প্রমথ চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সাধারণ সম্পাদনা
২৪ নং লাইন:
প্রমথ চৌধুরীর শিক্ষাজীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি কলকাতা হেয়ার স্কুল থেকে এন্ট্রাস ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফ এ পাস করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৮৯খ্রি বিএ(অনার্স)দর্শন, ১৮৯০সালে [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রী লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 'জগত্তারিণী পদক' লাভ করেন ।
 
== পারিবারিক ও কর্মজীবন==
 
প্রমথ চৌধুরী কিছুদিন [[কলকাতা হাইকোর্ট|কলকাতা হাইকোর্টে]] আইনব্যবসায়আইনব্যবসা করেন ।করেন। কিছুকাল [[কলকাতা বিশ্ববিদ্যালবিশ্ববিদ্যালয়|কলকাতা বিশ্ববিদ্যালয়ের]] আইন কলেজে পড়িয়েছেন। তিনি ঠাকুর এস্টেটের ম্যানেজার ছিলেন।
 
রবীন্দ্রনাথের অগ্রজ [[সত্যেন্দ্রনাথ ঠাকুর|সত্যেন্দ্রনাথ ঠাকুরের]] (১৮৪২-১৯২৩) কন্যা [[ইন্দিরা দেবী চৌধুরাণী|ইন্দিরা দেবীর]] (১৮৭৩-১৯৬০) সঙ্গে তার বিয়ে হয়। তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাতা। লেখক [[আশুতোষ চৌধুরী]] (১৮৮৮-১৯৪৪) সম্পর্কে প্রমথ চৌধুরীর অগ্রজ। রবীন্দ্রনাথের ভগিনী [[প্রতিভা দেবী|প্রতিভা দেবীর]] সহিত [[আশুতোষ চৌধুরী]] বিবাহ হয়।
 
প্রবন্ধ সাহিত্যের জন্য তিনি বেশী বিখ্যাত। তার প্রথম প্রবন্ধ ''জয়দেব'' প্রকাশিত হয় [[সাধনা]] পত্রিকায় ১৮৯৩ সালে।