কোসেম সুলতান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৫৩ নং লাইন:
}}
 
কোসেম ছয়জন সুলতানের শাসনকাল প্রত্যক্ষ করেছেন: [[প্রথম আহমেদ]], [[প্রথম মুস্তাফা]],[[দ্বিতীয় উসমান]], [[চতুর্থ মুরাদ]], [[ইব্রাহিম (উসমানীয় সুলতান)|ইব্রাহিম]] ও [[চতুর্থ মুহাম্মদ|চতুর্থ মেহমেদ]]।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=http://worldcat.org/oclc/472256214|শিরোনাম=Famous Ottoman women|শেষাংশ=Necdet.|প্রথমাংশ=Sakaoğlu,|তারিখ=2007|প্রকাশক=Avea|আইএসবিএন=978-975-7104-77-3|oclc=472256214}}</ref> তিনি ছিলেন [[কাদিনী সালতানাত]] (Sultanate of Women) যুগের সবচেয়ে প্রভাবশালী সুলতানা।
 
== প্রাথমিক জীবন ==
যদিও সাফিয়ে সুলতান(পূর্বসূরী) সাতজন শাসকের রাজত্ব দেখেছিলেন কিন্তু তিনি সুলতান আহমেদের শাসনের প্রাথমিক সময়গুলো পর্যন্ত সক্রিয় ছিলেন। অন্যদিকে কোসেম সুলতান আমৃত্যু সাম্রাজ্যের কার্যকরী শাসকের ভূমিকা পালন করেন ।
কোসেম ছিলেন গ্রিক বংশোদ্ভূত,<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/oclc/63664444|শিরোনাম=Osman's dream : the story of the Ottoman Empire, 1300-1923|শেষাংশ=Finkel|প্রথমাংশ=Caroline|তারিখ=2006|প্রকাশক=Basic Books|অবস্থান=New York|পাতাসমূহ=১৯৭|আইএসবিএন=0-465-02396-7|oclc=63664444}}</ref> টিনোস দ্বীপে গ্রিক অর্থোডক্স পুরোহিতের মেয়ে যার প্রথম নাম ছিল আনাস্তাসিয়া।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/oclc/399624|শিরোনাম=The encyclopaedia of Islam.|তারিখ=1960-2009|প্রকাশক=Brill|অবস্থান=Leiden|পাতাসমূহ=৫৯৭|অন্যান্য=H. A. R. Gibb, P. J. Bearman|আইএসবিএন=90-04-16121-X|oclc=399624|সংস্করণ=নতুন}}</ref><ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/oclc/156317083|শিরোনাম=The veiled lands : a woman's journey into the heart of the Islamic world|শেষাংশ=Hogan|প্রথমাংশ=Christine|তারিখ=2006|প্রকাশক=Pan MacMillan|অবস্থান=Sydney|পাতাসমূহ=৭৪|আইএসবিএন=978-1-4050-3701-3|oclc=156317083}}</ref><ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/oclc/233824280|শিরোনাম=Women in the Ottoman Balkans : gender, culture and history|শেষাংশ=Amila Buturović|তারিখ=2007|প্রকাশক=I.B. Tauris|অবস্থান=London|পাতাসমূহ=২৩|অন্যান্য=İrvin Cemil Schick|আইএসবিএন=978-1-4356-4978-1|oclc=233824280}}</ref>
 
যদিও [[সাফিয়া সুলতান|সাফিয়ে সুলতান]] (পূর্বসূরী) সাতজন শাসকের রাজত্ব দেখেছিলেন কিন্তু তিনি সুলতান আহমেদের শাসনের প্রাথমিক সময়গুলো পর্যন্ত সক্রিয় ছিলেন। অন্যদিকে কোসেম সুলতান আমৃত্যু সাম্রাজ্যের কার্যকরী শাসকের ভূমিকা পালন করেন ।
তিনি একাধিক ওয়াকফ পরিচালনা করতেন। আশ্রয়হীনদের আশ্রয় দিতেন এবং প্রতিদিন ২০০০০ জনের খাদ্য ওয়াকফ থেকে বরাদ্দ হতো৷তাই সকল প্রজা ও জেনিসেরিদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
পুত্র চতুর্থ মুরাদ ও নাবালক নাতি চতুর্থ মুহাম্মদের সময় তিনি ''নায়েব'' হিসেবে প্রত্যক্ষভাবে উসমানীয় সালতানাত শাসন করতেন। তবে এসব করতে গিয়ে নিজ পুত্রদের সাথে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন এবং ফলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন বলে জানা যায়। অবশেষে নাতি চতুর্থ মেহমেদের শাসনকালে তার মা ও প্রাক্তন সুলতান ইব্রাহিমের হাসেকি [[তুরহান সুলতান]] এর সাথে কোসেম সুলতান ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে তাকে [[তোপকাপি প্রাসাদ]] এর ভেতর হত্যা করা হয়। মৃত্যুর পর সেদিন রাতেই গোপনে তার লাশ পুরনো প্রাসাদে নিয়ে যাওয়া হয় এবং এরপর সুলতান আহমেদের পাশে দাফন করা হয়। তার মৃত্যুতে পুরো সম্রাজ্যে শোক নেমে আসে।প্রজারা প্রাসাদের বাইরে বিক্ষোভ করতে থাকে।রাজধানীতেথাকে। রাজধানীতে ৩ দিন অথবা ৩০ দিন শোক পালন করা হয়।
<ref>{{বই উদ্ধৃতি|লেখক=Necdet Sakaoğlu|শিরোনাম=Famous Ottoman women|বছর=2007|প্রকাশক=Avea|পাতা=129|আইএসবিএন=}}</ref>
{{multiple image
| align = right