সুজল শ্রেষ্ঠ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
২৩ নং লাইন:
'''সুজল শ্রেষ্ঠ''' ({{lang-ne|सुजल श्रेष्ठ}}, {{lang-en|Sujal Shrestha}}; জন্ম: ৪ ফেব্রুয়ারি ১৯৯৩; '''সুজল শ্রেষ্ঠ''' নামে সুপরিচিত) হলেন একজন নেপালি পেশাদার [[ফুটবল খেলোয়াড়]]। তিনি বর্তমানে নেপালি ক্লাব [[মছিন্দ্র ফুটবল ক্লাব|মছিন্দ্র]] এবং [[নেপাল জাতীয় ফুটবল দল|নেপাল জাতীয় দলের]] হয়ে [[আক্রমণভাগের খেলোয়াড় (ফুটবল)|আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন। তিনি মূলত [[বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন।
 
==প্রারম্ভিক জীবন==
সুজল শ্রেষ্ঠ ১৯৯৩ সালের ৪ঠা ফেব্রুয়ারি তারিখে [[নেপাল|নেপালের]] [[ধনকুটা|ধনকুটায়]] জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
নেপালি ক্লাব [[সংকটা বয়েজ স্পোর্টস ক্লাব|সংকটা বয়েজের]] হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; সংকটা বয়েজের হয়ে খেলার পর ২০০৮–০৯ মৌসুমে তিনি [[মনাং মরস্যাংদি ক্লাব|মনাং মরস্যাংদিতে]] যোগদান করেছেন। মনাং মরস্যাংদিতে প্রায় ১১ মৌসুম অতিবাহিত করার পর [[মছিন্দ্র ফুটবল ক্লাব|মছিন্দ্রের]] সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য [[পোখরা থান্ডার্স|পোখরা থান্ডার্সের]] হয়ে ধারে খেলেছেন।
 
২০১১ সালে, সুজল নেপালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেপালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৮ ম্যাচে ২টি গোল করেছেন।
 
==প্রারম্ভিক জীবন==
সুজল শ্রেষ্ঠ ১৯৯৩ সালের ৪ঠা ফেব্রুয়ারি তারিখে [[নেপাল|নেপালের]] [[ধনকুটা|ধনকুটায়]] জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
 
==ক্লাব ফুটবল==