শক্তিরূপ হেরো তাঁর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
"শক্তিরূপ হেরো তাঁর" গানটি প্রথম প্রকাশিত হয় ''[[তত্ত্ববোধিনী]]'' পত্রিকার ফাল্গুন ১৩১১ সংখ্যায়।<ref name="rabindrasangeetkosh"/> এরপর এটি প্রকাশিত হয় ''গান'' (‘ব্রহ্মসঙ্গীত’ পর্যায়, ১৩১৬), ''ধর্মসঙ্গীত'' (১৩২১), ''কাব্যগ্রন্থ'' (দশম খণ্ড, ‘ধর্মসঙ্গীত’ অংশ, ১৩২৩), ''গীতবিতান'' (প্রথম সংস্করণ, দ্বিতীয় খণ্ড, আশ্বিন ১৩৩৮ এবং দ্বিতীয় সংস্করণ, দ্বিতীয় খণ্ড, ভাদ্র ১৩৪৬) গ্রন্থেও।<ref name="tathyabhandar"/> গানটির কাঙ্গালীচরণ সেন কৃত প্রথম স্বরলিপিটি প্রকাশিত হয় ''সঙ্গীত-প্রকাশিকা'' পত্রিকার চৈত্র ১৩১১ সংখ্যায়।<ref name="tathyabhandar">''গীতবিতান তথ্যভাণ্ডার'', পৃ. ৬১৪-৬১৫</ref> এরপর স্বরলিপি প্রকাশিত হয়েছিল স্বরলিপি প্রকাশিত হয় ''ব্রহ্মগীতি স্বরলিপি'' গ্রন্থেও (দ্বিতীয় ভাগ, মাঘ ১৩১২)।<ref name="rabindrasangeetkosh">''রবীন্দ্র-সঙ্গীত-কোষ'', পৃ. ৩০৬</ref> বর্তমানে ''স্বরবিতান'' গ্রন্থের ২২শ খণ্ডে এই গানটির স্বরলিপি মুদ্রিত।<ref name="rabindrasangeetkosh"/>
 
"শক্তিরূপ হেরো তাঁর" গানটি হল একটি [[রবীন্দ্রনাথ ঠাকুরের ভাঙা গান|ধ্রুপদ-ভাঙা গান]], যার মূল আদর্শ "সপ্তসুর তিনগ্রাম"। স্বরলিপিতে মূল গানটির রাগ ও তাল নির্দেশিত হয়েছে ইমন/চৌতাল।<ref name="rabindrasangeetkosh"/> মতান্তরে মূল গানের রাগ ইমনকল্যাণ।<ref name="bhangagan102-03"/> মূল গানটির সম্ভাব্য গীতিকার/সুরকার ছিলেন গুণ সেন<ref name="bhangagan111">''রবীন্দ্রনাথের ভাঙা গান'', পৃ. ১১১</ref> এবং গানটির উৎস ''সঙ্গীতমঞ্জরী''।<ref name="rabindrasangeetkosh"/> [[ধ্রপদ]] মূলত চারটি কলি বা তুক-বিশিষ্ট (স্থায়ী, অন্তরা, সঞ্চারী ও আভোগ) গান। মূল "সপ্তসুর তিনগ্রাম" গানটিও চার কলি-বিশিষ্ট গান হলেও, "শক্তিরূপ হেরো তাঁর" রচনাকালে রবীন্দ্রনাথ যে রাগের কিছু পরিবর্তন করেছিলেন তা-ই নয়, গানটিকে দুই কলি-যুক্ত গানে রূপান্তরিত করেছিলেন। যদিও সংগীত-বিশারদ অমল কুমার মিত্রের মতে, ধ্রুপদ গানে চারটি কলি থাকতেই হবে এমন বাঁধাধরা নিয়ম বিগত ১৫০ বছর ধরে পালিত হয়নি এবং সেই কারণেই রবীন্দ্রনাথ চার কলির মূল গান থেকে স্বচ্ছন্দে দুই কলির গান রচনা করেছিলেন।<ref name="bhangagan102-03">''রবীন্দ্রনাথের ভাঙা গান'', পৃ. ১০২-০৩</ref>