না করে, তাহলে সেটি লেখা উচিত হবেনা। -- '''[[ব্যবহারকারী:Prodipto Deloar|Prodipto Deloar]]''' ([[ব্যবহারকারী আলাপ:Prodipto Deloar|আলাপ]] • [[বিশেষ:অবদান/Prodipto Deloar|অবদান]] • [[বিশেষ:লগ/Prodipto Deloar|লগ]]) ০৪:২২, ২৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
"কারী মুহাম্মদ তৈয়ব" পাতায় ফেরত যান।