ফরাসি বিপ্লব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সত্য অপলাপ (আলোচনা | অবদান)
লিঙ্কের পরামর্শ: ৩টি লিঙ্ক যুক্ত করা হয়েছে।
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২০ নং লাইন:
ইতিহাসবিদরা বিপ্লবের দিকে যাওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী সময়ের অনেক ঘটনা ও কারণের প্রতি ইঙ্গিত করেছেন। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বৃদ্ধি<ref>Marshall, Thomas H. Citizenship and social class. Vol. 11. Cambridge, 1950.</ref><ref>Lichbach, Mark Irving. "An evaluation of 'does economic inequality breed political conflict?' studies". ''World Politics'' 41.04 (1989): 431–70.</ref> আলোকায়ন থেকে উদ্ভূত নতুন রাজনৈতিক ধারণা,<ref>Gordon, Daniel. ''Citizens without Sovereignty: Equality and sociability in French thought'', 1670–1789. Princeton: Princeton University Press, 1994.</ref> অর্থনৈতিক অব্যবস্থাপনা, পরিবেশগত কারণগুলি কৃষির ব্যর্থতার দিকে পরিচালিত করে, নিয়ন্ত্রণহীন জাতীয় ঋণ,<ref name="macroeconomics">Sargent, Thomas J., and Francois R. Velde. "Macroeconomic features of the French Revolution." ''Journal of Political Economy'' (1995): 474–518.</ref> রাজা ষষ্ঠদশ লুইয়ের পক্ষ থেকে এবং রাজনৈতিক অব্যবস্থাপনা সবই কিছুকেই বিপ্লবের ভিত্তিপ্রস্তর হিসাবে চিহ্নিত করা হয়েছে।<ref>Hardman, John. ''French politics 1774–1789: from the accession of Louis XVI to the fall of the Bastille''. Addison-Wesley, 1995.</ref><ref>Baker, Keith Michael. "French political thought at the accession of Louis XVI". ''The Journal of Modern History'' (1978): 279–303.</ref><ref name="Jordan2004">{{বই উদ্ধৃতি|লেখক=David P. Jordan|শিরোনাম=The King's Trial: The French Revolution Vs. Louis XVI|ইউআরএল=https://books.google.com/books?id=s__iS_KF8jwC&pg=PR11|বছর=2004|প্রকাশক=University of California Press|আইএসবিএন=978-0-520-23697-4|পাতাসমূহ=11–}}</ref><ref>Campbell, Peter Robert, ed. ''The origins of the French revolution''. Palgrave Macmillan, 2006.</ref>
 
ফরাসি বিপ্লবের [[রাজনৈতিক]] এবং [[আর্থসামাজিক]] বৈপ্লবিক প্রকৃতিকে ইতিহাসবিদরা একটি ধারণায় এনে বিশ্লেষণ করেন: [[ফরাসি বিপ্লবের পূর্বের অবস্থা|বিপ্লবপূর্ব সরকারের]] প্রাচীন অভিজাত নীতি ও আইনসমূহ একটি উদীয়মান [[বুর্জোয়া|বুর্জোয়াতন্ত্রের]] উচ্চাভিলাষের খোরাক যোগাতে শুরু করে যা [[আলোকসম্পাতের যুগ|আলোকসম্পাতের]] দ্বারা ছিলো ব্যাপকভাবে আক্রান্ত। এই বুর্জোয়ারা শহরের বিশেষত [[প্যারিস]] এবং [[লিওন|লিওনের]] চাকুরিজীবী এবং অত্যাচারিত চাষী শ্রেণীর সাথে মিত্রতা সৃষ্টি করে। আরেকটি ধারণা অনুসারে অনেক বুর্জোয়া এবং অভিজাত মহল রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের চেষ্টা করতে থাকে যা পরবর্তীতে চাকুরিজীবী শ্রেণীর আন্দোলনগুলোর সাথে একাত্ম হয়ে যায়। এর সাথে এক হয় প্রাদেশিক চাষীদের আন্দোলন। এই ধারণা অনুসারে তাদের মধ্যে কোন মেলবন্ধন কেবল ঘটরাক্রমেঘটনাক্রমে হয়েছে, তা পরিকল্পিত ছিলোনা।
 
যে ধারণাকেই ধরা হোক না কেন, অ্যানসিয়েন সরকারের কিছু সাধারণ বৈশিষ্ট্য ছিলো যা বিপ্লবের মূল হিসেবে পরিগণিক হতে পারে। একদিক দিয়ে সেগুলো ছিলো অর্থনৈতিক কারণ: