ইসলাহ জাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
AishikBot (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[চিত্র:Dr._Islah_Jad.jpg|থাম্ব| ড. ইসলাহ জাদ, বিরজিৎ বিশ্ববিদ্যালয়]]
 
[[চিত্র:Dr._Islah_Jad.jpg|থাম্ব| ড. ইসলাহ জাদ, বিরজিৎ বিশ্ববিদ্যালয়]]
'''ইসলাহ জাদ''' (জন্ম ১৯৫১) হলেন বিরজিট বিশ্ববিদ্যালয়ের [[সামাজিক লিঙ্গ|জেন্ডার এন্ড ডেভলোপমেন্ট এর]] একজন সহকারী অধ্যাপক। তিনি বারজিট বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ উইমেন স্টাডিজের সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান পরিচালক। তিনি [[সুয়াদ জোসেফ|আরব ফ্যামিলিজ ওয়ার্কিং গ্রুপের]] কোর গ্রুপের সদস্য। ফিলিস্তিনি নারী আন্দোলনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, '''ইসলাহ জাদ''' [[গাজা]] এবং নাবলুসে উইমেন্স অ্যাফেয়ার সেন্টার, লেস অ্যামিস ডু ফ্রান্সিস, এল-বিরেহে চাইল্ড কর্নার প্রকল্প এবং ডব্লিউএটিসি (মহিলা বিষয়ক প্রযুক্তিগত কমিটি) প্রতিষ্ঠায়ও সাহায্য করেছিলেন। '''ইসলাহ জাদ''' [[জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী|জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির]] জেন্ডার কনসালটেন্সি পরিচালনা করেন এবং ২০০৫ সালের জাতিসংঘের আরব মানব উন্নয়ন প্রতিবেদনের সহ-লেখক ছিলেন। [[কায়রো বিশ্ববিদ্যালয়|তিনি কায়রো বিশ্ববিদ্যালয়]] থেকে [[রাষ্ট্রবিজ্ঞান|রাষ্ট্রবিজ্ঞানে]] স্নাতক ডিগ্রি অর্জন করেন, নান্টেস বিশ্ববিদ্যালয় থেকে [[রাজনৈতিক দর্শন|রাজনৈতিক তত্ত্বে]] স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি [[লন্ডন বিশ্ববিদ্যালয়]] থেকে লিঙ্গ এবং উন্নয়ন গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জুলাই, ২০০৯ সালে '''ইসলাহ জাদ''' AMIDEAST এ্যামিডেস্ট এর টিচিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করেন।
 
১৯৯২ সালে পশ্চিম তীরের রামাল্লায় ডবলিউএটিসি ( WATC) এর প্রতিষ্ঠিত হয়েছিল। <ref>[https://www.annalindhfoundation.org/members/womens-affairs-technical-committee-watc Women's Affairs Technical Committee (WATC)]</ref>
 
== নির্বাচিত প্রকাশনা ==
১২ ⟶ ১১ নং লাইন:
জাদ, ইসলাহ, ২০০৫-২০০৬ সাল, "রামাল্লাহ থেকে চিঠি" বহিহাট ১১: ২০৬-২২৬।
 
জাদ, ইসলাহ (আগস্ট ২০০৭), "ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট পুনরায় পড়া: স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে লিঙ্গ এবং শহুরে গ্রামীণ বিভাজন"। ইন্টারন্যাশনাল জার্নাল অফ মিডল ইস্ট স্টাডিজ।
 
জাদ, ইসলাহ (আগস্ট ২০০৭)। "এনজিও: বাজওয়ার্ড এবং সামাজিক আন্দোলনের মধ্যে"। অনুশীলনে উন্নয়ন।
 
ক্রস রোডে নারী: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং ইসলামবাদের মধ্যে ফিলিস্তিনি নারীদের আন্দোলন (পিএইচডি)। SOAS, লন্ডন বিশ্ববিদ্যালয়। ২০০৮